ম্যাঞ্চেস্টার, 4 মার্চ: জোড়া গোল ফিল ফডেনের, সংযুক্তি সময়ে স্কোরশিটে নাম তুললেন আর্লিং হ্য়ালান্ড ৷ সবমিলিয়ে চলতি মরশুমে প্রিমিয়র লিগের ফিরতি ম্য়াঞ্চেস্টার ডার্বিতেও জয়জয়কার সিটির ৷ রবিবার ঘরের মাঠে ম্যান ইউকে 3-1 গোলে হারিয়ে লিগ টপার লিভারপুলের সঙ্গে ব্যবধান আরও কমিয়ে নিল 'স্কাই ব্লুজ' ৷ আপাতত জুর্গেন ক্লপের দলের থেকে এক পয়েন্ট পিছিয়ে তারা ৷
এদিন ডার্বিতে নামার আগে সিটির লক্ষ্য যদি হয়ে থাকে লিভারপুলের কমানো, তবে ইউনাইটেডের লক্ষ্য ছিল আগামী মরশুমে চ্যাম্পিয়নস লিগ খেলার দৌড়ে টিকে থাকা ৷ এদিন হারের পর সেই দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়ল এরিক টেন হ্যাগের দল ৷ যদিও ইতিহাদে এদিন রেড ডেভিলসের শুরুটা মন্দ হয়নি ৷ হজলুন্ড চোটের কারণে ছিলেন না ৷ তবে ম্যাচের আট মিনিটে দূরপাল্লার শটে যে গোলটা করে ইউনাইটেডকে এদিন রাশফোর্ড এগিয়ে দেন, তা দেখতে বহু ক্রোশ পথ হাঁটা যায় ৷ ইংরেজ স্ট্রাইকারের করা গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে অ্যাওয়ে টিম ৷
কিন্তু দ্বিতীয়ার্ধে সিটির মুহুর্মুহু আক্রমণের সামনে ভেঙে যায় ভারানে-ইভান্সদের নিয়ে গড়া ম্যান ইউয়ের রক্ষণ ৷ 56 মিনিটে রদ্রির পাস ধরে বক্সের বাইরে থেকে বাঁ-পায়ের শটে 1-1 করেন ফডেন ৷ 80 মিনিটে সিটির দ্বিতীয় গোল ফডেনেরই ৷ আলভারেজের সঙ্গে ওয়ান-টু খেলে ইংরেজ উইঙ্গারের নেওয়া শট পরাস্ত করে ইউনাইটেড গোলরক্ষককে ৷
অতিরিক্ত সময়ে টেন হ্যাগের দলের কফিনে শেষ পেরেকটি পোঁতেন হ্যালান্ড ৷ ইউনাইটেড রক্ষণের ভুলের সুযোগ কাজে লাগিয়ে নরওয়ে স্ট্রাইকার চলতি লিগে তাঁর 18তম গোলটি করেন ম্যাচের সংযুক্তি সময়ে ৷ সেইসঙ্গে প্রথমার্ধে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গোল মিস করার প্রায়শ্চিত্তও সেরে ফেলেন ৷ 3-1 ডার্বি জয়ের পর সিটির ঝুলিতে 27 ম্যাচে 62 পয়েন্ট ৷ অন্যদিকে ম্য়াচে হেরে 27 ম্যাচে 44 পয়েন্ট নিয়ে ছ'য়েই রইল ম্যান ইউ ৷
আরও পড়ুন: