ETV Bharat / sports

প্যারিসে প্রীতির কামাল ! ট্র্যাক অ্যান্ড ফিল্ডে’র ইতিহাসে প্রথম, প্যারালিম্পিক্সে তৃতীয় পদক ভারতের - Paris Paralympics 2024

India in Paris Paralympics: প্যারা-অলিম্পিক্সের দ্বিতীয় দিনে তৃতীয় পদক ভারতের ৷ অবনি লেখারা, মোনা আগরওয়ালের পর এবার ব্রোঞ্জ এল প্রীতি পালের হাত ধরে ৷

India in Paris Paralympics
প্যারালিম্পিক্সে তৃতীয় পদক এল ভারতের ঝুলিতে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 30, 2024, 5:22 PM IST

Updated : Aug 30, 2024, 7:58 PM IST

প্যারিস, 30 অগস্ট: প্রেমের শহরে ইতিহাস গড়ছে ভারত ৷ প্যারা-অলিম্পিক্সের দ্বিতীয় দিনে দেশে এল তৃতীয় পদক ৷ মহিলাদের 100 মিটার দৌড়ে (T35) ব্রোঞ্জ জিতলেন প্রীতি পাল ৷ উত্তরপ্রদেশের প্রীতি ছোট থেকেই সেরিব্রাল পালসি’তে আক্রান্ত ৷ মিরাটে সঠিক চিকিৎসা পাননি ৷ সেই প্রীতির হাত ধরেই ফের প্যারিসে উড়ল তেরঙা ৷

অলিম্পিক্সে হয়নি ৷ প্যারালিম্পিক্সের দ্বিতীয় দিনেই সোনা ঘরে তুলেছে ভারত ৷ মহিলাদের 10 মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছেন অবনি লেখারা ৷ একই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন মোনা আগরওয়াল ৷ এবার তৃতীয় পদক ঘরে তুলল ভারতীয় টিম ৷ 14.21 সেকেন্ডে 100 মিটার পেরিয়েছেন প্রীতি, যা তাঁর ব্যক্তিগত সেরা স্কোর ৷

‘গ্রেটেস্ট শো অফ আর্থ’, অলিম্পিক্সে অংশগ্রহণের আগে প্রীতি পালের জীবন বন্ধুরময় ৷ সেখান থেকে অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জয় অনেককে উদ্বুদ্ধ করবে ৷ বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ (2024), ইন্ডিয়ান ওপেন প্যারা অ্যাথলেটিক্স ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ (2024) এবং জাতীয় প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও (2024) পদক জিতেছিলেন।

তাঁর সাফল্যে এক্সে পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি ব্রোঞ্জ পাওয়ার পরেই প্রধানমন্ত্রী লিখেছেন, "#Paralympics2024-এ প্রীতি পাল 100 মিটার T35 ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন ৷ যা ভারতের জন্য গৌরবের । তাঁকে শুভেচ্ছা জানাই । তাঁর এই সাফল্য অবশ্যই উদীয়মান ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করবে ৷" অন্যদিকে, প্যারা-অলিম্পিক্সের দ্বিতীয় দিনে দেশে এসেছে চতুর্থ পদকও ৷ পুরুষদের 10 মিটার এয়ার পিস্তলে রুপো পেয়েছেন পিস্তল শুটার মণীশ নারওয়াল ৷

প্যারিস, 30 অগস্ট: প্রেমের শহরে ইতিহাস গড়ছে ভারত ৷ প্যারা-অলিম্পিক্সের দ্বিতীয় দিনে দেশে এল তৃতীয় পদক ৷ মহিলাদের 100 মিটার দৌড়ে (T35) ব্রোঞ্জ জিতলেন প্রীতি পাল ৷ উত্তরপ্রদেশের প্রীতি ছোট থেকেই সেরিব্রাল পালসি’তে আক্রান্ত ৷ মিরাটে সঠিক চিকিৎসা পাননি ৷ সেই প্রীতির হাত ধরেই ফের প্যারিসে উড়ল তেরঙা ৷

অলিম্পিক্সে হয়নি ৷ প্যারালিম্পিক্সের দ্বিতীয় দিনেই সোনা ঘরে তুলেছে ভারত ৷ মহিলাদের 10 মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছেন অবনি লেখারা ৷ একই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন মোনা আগরওয়াল ৷ এবার তৃতীয় পদক ঘরে তুলল ভারতীয় টিম ৷ 14.21 সেকেন্ডে 100 মিটার পেরিয়েছেন প্রীতি, যা তাঁর ব্যক্তিগত সেরা স্কোর ৷

‘গ্রেটেস্ট শো অফ আর্থ’, অলিম্পিক্সে অংশগ্রহণের আগে প্রীতি পালের জীবন বন্ধুরময় ৷ সেখান থেকে অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জয় অনেককে উদ্বুদ্ধ করবে ৷ বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ (2024), ইন্ডিয়ান ওপেন প্যারা অ্যাথলেটিক্স ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ (2024) এবং জাতীয় প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও (2024) পদক জিতেছিলেন।

তাঁর সাফল্যে এক্সে পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি ব্রোঞ্জ পাওয়ার পরেই প্রধানমন্ত্রী লিখেছেন, "#Paralympics2024-এ প্রীতি পাল 100 মিটার T35 ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন ৷ যা ভারতের জন্য গৌরবের । তাঁকে শুভেচ্ছা জানাই । তাঁর এই সাফল্য অবশ্যই উদীয়মান ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করবে ৷" অন্যদিকে, প্যারা-অলিম্পিক্সের দ্বিতীয় দিনে দেশে এসেছে চতুর্থ পদকও ৷ পুরুষদের 10 মিটার এয়ার পিস্তলে রুপো পেয়েছেন পিস্তল শুটার মণীশ নারওয়াল ৷

Last Updated : Aug 30, 2024, 7:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.