ETV Bharat / sports

'বাতিল' ঘোষণার বিরুদ্ধে ক্রীড়া আদালতে ভিনেশ, পদক কি মিলবে? রায় সম্ভবত আজই - PARIS OLYMPICS 2024 - PARIS OLYMPICS 2024

VINESH PHOGAT APPEALS TO CAS: ডিসকোয়ালিফিকেশনের সিদ্ধান্তের বিরুদ্ধে সিএএসে আবেদন ভিনেশ ও তাঁর টিমের ৷ তাঁকে যাতে যুগ্মভাবে রৌপ্যপদক দেওয়া যায়, বিষয়টি ক্রীড়া ন্যায়ালয়ের কাছে বিবেচনার আর্জি জানিয়েছেন ভিনেশ ৷

VINESH PHOGAT APPEALS TO CAS
ক্রীড়া আদালতে আবেদন ভিনেশের (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 8, 2024, 12:56 PM IST

প্যারিস, 7 অগস্ট: অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ৷ তবে অলিম্পিক্স ফাইনালে পৌঁছেও বাতিল হওয়ার বিষয়টি তো সহজে হজম করার নয় ৷ তাই শেষ চেষ্টা হিসেবে এবার আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হলেন ভিনেশ ফোগত ৷ কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসের (CAS) কাছে পালোয়ানের আবেদন তাঁকে যুগ্মভাবে রুপো দেওয়ার বিষয়টি বিবেচনা করা হোক ৷

ভিনেশের আবেদনের বিষয়টি নিশ্চিত করেছে আইওএ: শেষ প্রচেষ্টা হিসেবে ভিনেশ ফোগত যে সিএএস-এর দ্বারস্থ হয়েছেন, বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় অলিম্পিক্স সংস্থার একটি সূত্র ৷ তারা সংবাদসংস্থা পিটিআই'কে বলে, "হ্যাঁ আমরা বিষয়টি সম্পর্কে অবগত ৷ ভিনেশ এবং তাঁর টিমের তরফে এই আবেদন করা হয়েছে ৷"

আজই ফয়সালার সম্ভাবনা: বিভিন্ন সূত্র মোতাবেক যা খবর, তাতে বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রীড়া ন্যায়ালয়ে বৃহস্পতিবারই বিষয়টির শুনানি হবে ৷ সেখানে ভিনেশ এবং তাঁর দলের আবেদনের গুরুত্ব খতিয়ে দেখার পাশাপাশি কুস্তির বিভিন্ন নিয়মকানুনও পর্যালোচনা হবে ৷ এরপরই রায় দেবে সিএএস ৷ তাই এখনও আশায় অনুরাগীরা ৷

আগেই আইওএ'র আবেদন প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক কুস্তি সংস্থা: ক্রীড়া আদালতে যাওয়ার আগে ভারতের অলিম্পিক্স সংস্থা ভিনেশের বিরুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত খতিয়ে দেখার বিষয়ে কুস্তির গভর্নিং বডির কাছে আবেদন জানিয়েছিল ৷ কিন্তু তাতে কর্ণপাত না-করে তারা জানায়, ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংয়ের (UWW) ওজন পরিমাপের নিয়ম অনুযায়ী ভিনেশের বিরুদ্ধে যাওয়া সিদ্ধান্ত কোনওভাবেই বদলানো সম্ভব নয় ৷ তাই সবটাই এখন সিএএস-এর রায়ের উপরে ৷

ইতিহাস গড়েছিলেন ভিনেশ: দেশের প্রথম মহিলা পালোয়ান হিসেবে অলিম্পিক্সের ফাইনালে পৌঁছে মঙ্গলবার রাতে ইতিহাস গড়েছিলেন ভিনেশ ফোগত ৷ কিন্তু সোনার পদকজয়ের ম্যাচের সকালে অর্থাৎ, বুধবার ওয়ে-ইনের সময় তাঁর অতিরিক্ত ওজন ধরা পড়ে ৷ 50 কেজি ক্যাটেগরিতে লড়লেও দেখা যায় তাঁর ওজন 50 কেজি 100 গ্রাম ৷ আর সেই কারণে তাঁকে সোনার লড়াইয়ের জন্য বাতিল বা অযোগ্য ঘোষণা করা হয়ে ৷ এমনকী নিয়ম অনুযায়ী তাঁকে কোনওরকম পদক থেকে বঞ্চিত করা হয় ৷

