ETV Bharat / sports

প্রতিপক্ষ পঞ্জাব, সেকেন্ড বয়ের দৌড়ে রাজস্থানকে টেক্কা দিতে তৈরি হায়দরাবাদ - IPL 2024 - IPL 2024

SRH vs PBKS: উপল স্টেডিয়ামে নিয়মরক্ষার ম্যাচে নেমেছে পঞ্জাব কিংস ৷ তাতে জ্বলে উঠল প্রভসিমরন সিং ৷ টস জিতে প্রথমে ব্যাট করে পঞ্জাব 214 রান তোলে ৷ রান তাড়া করে ম্য়াচ জিততে মরিয়া হায়দরাবাদ ৷

SRH vs PBKS
রান তাড়া করে ম্য়াচ জিততে মরিয়া হায়দরাবাদ (ইন্ডিয়ান প্রিমিয়ার এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 19, 2024, 5:49 PM IST

Updated : May 19, 2024, 6:14 PM IST

হায়দরাবাদ, 19 মে: আইপিএলে রবিবাসরীয় শেষ ডাবল হেডারের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের সামনে পঞ্জাব কিংস ৷ পরের ম্যাচ রয়েছে কলকাতা ও রাজস্থানের মধ্যে ৷ লিগ টেবিলের আজকের দুই ম্যাচেই নির্ধারণ করবে কোন দল কলকাতার সঙ্গে কোয়ালিফায়ার 1 খেলবে ও কোন দল বেঙ্গালুরুর সঙ্গে এলিমিনেটর খেলবে ৷ আপাতত ঘরের মাঠে হায়দরাবাদ আজ টস হেরেছে ৷ পঞ্চাব কিংস টস জিতে প্রথমে ব্যাট করে 214 রান তুলেছে ৷ তাই রান তাড়া করে ম্যাচ জিততে মরিয়া সানরাইজার্স ৷

ভয়ডরহীন ম্যাচে এদিন পঞ্জাবের হয়ে ব্যাট জ্বলে ওঠে প্রভসিমরন সিংয়ের ৷ আজ দলকে নেতৃত্ব দিচ্ছেন জিতেশ শর্মা। ওপেনার প্রভসিমরন সিংহের সঙ্গে শুরুটা অবশ্য ভালোই করলেন অথর্ব তাইড়ে। রীতিমতো জমিয়ে দেন দু'জনে। 27 বলে 46 করেন তাইড়ে ৷ প্রভসিমরন করেন 45 বলে 71। সাতটা চার ও 4টি ছক্কা হাঁকান পঞ্জাবের এই ব্যাটার ৷ পরে ব্যাট চালান দক্ষিণ আফ্রিকার রুশো। 24 বলে 49 রানের ইনিংসে ছিল চারটে বিশাল ছক্কা, তিনটে বাউন্ডারি। 32 রান করেন অধিনায়ক জিতেশ শর্মা ৷

বাকি অন্য়কোনও ব্যাটার 2 রানের গণ্ডি পার করতে পারেননি ৷ 20 ওভারে 5 উইকেটের বিনিময়ে 214 রান তোলে পঞ্জাব কিংস ৷ অন্যদিকে, অরেঞ্জ ব্রিগেডের হয়ে টি নটরাজন 2টি উইকেট নেন ৷ একটি করে উইকেট নেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স বিজয়কান্ত বিয়াস্কান্ত ৷ রানআউট হন শশাঙ্ক সিং ৷ এদিকে, 13 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বরে রয়েছে হায়দরাবাদ ৷ এদিকে লাস্ট বয় মুম্বইয়ের আগে 9 নম্বরে রয়েছে পঞ্জাব কিংস ৷

পঞ্জাবকে হারালে সানরাইজার্স 17 পয়েন্টে পৌঁছবে ৷ তাই পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে আসবে অরেঞ্জ ব্রিগেড ৷ এদিকে এর পরের ম্যাচে যদি নাইট রাইডার্স যদি রয়্যালসদের হারিয়ে দেয় তাহলে পয়েন্ট টেবিলের দুই নম্বরে শেষ করবে নিজামের শহরের দল ৷ কোয়ালিফায়ার ওয়ানে তাদের খেলাও নিশ্চিত হয়ে যাবে ৷

আরও পড়ুন:

