কলকাতা, 10 জুন: বেঙ্গল প্রো টি-20 লিগকে প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে দেখতে চান প্রয়াস রায় বর্মন। পাঁচ বছর আগে 2019 সালের আইপিএলের নিলামে কিছুটা বিস্ময় তৈরি করেই বাংলার প্রতিভাবান কিশোর ক্রিকেটারকে নিজেদের দলে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলি, এবি ডি'ভিলিয়ার্সদের মতো তারকা ক্রিকেটারদের ভিড়ে প্রায় হারিয়ে গিয়েছিলেন। মাত্র 16 বছর বয়সে কিছুটা হঠাৎ করেই আইপিএলের মঞ্চে পৌঁছে গিয়েছিলেন। 2018 সালের ডিসেম্বর মাসে বিজয় হাজারে ট্রফিতে 11 উইকেট নেওয়ার কৃতিত্ব প্রয়াসকে আলোয় নিয়ে এসেছিল।
সেরাদের মঞ্চে জায়গা পেলেও সেখানে টিকে থাকা প্রয়াসের ক্ষেত্রেও বিষয়টি সহজ হয়নি। পাঁচ বছর আগের আইপিএলে কনিষ্ঠতম ক্রিকেটার এখন সবকিছু নতুন করে শুরু করতে চান। সেই লক্ষ্যপূরণে তাঁর প্রথম পদক্ষেপ বেঙ্গল প্রো টি-20 লিগে ভালো পারফরম্যান্স। চোট, আঘাত তাঁকে বাংলার সিনিয়র দল থেকে ছিটকে দিয়েছিল। তবে অনূর্ধ্ব-19 এবং 23 দলে নিয়মিত পারফরম্যান্স মেলে ধরেছেন তিনি। সেখানে ভালো পারফরম্যান্সের রেশ টেনেই এবার বেঙ্গল প্রো টি-20 লিগে হারবার ডায়মন্ডসে নিংড়ে দিতে চান।
আগামিকাল অর্থাৎ 13 জুন, মঙ্গলবার থেকে সিএবি পরিচালিত বেঙ্গল প্রো টি-20 লিগের বল গড়ানো শুরু। প্রথম ম্যাচে মনোজ তিওয়ারির নেতৃত্বাধীন মুখোমুখি হবে আকাশদীপের শিলিগুড়ি স্ট্রাইকার্স। প্রথম ম্যাচে নামার আগে প্রয়াস রায়বর্মন বলেন, "সেই সময় আমি খুব ছোট ছিলাম। সবকিছু ঠিকভাবে বুঝতেও পারিনি। এখন আমি অনেক পরিণত। আমি যা শিখেছি তা কাজে লাগিয়ে ক্রিকেট জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ৷" শুধু ব্যাট হাতে নয়, বোলার হিসেবেও প্রয়াস বেঙ্গল প্রো টি-20 লিগে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চান। এই অলরাউন্ড পারফর্ম তুলে ধরতে আইপিএলের অভিজ্ঞতা কাজে লাগাতে চান প্রয়াস।
তাঁর আরও কথা, "ওপেন করতে নেমে পাওয়ার প্লে-র সুবিধা কাজে লাগাতে পারছি। ইতিমধ্যে বেশ কয়েকটি প্র্যাকটিস ম্যাচে ওপেন করে সফল হয়েছি। আইপিএলের অভিজ্ঞতা এবং শিক্ষা আমার সঙ্গে রয়েছে। আমি ভাগ্যবান যে, বিরাট কোহলি, এবি ডি'ভিলিয়ার্সের মতো বিশ্ববিখ্যাত ক্রিকেটারদের সঙ্গে এক সাজঘরে থাকার সুযোগ পেয়েছি। সেই অভিজ্ঞতা, শিক্ষা এক্ষেত্রে ভীষণ প্রাসঙ্গিক এবং তা কাজে লাগবে।"
বেঙ্গল প্রো টি-20 লিগে হারবার ডায়মণ্ডসের কোচের চেয়ারে সঞ্জীব স্যানাল, হীরক সেনগুপ্তর মতো প্রাক্তনরা। রয়েছেন মনোজ তিওয়ারি। সব মিলিয়ে 21 বছরের প্রয়াস রায় বর্মন ক্রিকেটকে উপভোগ করে ফের নিজেকে ফিরে পেতে চান।