ETV Bharat / sports

‘দ্য লাস্ট ডান্স’, বিশ্বসেরা হয়েই কনিষ্ঠ ফর্ম্যাট শেষ করতে চান ‘রো-কো’ জুটি - T20 World Cup 2024

Rohit Sharma and Virat Kohli: দেশের জার্সিতে সম্ভবত শেষবার টি-20 ফর্ম্যাটে নামছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি ৷ বিশ্বসেরা হয়েই কুড়ি-বিশের জার্নি শেষ করতে বদ্ধপরিকর দুই কিংবদন্তি ৷

Rohit Sharma and Virat Kohli
রোহিত শর্মা ও বিরাট কোহলি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 28, 2024, 7:34 PM IST

Updated : Jun 28, 2024, 7:42 PM IST

হায়দরাবাদ, 28 জুন: রোহিত শর্মা ও বিরাট কোহলি ৷ অধিনায়ক হিসেবে দু’জনেরই ট্র্যাক রেকর্ড ঈর্ষনীয়, ব্যাটার হিসেবে সর্বকালের সেরার তালিকায় জায়গা করে নিয়েছেন ৷ কেরিয়ারের সায়াহ্নে থাকা দুই ‘বুড়ো ঘোড়া’ই ভারতের বিশ্বকাপ অভিযানের সেরা বাজি ৷ 29 জুন, নীল জার্সিতে দেশকে বিশ্বসেরা করার সংকল্প নিয়ে নামবেন রোহিত-বিরাট ৷

সাত মাস 10 দিন আগে হাতছাড়া হয়েছিল ওডিআই বিশ্বকাপ ৷ গোট টুর্নামেন্টে অসাধারণ খেলা ‘মেন ইন ব্লু’র জয়রথ থেমেছিল ফাইনালে গিয়ে ৷ পোডিয়ামে দিকে বিরাট-রোহিতের শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকার ছবি এখনও ক্রিকেট ফ্যানদের চোখে জল আনে ৷ বার্বাডোজে সেই জ্বালা মেটাতে চাইবে ‘রোহিত শর্মা অ্যান্ড কোং’ ৷ ক্রিকেটের কনিষ্ঠ ফর্ম্যাটে নিজেদের সেরা দিতে বদ্ধপরিকর দুই কিংবদন্তিও ৷

Rohit and Virat
‘রো-কো’ জুটি (ইটিভি ভারত)

শুধু রোহিত কিংবা কোহলি নয়, কেরিয়ারের প্রায় শেষধাপে চলে এসেছেন রবীন্দ্র জাদেজাও ৷ সম্ভবত জিম্বাবোয়ে সিরিজ থেকেই টি-20 ফর্ম্যাটে ভারতীয় ক্রিকেটে নতুন যুগের সূচনা হবে ৷ একাধিক নতুন মুখকে সুযোগ দিয়ে 2026 টি-20 বিশ্বকাপের লক্ষ্যে ঝাঁপাতে চাইবে ভারত ৷ স্বাভাবিকভাবেই সেই পরিকল্পনায় 39 বছরের রোহিত কিংবা 38 বছরের বিরাট-জাদেজারা থাকবেন না ৷

ফলে বিশ্বকাপ জিতেই টি-20 কেরিয়ার উজ্জ্বল করে রাখতে চাইবে ‘ত্রিমূর্তি’ ৷ গত দু’ম্যাচে অসাধারণ ছন্দে রয়েছেন রোহিত ৷ অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতেও ভয়ংকর হয়ে উঠছেন ‘হিটম্যান’ ৷ শনিবারের বার্বাডোজেও তাঁকেই দেখতে চাইবেন সমর্থকরা ৷ শর্মা’জি ফর্মে ফিরলেও এখনও বিশেষ কিছু করতে পারেননি বিরাট-জাদেজা ৷ রানমেশিনের ব্যাটে রান না-আসলেও রোহিত জানিয়ে দিয়েছেন, ফাইনালেও বিরাটই ওপেন করবেন ৷ কিং কোহলির ফর্মে ফিরতে যে সময় লাগে না, তা বিলক্ষণ জানে ম্যানেজমেন্ট ৷ জাদেজা ফর্মে না-থাকলেও সেমি-ফাইনালে ব্যাট হাতে তাঁর লড়াই ভারতকে 150 পেরতো সাহায্য করেছিল ৷ ফাইনালের মঞ্চেও তিনজন জ্বলে উঠলে প্রোটিয়া ‘বধ’ আরও সহজ হয়ে যাবে ৷

