ETV Bharat / sports

ফিরছে প্যারিসের আটবছর আগের রাত, ইউরোর মেগা ম্যাচে মুখোমুখি গুরু-শিষ্য - EURO Cup 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 5, 2024, 6:22 PM IST

Portugal vs France: হামবুর্গে ফিরছে আটবছর আগের রাত ৷ ইউরোর শেষ আটে মুখোমুখি 2016 সালের ফাইনালিস্টরা ৷ সামনাসামনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও কিলিয়ান এমবাপে ৷ গুরু বনাম শিষ্যর লড়াইয়ে কে জেতে, সেদিকেই তাকিয়ে ফুটবল বিশ্ব ৷

Portugal vs France
ইউরোর মেগা ম্যাচে গুরু বনাম শিষ্য (ইটিভি ভারত)

হামবুর্গ, 5 জুলাই: ইউরো কাপ 2016 ৷ ফাইনালের শুরুতেই হাঁটুতে চোট পেয়ে মাঠের বাইরে বেরিয়ে গিয়েছিলেন পর্তুগিজদের অবিসংবাদী নায়ক ৷ বাকি সময়টা ডাগ-আউটের সামনে কখনও তিনি কোচ, কখনও দলের অভিজ্ঞতম খেলোয়াড়, আবার কখনও চিয়ার লিডার ৷ এদেরের গোলে শেষ পর্যন্ত ইউরো গিয়েছিল ইউসেবিও, লুই ফিগোর দেশে ৷ ভক্সপার্কস্টেডিয়নে কি সেই রাত ফিরবে ?

ইউরো কাপের শেষ আটের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও পর্তুগাল ৷ ধারেভারে ফরাসিরা এগিয়ে থাকলেও যে দলে ‘সিআর 7’ রয়েছেন, তারা যেকোনও মুহূর্তে ভয়ংকর হয়ে উঠতে পারে ৷ ফলে ইউরোপ সেরা হওয়ার লড়াইয়ে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে টাফ ফাইট ৷ মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও কিলিয়ান এমবাপে ৷ গুরু বনাম শিষ্যের দ্বৈরথে আরও আকর্ষণীয় ইউরোর নক-আউট ৷

শেষ ষোলোর লড়াইয়ে কষ্ট করে জিততে হয়েছিল দু’দলকেই ৷ স্লোভেনিয়ার বিরুদ্ধে নির্ধারিত সময় গোলশূন্য থাকায় টাইব্রেকারে গড়িয়েছিল ম্যাচ ৷ স্পটকিক মিস করেন স্বয়ং রোনাল্ডা ৷ যদিও ভয়ংকর হয়ে ওঠেন দিয়েগো কোস্তা ৷ গোলকিপারের বিশ্বস্ত হাতেই কোয়ার্টার ফাইনালে উঠেছে পর্তুগাল ৷ ইউরোর নক-আউটে প্রথম গোলকিপার হিসেবে তিনটি পেনাল্টি সেভ করেন কোস্তা ৷ ফিফার মেজর টুর্নামেন্টের কোনও ম্যাচে চতুর্থ গোলরক্ষক হিসেবে এই কৃতিত্বের মালিক হলেন তিনি ৷ ফলে ফ্রান্সের বিরুদ্ধে আরও আত্মবিশ্বাসী হয়ে নামবেন তিনি ৷

বেলজিয়ামের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতেছে ফ্রান্স ৷ যদিও শেষ মুহূর্তে আত্মঘাতী গোলে হেরে যায় রোমেলু লুকাকু, কেভিন ডে’ব্রুইনরা ৷ শেষ আটে ফরাসিদের মূল চিন্তা দলের ফরোয়ার্ডরা ৷ বেলজিয়ামের বিরুদ্ধে 19টি শটের মধ্যে মাত্র 2টি তেকাঠিতে রাখতে পেরেছিলেন এমবাপে, গ্রিজম্যানরা ৷

