ETV Bharat / sports

অলিম্পিক্সে 'অকাল' বিদায়, দেশের জার্সিতে টেনিসকে আলবিদা বোপান্নার - ROHAN BOPANNA

ROHAN BOPANNA ANNOUNCES RETIREMENT: 2016 রিও অলিম্পিক্সে সানিয়া মির্জাকে সঙ্গে নিয়ে মিক্সড ডাবলসে পদকের খুব কাছে পৌঁছেছিলেন রোহন বোপান্না ৷ কিন্তু পদক আসেনি ৷ প্যারিস থেকেও খালি হাতেই ফিরতে হল তাঁকে ৷ এরপরই দেশের জার্সিতে অবসর ঘোষণা ভারতীয় টেনিস তারকার ৷

ROHAN BOPANNA
রোহন বোপান্না (AFP)
author img

By ETV Bharat Sports Team

Published : Jul 29, 2024, 11:07 PM IST

প্যারিস, 29 জুলাই: দেশের জার্সিতে আর ব়্যাকেট হাতে নামবেন না রোহন বোপান্না ৷ রবিবার প্যারিস অলিম্পিক্স ডাবলসের প্রথম রাউন্ড থেকে ছিটকে যেতেই অবসর ঘোষণা করলেন 44 বছরের তারকা ৷ শ্রীরাম বালাজিকে সঙ্গে নিয়ে প্রথম রাউন্ডে ফরাসি জুটির কাছে হারেন বোপান্না ৷ সবমিলিয়ে বিদায় সুখের হল না চলতি বছরেই অস্ট্রেলিয়ান ওপেন ঘরে তোলা ভারতীয় টেনিস প্লেয়ারের ৷

কিংবদন্তি লিয়েন্ডার পেজের রেকর্ড স্পর্শ করা কিংবা ছাপিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই প্যারিস অলিম্পিক্সে নেমেছিলেন বোপান্না ৷ কিন্তু খালি হাতেই ফিরতে হল তাঁকে ৷ 2016 রিও অলিম্পিক্সে সানিয়া মির্জাকে সঙ্গে নিয়ে মিক্সড ডাবলসে পদকের খুব কাছে পৌঁছেছিলেন তিনি ৷ কিন্তু পদক আসেনি ৷ তাই কেরিয়ারের শেষ অলিম্পিক্সে পদক জিততে বদ্ধপরিকর ছিলেন বোপান্না ৷ কিন্তু তা না-হওয়ায় স্বভাবতই হতাশ ভারতীয় টেনিস তারকা ৷

এদিন অবসর ঘোষণায় বোপান্না বলেন, "এটা অবশ্যই দেশের হয়ে আমার শেষ ইভেন্ট ছিল ৷ আমি জানি এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে ৷ তাই বাকি সময়টা পেশাদার টেনিসকে উপভোগ করতে চাই ৷" 2010 ডেভিস কাপে ব্রাজিলের রিকার্ডো মেলোর বিরুদ্ধে জয়কে দেশের জার্সিতে সেরা মুহূর্ত হিসেবে বেছে নিয়েছেন বোপান্না ৷

প্যারিস, 29 জুলাই: দেশের জার্সিতে আর ব়্যাকেট হাতে নামবেন না রোহন বোপান্না ৷ রবিবার প্যারিস অলিম্পিক্স ডাবলসের প্রথম রাউন্ড থেকে ছিটকে যেতেই অবসর ঘোষণা করলেন 44 বছরের তারকা ৷ শ্রীরাম বালাজিকে সঙ্গে নিয়ে প্রথম রাউন্ডে ফরাসি জুটির কাছে হারেন বোপান্না ৷ সবমিলিয়ে বিদায় সুখের হল না চলতি বছরেই অস্ট্রেলিয়ান ওপেন ঘরে তোলা ভারতীয় টেনিস প্লেয়ারের ৷

কিংবদন্তি লিয়েন্ডার পেজের রেকর্ড স্পর্শ করা কিংবা ছাপিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই প্যারিস অলিম্পিক্সে নেমেছিলেন বোপান্না ৷ কিন্তু খালি হাতেই ফিরতে হল তাঁকে ৷ 2016 রিও অলিম্পিক্সে সানিয়া মির্জাকে সঙ্গে নিয়ে মিক্সড ডাবলসে পদকের খুব কাছে পৌঁছেছিলেন তিনি ৷ কিন্তু পদক আসেনি ৷ তাই কেরিয়ারের শেষ অলিম্পিক্সে পদক জিততে বদ্ধপরিকর ছিলেন বোপান্না ৷ কিন্তু তা না-হওয়ায় স্বভাবতই হতাশ ভারতীয় টেনিস তারকা ৷

এদিন অবসর ঘোষণায় বোপান্না বলেন, "এটা অবশ্যই দেশের হয়ে আমার শেষ ইভেন্ট ছিল ৷ আমি জানি এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে ৷ তাই বাকি সময়টা পেশাদার টেনিসকে উপভোগ করতে চাই ৷" 2010 ডেভিস কাপে ব্রাজিলের রিকার্ডো মেলোর বিরুদ্ধে জয়কে দেশের জার্সিতে সেরা মুহূর্ত হিসেবে বেছে নিয়েছেন বোপান্না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.