ETV Bharat / sports

মাঝরাতে মোদির ফোন ! প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হল ‘রুপোজয়ী’ নীরজের ? - Paris Olympics 2024 - PARIS OLYMPICS 2024

PM Modi Congratulates Neeraj Chopra: সোনা হাতছাড়া হয়েছে নীরজ চোপড়ার ৷ রুপো পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে টোকিয়োর সোনাজয়ীকে ৷ যদিও শীর্ষে শেষ না-করলেও ইতিহাস গড়েছেন পানিপথের জ্যাভলার ।

PM Modi Congratulates Neeraj Chopra
প্রধানমন্ত্রীর সঙ্গে নীরজের কথা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 9, 2024, 7:59 PM IST

নয়াদিল্লি, 9 অগস্ট: প্যারিসে বর্শায় রুপো গেঁথে রাতেই প্রধানমন্ত্রীর ফোন পেলেন নীরজ চোপড়া ৷ ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দেশের প্রথম অ্যাথলিট হিসেবে অলিম্পিক্সে দু’টি পদক পেয়েছেন নীরজ ৷ প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ'-এ সোনার পর রুপো জিতেছেন পানিপথের জ্যাভলার । ইতিহাস গড়ার পর ‘সোনার ছেলে’কে ফোন করে অভিনন্দন জানান নরেন্দ্র মোদি ৷

প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হল নীরজের ? (ইটিভি ভারত)

টোকিয়োর সোনাজয়ীকে ফের পোডিয়ামের শীর্ষে দেখতে চেয়ে বুক বেঁধেছিল ভারত ৷ পোডিয়াম ফিনিশ করলেও এবার সোনা আনতে পারেননি নীরজ ৷ প্রেমের শহরে বর্শায় রুপো গেঁথেছেন ‘সোনার ছেলে’ । সোনা জিতেছেন নীরজের ‘বন্ধু’ পাকিস্তানের আরশাদ নাদিম ৷ টোকিয়োয় 87.58 মিটার ছুড়ে সোনা এনেছিলেন, এদিন সেই নীরজ ছুড়েছেন 89.45 মিটার ৷

যদিও 90 মিটার পার করা নাদিম দ্বিতীয় থ্রো’তেই সোনা নিশ্চিত করে ফেলেছিলেন ৷ পাকিস্তানের নাদিম এদিন নীরজকে শুধু হারাননি, যে 90 মিটার ছোঁয়া নীরজের ‘স্বপ্ন’, তা’ও টপতে গিয়েছে ৷ একবার নয়, প্যারিসের ফাইনালে দু’বার 90 মিটার টপকেছেন ওয়াঘাপারের জ্যাভলার ৷ রুপো জিতলেও অবশ্য নীরজের জন্য আনন্দে ভাসছে দেশ ৷

নীরজ পোডিয়াম ফিনিশ করার পর এক্স হ্যান্ডেলেও পোস্ট করেন মোদি ৷ সেখান তিনি লেখেন, "নীরজ একজন উৎকর্ষ মানের ব্যক্তিত্ব । তিনি ফের তাঁর জাত চিনিয়ে দিলেন । ভারতবর্ষ আজ উৎফুল্ল যে সে আবার পদক জিতে ফিরছে । রুপো জয়ের জন্য তাঁকে অভিবাদন । আগামীর অ্যাথলিটদের কাছে তিনি অফুরান অনুপ্রেরণা । যাঁরা তাঁদের স্বপ্নকে আঁকড়ে দেশকে গর্বিত করবে ।"

নয়াদিল্লি, 9 অগস্ট: প্যারিসে বর্শায় রুপো গেঁথে রাতেই প্রধানমন্ত্রীর ফোন পেলেন নীরজ চোপড়া ৷ ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দেশের প্রথম অ্যাথলিট হিসেবে অলিম্পিক্সে দু’টি পদক পেয়েছেন নীরজ ৷ প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ'-এ সোনার পর রুপো জিতেছেন পানিপথের জ্যাভলার । ইতিহাস গড়ার পর ‘সোনার ছেলে’কে ফোন করে অভিনন্দন জানান নরেন্দ্র মোদি ৷

প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হল নীরজের ? (ইটিভি ভারত)

টোকিয়োর সোনাজয়ীকে ফের পোডিয়ামের শীর্ষে দেখতে চেয়ে বুক বেঁধেছিল ভারত ৷ পোডিয়াম ফিনিশ করলেও এবার সোনা আনতে পারেননি নীরজ ৷ প্রেমের শহরে বর্শায় রুপো গেঁথেছেন ‘সোনার ছেলে’ । সোনা জিতেছেন নীরজের ‘বন্ধু’ পাকিস্তানের আরশাদ নাদিম ৷ টোকিয়োয় 87.58 মিটার ছুড়ে সোনা এনেছিলেন, এদিন সেই নীরজ ছুড়েছেন 89.45 মিটার ৷

যদিও 90 মিটার পার করা নাদিম দ্বিতীয় থ্রো’তেই সোনা নিশ্চিত করে ফেলেছিলেন ৷ পাকিস্তানের নাদিম এদিন নীরজকে শুধু হারাননি, যে 90 মিটার ছোঁয়া নীরজের ‘স্বপ্ন’, তা’ও টপতে গিয়েছে ৷ একবার নয়, প্যারিসের ফাইনালে দু’বার 90 মিটার টপকেছেন ওয়াঘাপারের জ্যাভলার ৷ রুপো জিতলেও অবশ্য নীরজের জন্য আনন্দে ভাসছে দেশ ৷

নীরজ পোডিয়াম ফিনিশ করার পর এক্স হ্যান্ডেলেও পোস্ট করেন মোদি ৷ সেখান তিনি লেখেন, "নীরজ একজন উৎকর্ষ মানের ব্যক্তিত্ব । তিনি ফের তাঁর জাত চিনিয়ে দিলেন । ভারতবর্ষ আজ উৎফুল্ল যে সে আবার পদক জিতে ফিরছে । রুপো জয়ের জন্য তাঁকে অভিবাদন । আগামীর অ্যাথলিটদের কাছে তিনি অফুরান অনুপ্রেরণা । যাঁরা তাঁদের স্বপ্নকে আঁকড়ে দেশকে গর্বিত করবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.