হায়দরাবাদ, 28 জুন: রোহিত শর্মা ও বিরাট কোহলি ৷ অধিনায়ক হিসেবে দু’জনেরই ট্র্যাক রেকর্ড ঈর্ষনীয়, ব্যাটার হিসেবে সর্বকালের সেরার তালিকায় জায়গা করে নিয়েছেন ৷ কেরিয়ারের সায়াহ্নে থাকা দুই ‘বুড়ো ঘোড়া’ই ভারতের বিশ্বকাপ অভিযানের সেরা বাজি ৷ 29 জুন, নীল জার্সিতে দেশকে বিশ্বসেরা করার সংকল্প নিয়ে নামবেন রোহিত-বিরাট ৷

সাত মাস 10 দিন আগে হাতছাড়া হয়েছিল ওডিআই বিশ্বকাপ ৷ গোট টুর্নামেন্টে অসাধারণ খেলা ‘মেন ইন ব্লু’র জয়রথ থেমেছিল ফাইনালে গিয়ে ৷ পোডিয়ামে দিকে বিরাট-রোহিতের শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকার ছবি এখনও ক্রিকেট ফ্যানদের চোখে জল আনে ৷ বার্বাডোজে সেই জ্বালা মেটাতে চাইবে ‘রোহিত শর্মা অ্যান্ড কোং’ ৷ ক্রিকেটের কনিষ্ঠ ফর্ম্যাটে নিজেদের সেরা দিতে বদ্ধপরিকর দুই কিংবদন্তিও ৷

Rohit and Virat
‘রো-কো’ জুটি (ইটিভি ভারত)

শুধু রোহিত কিংবা কোহলি নয়, কেরিয়ারের প্রায় শেষধাপে চলে এসেছেন রবীন্দ্র জাদেজাও ৷ সম্ভবত জিম্বাবোয়ে সিরিজ থেকেই টি-20 ফর্ম্যাটে ভারতীয় ক্রিকেটে নতুন যুগের সূচনা হবে ৷ একাধিক নতুন মুখকে সুযোগ দিয়ে 2026 টি-20 বিশ্বকাপের লক্ষ্যে ঝাঁপাতে চাইবে ভারত ৷ স্বাভাবিকভাবেই সেই পরিকল্পনায় 39 বছরের রোহিত কিংবা 38 বছরের বিরাট-জাদেজারা থাকবেন না ৷

ফলে বিশ্বকাপ জিতেই টি-20 কেরিয়ার উজ্জ্বল করে রাখতে চাইবে ‘ত্রিমূর্তি’ ৷ গত দু’ম্যাচে অসাধারণ ছন্দে রয়েছেন রোহিত ৷ অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতেও ভয়ংকর হয়ে উঠছেন ‘হিটম্যান’ ৷ শনিবারের বার্বাডোজেও তাঁকেই দেখতে চাইবেন সমর্থকরা ৷ শর্মা’জি ফর্মে ফিরলেও এখনও বিশেষ কিছু করতে পারেননি বিরাট-জাদেজা ৷ রানমেশিনের ব্যাটে রান না-আসলেও রোহিত জানিয়ে দিয়েছেন, ফাইনালেও বিরাটই ওপেন করবেন ৷ কিং কোহলির ফর্মে ফিরতে যে সময় লাগে না, তা বিলক্ষণ জানে ম্যানেজমেন্ট ৷ জাদেজা ফর্মে না-থাকলেও সেমি-ফাইনালে ব্যাট হাতে তাঁর লড়াই ভারতকে 150 পেরতো সাহায্য করেছিল ৷ ফাইনালের মঞ্চেও তিনজন জ্বলে উঠলে প্রোটিয়া ‘বধ’ আরও সহজ হয়ে যাবে ৷

Last Updated : Jun 28, 2024, 7:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.