ফ্র্যাঙ্কফুর্ট, 2 জুলাই: জোরালে হেড তেকাঠিতে নেই, ফ্রি-কিক বারের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, স্পটকিক আছড়ে পড়ছে গোলকিপারের গায়ে ৷ ডয়েচ ব্যাঙ্ক পার্কের সোমবার রাত একেবারেই রোনাল্ডো-সুলভ নয় ৷ স্লোভেনিয়ার বিরুদ্ধে 73 শতাংশ বল পজেশন নিয়েও কাজের কাজ হচ্ছিল না ৷ শেষ পর্যন্ত টাইব্রেকারে দিয়েগো কোস্তার বিশ্বস্ত হাতে কোয়ার্টার ফাইনালে পৌঁছল পর্তুগাল ৷ শেষ আটে মুখোমুখি পর্তুগাল ৷
নির্ধারিত 90 মিনিট গোলশূন্য থাকায় এদিন অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ ৷ 104 মিনিটে পেনাল্টি পায় 2016 ইউরোজয়ীরা ৷ সোজা স্লোভেনিয়ার গোলকিপার ওবলাকের গায়ে মারেন রোনাল্ডো ৷ টাইব্রেকারে অবশ্য গোল করতে ভুল করেননি ইউরোর ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা ৷ অন্যদিকে তিনটি গোলই সেভ করে দেন দিয়েগো কোস্তা ৷
That save in extra time! 😲
— UEFA EURO 2024 (@EURO2024) July 1, 2024
A heroic performance from Diogo Costa ⛔👏@Vivo_GLOBAL | #EUROPOTM pic.twitter.com/8SUasSX2aR
- এই নিয়ে সপ্তমবার ইউরোর কোয়ার্টার ফাইনালে পৌঁছল পর্তুগাল ৷ যেই কৃতিত্ব অন্য কোনও দলের নেই ৷
- ইউরোর নক-আউটে প্রথম গোলকিপার হিসেবে তিনটি পেনাল্টি সেভ করেন দিয়েগো কোস্তা ৷ ফিফার মেজর টুর্নামেন্টের কোনও ম্যাচে চতুর্থ গোলরক্ষক হিসেবে এই কৃতিত্বের মালিক হলেন তিনি ৷
রোহিতদের শুভেচ্ছা জানিয়ে অলিম্পিকের জন্য গলা ফাটানোর আর্জি মোদির
অন্যদিকে, বেলজিয়ামকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে ফ্রান্স ৷ জ্যান ভার্টনঘেনের আত্মঘাতী গোলে ছিটকে গেল রোমেলু লুকাকুরা ৷ ডাসেলডর্ফ এরিনায় মুখোমুখি হয়েছিল টিনটিন বনাম অ্যাসটেরিক্স ৷ কেউই কাউকে জমি ছাড়তে নারাজ ছিল ৷ একাধিকবার বিপক্ষের গোলমুখে পৌঁছে গিয়েছিল দু’দলই ৷ শেষ পর্যন্ত আত্মঘাতী গোলে হেরে বসল ‘দ্য রেড ডেভিলস’ ৷
এই নিয়ে পাঁচবার ফিফার মেজর টুর্নামেন্টে মুখোমুখি হয়েছিল দুই দেশ ৷ প্রতিবারই শেষ হাসি হেসেছে ফ্রান্স ৷ এই নিয়ে ষষ্ঠবার ইউরোর শেষ আটে পৌঁছল ‘লেস ব্লুজ’ ৷ 5 জুলাই হামবুর্গের ভক্সপার্কস্টেডিয়ন স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে 2016 ইউরোর ফাইনালিস্টরা ৷