2000 সালের পর ইউরো আসেনি ফ্রান্সে ৷ 24 বছর ইউরো না-জেতার আক্ষেপ ঘোচাতে এবার এমবাপের কাঁধেই অধিনায়কত্বের দায়িত্ব সঁপেছেন কোচ দিদিয়ের দেঁশ ৷ 2000 সালে শেষবার ফ্রান্সের ইউরো চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ছিলেন যিনি ৷ মেগা ম্যাচে কি প্রভাব ফেলেন বিশ্বকাপের ‘নায়ক’, তাই এখন দেখার ৷

হামবুর্গ, 5 জুলাই: ইউরো কাপ 2016 ৷ ফাইনালের শুরুতেই হাঁটুতে চোট পেয়ে মাঠের বাইরে বেরিয়ে গিয়েছিলেন পর্তুগিজদের অবিসংবাদী নায়ক ৷ বাকি সময়টা ডাগ-আউটের সামনে কখনও তিনি কোচ, কখনও দলের অভিজ্ঞতম খেলোয়াড়, আবার কখনও চিয়ার লিডার ৷ এদেরের গোলে শেষ পর্যন্ত ইউরো গিয়েছিল ইউসেবিও, লুই ফিগোর দেশে ৷ ভক্সপার্কস্টেডিয়নে কি সেই রাত ফিরবে ?

ইউরো কাপের শেষ আটের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও পর্তুগাল ৷ ধারেভারে ফরাসিরা এগিয়ে থাকলেও যে দলে ‘সিআর 7’ রয়েছেন, তারা যেকোনও মুহূর্তে ভয়ংকর হয়ে উঠতে পারে ৷ ফলে ইউরোপ সেরা হওয়ার লড়াইয়ে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে টাফ ফাইট ৷ মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও কিলিয়ান এমবাপে ৷ গুরু বনাম শিষ্যের দ্বৈরথে আরও আকর্ষণীয় ইউরোর নক-আউট ৷

শেষ ষোলোর লড়াইয়ে কষ্ট করে জিততে হয়েছিল দু’দলকেই ৷ স্লোভেনিয়ার বিরুদ্ধে নির্ধারিত সময় গোলশূন্য থাকায় টাইব্রেকারে গড়িয়েছিল ম্যাচ ৷ স্পটকিক মিস করেন স্বয়ং রোনাল্ডা ৷ যদিও ভয়ংকর হয়ে ওঠেন দিয়েগো কোস্তা ৷ গোলকিপারের বিশ্বস্ত হাতেই কোয়ার্টার ফাইনালে উঠেছে পর্তুগাল ৷ ইউরোর নক-আউটে প্রথম গোলকিপার হিসেবে তিনটি পেনাল্টি সেভ করেন কোস্তা ৷ ফিফার মেজর টুর্নামেন্টের কোনও ম্যাচে চতুর্থ গোলরক্ষক হিসেবে এই কৃতিত্বের মালিক হলেন তিনি ৷ ফলে ফ্রান্সের বিরুদ্ধে আরও আত্মবিশ্বাসী হয়ে নামবেন তিনি ৷

বেলজিয়ামের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতেছে ফ্রান্স ৷ যদিও শেষ মুহূর্তে আত্মঘাতী গোলে হেরে যায় রোমেলু লুকাকু, কেভিন ডে’ব্রুইনরা ৷ শেষ আটে ফরাসিদের মূল চিন্তা দলের ফরোয়ার্ডরা ৷ বেলজিয়ামের বিরুদ্ধে 19টি শটের মধ্যে মাত্র 2টি তেকাঠিতে রাখতে পেরেছিলেন এমবাপে, গ্রিজম্যানরা ৷

2000 সালের পর ইউরো আসেনি ফ্রান্সে ৷ 24 বছর ইউরো না-জেতার আক্ষেপ ঘোচাতে এবার এমবাপের কাঁধেই অধিনায়কত্বের দায়িত্ব সঁপেছেন কোচ দিদিয়ের দেঁশ ৷ 2000 সালে শেষবার ফ্রান্সের ইউরো চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ছিলেন যিনি ৷ মেগা ম্যাচে কি প্রভাব ফেলেন বিশ্বকাপের ‘নায়ক’, তাই এখন দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.