প্যারিস, 7 অগস্ট: অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ৷ তবে অলিম্পিক্স ফাইনালে পৌঁছেও বাতিল হওয়ার বিষয়টি তো সহজে হজম করার নয় ৷ তাই শেষ চেষ্টা হিসেবে এবার আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হলেন ভিনেশ ফোগত ৷ কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসের (CAS) কাছে পালোয়ানের আবেদন তাঁকে যুগ্মভাবে রুপো দেওয়ার বিষয়টি বিবেচনা করা হোক ৷

ভিনেশের আবেদনের বিষয়টি নিশ্চিত করেছে আইওএ: শেষ প্রচেষ্টা হিসেবে ভিনেশ ফোগত যে সিএএস-এর দ্বারস্থ হয়েছেন, বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় অলিম্পিক্স সংস্থার একটি সূত্র ৷ তারা সংবাদসংস্থা পিটিআই'কে বলে, "হ্যাঁ আমরা বিষয়টি সম্পর্কে অবগত ৷ ভিনেশ এবং তাঁর টিমের তরফে এই আবেদন করা হয়েছে ৷"

আজই ফয়সালার সম্ভাবনা: বিভিন্ন সূত্র মোতাবেক যা খবর, তাতে বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রীড়া ন্যায়ালয়ে বৃহস্পতিবারই বিষয়টির শুনানি হবে ৷ সেখানে ভিনেশ এবং তাঁর দলের আবেদনের গুরুত্ব খতিয়ে দেখার পাশাপাশি কুস্তির বিভিন্ন নিয়মকানুনও পর্যালোচনা হবে ৷ এরপরই রায় দেবে সিএএস ৷ তাই এখনও আশায় অনুরাগীরা ৷

আগেই আইওএ'র আবেদন প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক কুস্তি সংস্থা: ক্রীড়া আদালতে যাওয়ার আগে ভারতের অলিম্পিক্স সংস্থা ভিনেশের বিরুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত খতিয়ে দেখার বিষয়ে কুস্তির গভর্নিং বডির কাছে আবেদন জানিয়েছিল ৷ কিন্তু তাতে কর্ণপাত না-করে তারা জানায়, ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংয়ের (UWW) ওজন পরিমাপের নিয়ম অনুযায়ী ভিনেশের বিরুদ্ধে যাওয়া সিদ্ধান্ত কোনওভাবেই বদলানো সম্ভব নয় ৷ তাই সবটাই এখন সিএএস-এর রায়ের উপরে ৷

ইতিহাস গড়েছিলেন ভিনেশ: দেশের প্রথম মহিলা পালোয়ান হিসেবে অলিম্পিক্সের ফাইনালে পৌঁছে মঙ্গলবার রাতে ইতিহাস গড়েছিলেন ভিনেশ ফোগত ৷ কিন্তু সোনার পদকজয়ের ম্যাচের সকালে অর্থাৎ, বুধবার ওয়ে-ইনের সময় তাঁর অতিরিক্ত ওজন ধরা পড়ে ৷ 50 কেজি ক্যাটেগরিতে লড়লেও দেখা যায় তাঁর ওজন 50 কেজি 100 গ্রাম ৷ আর সেই কারণে তাঁকে সোনার লড়াইয়ের জন্য বাতিল বা অযোগ্য ঘোষণা করা হয়ে ৷ এমনকী নিয়ম অনুযায়ী তাঁকে কোনওরকম পদক থেকে বঞ্চিত করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.