প্যারিস, 8 অগস্ট: অলিম্পিক্স যে দেশের জার্সিতে তাঁর শেষ প্রতিযোগিতা, সেটা পিআর শ্রীজেশ ঘোষণা করেছিলেন আগেই ৷ সেইমতো বৃহস্পতিবার স্পেনের বিরুদ্ধে ভারতের ব্রোঞ্জপদক ম্যাচের পর যবনিকা নামবে ভারতীয় গোলরক্ষকের বর্ণময় কেরিয়ারে ৷ স্বাভাবিকভাবেই কেরিয়ারের শেষ ম্যাচের আগে আবেগঘন হয়ে পড়লেন শ্রীজেশ ৷ সোশাল মিডিয়ায় তিনি জানালেন, এটা শেষ নয় বরং সুখস্মৃতি রোমন্থণের শুরু ৷
জার্মানির কাছে হেরে সোনাজয়ের স্বপ্ন শেষ হয়েছে ৷ বুধবার ভারতের সামনে সুযোগ অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক দখলে রাখার ৷ স্পেনের বিরুদ্ধে সেই ম্যাচে নামার আগে সোশাল মিডিয়ায় শ্রীজেশ লেখেন, "আজ শেষবারের জন্য যখন গোলপোস্টের নীচে দাঁড়াতে যাচ্ছি তখন আমার হৃদয় কৃতজ্ঞতা এবং গর্বে পরিপূর্ণ ৷ যে জার্নিটা শুরু হয়েছিল একটা ছোট্ট ছেলের দেশের সম্মান বাঁচানোর স্বপ্নের সঙ্গে ৷ শেষমেশ এই জার্নিটা অসাধারণ ৷ আজ ভারতের হয়ে শেষ ম্যাচ খেলতে চলেছি আমি ৷ প্রত্যেকটা সেভ, প্রত্যেকটা ডাইভ, অনুরাগীদের সমস্ত চিৎকার আমার কানে আজীবন প্রতিধ্বনিত হবে ৷ ভারতবর্ষকে ধন্যবাদ আমার উপর বিশ্বাস রাখার জন্য ৷ আমার পাশে থাকার জন্য ৷ এটা শেষ নয় ৷ আমার কাছে এটা স্মৃতি রোমন্থণের শুরু ৷ চিরতরে একজন স্বপ্নের সওদাগর ৷"
As I stand between the posts for the final time, my heart swells with gratitude and pride. This journey, from a young boy with a dream to the man defending India's honour, has been nothing short of extraordinary.
— sreejesh p r (@16Sreejesh) August 8, 2024
Today, I play my last match for India. Every save, every dive,… pic.twitter.com/pMPtLRVfS0
18 বছরের বর্ণময় কেরিয়ার উজাড় করে দিয়েছে কেরলের শ্রীজেশকে ৷ যার মধ্যে বোধহয় সবচেয়ে উপরে থাকবে টোকিয়োয় ব্রোঞ্জ জয় ৷ যা 41 বছর পর অলিম্পিক্স হকিতে পদক দিয়েছিল ভারতকে ৷ চলতি অলিম্পিক্সেও দারুণ ছন্দে শ্রীজেশ ৷ কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনকে পেনাল্টি শুট-আউটে হারানোর পিছনে তাঁর অবদান অনস্বীকার্য ৷
2006 দক্ষিণ এশিয়ান গেমসে আন্তর্জাতিক হকিতে আত্মপ্রকাশ পিআর শ্রীজেশের ৷ কেরিয়ারে ভারতের বহু সাফল্যের শরিক তিনি ৷ এর মধ্যে রয়েছে 2014 এশিয়ান গেমসে সোনা, 2018 এশিয়াডে ব্রোঞ্জ ৷ এছাড়া 2018 ভারতের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দল, 2019 এফআইএইচ মেন্স সিরিজ ফাইনালসের চ্যাম্পিয়ন দলের সদস্য তিনি ৷