  1. গোপনীয়তা নেই, ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দি; স্টার স্পোর্টসকে তুলোধনা রোহিতের
  2. প্রত্যাবর্তনে আরসিবির 'যশ' প্রাপ্তি, চেন্নাই-বধে শেষ চারে বেঙ্গালুরু
  3. বৃষ্টি উপেক্ষা করেও রানের পাহাড়ে কোহলিরা, ধোনিদের দু'শোতে বাঁধলেই শেষ চারে বেঙ্গালুরু

হায়দরাবাদ, 19 মে: আইপিএলে রবিবাসরীয় শেষ ডাবল হেডারের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের সামনে পঞ্জাব কিংস ৷ পরের ম্যাচ রয়েছে কলকাতা ও রাজস্থানের মধ্যে ৷ লিগ টেবিলের আজকের দুই ম্যাচেই নির্ধারণ করবে কোন দল কলকাতার সঙ্গে কোয়ালিফায়ার 1 খেলবে ও কোন দল বেঙ্গালুরুর সঙ্গে এলিমিনেটর খেলবে ৷ আপাতত ঘরের মাঠে হায়দরাবাদ আজ টস হেরেছে ৷ পঞ্চাব কিংস টস জিতে প্রথমে ব্যাট করে 214 রান তুলেছে ৷ তাই রান তাড়া করে ম্যাচ জিততে মরিয়া সানরাইজার্স ৷

ভয়ডরহীন ম্যাচে এদিন পঞ্জাবের হয়ে ব্যাট জ্বলে ওঠে প্রভসিমরন সিংয়ের ৷ আজ দলকে নেতৃত্ব দিচ্ছেন জিতেশ শর্মা। ওপেনার প্রভসিমরন সিংহের সঙ্গে শুরুটা অবশ্য ভালোই করলেন অথর্ব তাইড়ে। রীতিমতো জমিয়ে দেন দু'জনে। 27 বলে 46 করেন তাইড়ে ৷ প্রভসিমরন করেন 45 বলে 71। সাতটা চার ও 4টি ছক্কা হাঁকান পঞ্জাবের এই ব্যাটার ৷ পরে ব্যাট চালান দক্ষিণ আফ্রিকার রুশো। 24 বলে 49 রানের ইনিংসে ছিল চারটে বিশাল ছক্কা, তিনটে বাউন্ডারি। 32 রান করেন অধিনায়ক জিতেশ শর্মা ৷

বাকি অন্য়কোনও ব্যাটার 2 রানের গণ্ডি পার করতে পারেননি ৷ 20 ওভারে 5 উইকেটের বিনিময়ে 214 রান তোলে পঞ্জাব কিংস ৷ অন্যদিকে, অরেঞ্জ ব্রিগেডের হয়ে টি নটরাজন 2টি উইকেট নেন ৷ একটি করে উইকেট নেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স বিজয়কান্ত বিয়াস্কান্ত ৷ রানআউট হন শশাঙ্ক সিং ৷ এদিকে, 13 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বরে রয়েছে হায়দরাবাদ ৷ এদিকে লাস্ট বয় মুম্বইয়ের আগে 9 নম্বরে রয়েছে পঞ্জাব কিংস ৷

পঞ্জাবকে হারালে সানরাইজার্স 17 পয়েন্টে পৌঁছবে ৷ তাই পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে আসবে অরেঞ্জ ব্রিগেড ৷ এদিকে এর পরের ম্যাচে যদি নাইট রাইডার্স যদি রয়্যালসদের হারিয়ে দেয় তাহলে পয়েন্ট টেবিলের দুই নম্বরে শেষ করবে নিজামের শহরের দল ৷ কোয়ালিফায়ার ওয়ানে তাদের খেলাও নিশ্চিত হয়ে যাবে ৷

আরও পড়ুন:

  1. গোপনীয়তা নেই, ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দি; স্টার স্পোর্টসকে তুলোধনা রোহিতের
  2. প্রত্যাবর্তনে আরসিবির 'যশ' প্রাপ্তি, চেন্নাই-বধে শেষ চারে বেঙ্গালুরু
  3. বৃষ্টি উপেক্ষা করেও রানের পাহাড়ে কোহলিরা, ধোনিদের দু'শোতে বাঁধলেই শেষ চারে বেঙ্গালুরু
Last Updated : May 19, 2024, 6:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.