প্যারিস, 9 অগস্ট: প্রেমের শহরে ‘ব্যর্থ’ নীরজ চোপড়া ৷ সোনার ছেলেকে পোডিয়ামের শীর্ষে দেখতে চেয়ে বুক বেঁধেছিল ভারত ৷ যদিও পোডিয়াম ফিনিশ করলেও এবার সোনা আনতে পারেননি টোকিয়ো অলিম্পিক্সের সোনাজয়ী ৷ প্যারিসে বর্শায় রুপো গেঁথেছেন ‘সোনার ছেলে’ । সোনা জিতেছেন নীরজের ‘বন্ধু’ পাকিস্তানের আরশাদ নাদিম ৷
What a moment for Bharat!
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) August 8, 2024
A Silver Medal for @Neeraj_chopra1. He has won his 2nd consecutive Olympic medal!
This incredible achievement is historic—no individual in independent Bharat has ever done it before in athletics. #Cheer4Bharat pic.twitter.com/kse90CBAEy
জ্যাভলিন থ্রো ফাইনালে রুপো জিতেও অবশ্য ইতিহাস গড়েছেন নীরজ । 26 বছর বয়সী ভারতীয় অ্যাথলিট টানা দ্বিতীয় অলিম্পিকে পদক জিতেছেন ৷ তিনিই প্রথম ভারতীয় খেলোয়াড় যিনি ট্র্যাক এবং ফিল্ডে দু’টি আলাদা পদক জিতেছিলেন ৷ ইতিহাস গড়েছেন নাদিমও ৷ সবাইকে চমকে দিয়ে অলিম্পিক্স রেকর্ড ভেঙেছেন । 92.97 মিটার থ্রো’য়ে 32 বছর পর পাকিস্তানকে অলিম্পিক্স পদক এনে দিয়েছেন নাদিম ৷
পোডিয়াম ফিনিশ করে কত প্রাইজমানি পেলেন নীরজ-নাদিম ?
টোকিয়ো অলিম্পিক্স পর্যন্ত পোডিয়াম ফিনিশ করলেও কোনও প্রাইজমানি পেতেন না খেলোয়াড়রা ৷ এবার যদিও নিয়মটা আংশিক বদলেছে ৷ সোনা জিতে 50 হাজার ডলার পুরস্কারমূল্য পেয়েছেন নাদিম ৷ পাকিস্তান রুপির হিসেবে যার পরিমাণ 1 কোটি 40 লাখ রুপি ৷ ভারতীয় টাকায় যা 40 লক্ষের খানিক বেশি ৷
We are always natural friends 🇵🇰💕🇮🇳#ArshadNadeem #NeerajChopra #PakistanZindabad #GOLD #OlympicGamesParis pic.twitter.com/5YyuWORRk7
— Arshad Nadeem 🇵🇰 (@ArshadNadeemPak) August 8, 2024
একমাত্র অ্যাথলেটিক্স ইভেন্টে সোনা জেতার জন্যই এই পুরস্কার অর্থ দেওয়া হচ্ছে ৷ তাও দিচ্ছে বিশ্ব অ্যাথলেটিক্সের তরফ থেকে ৷ প্যারিস অলিম্পিকের অন্য কোনও ইভেন্টে বিজয়ীদের কোনও পুরস্কারের অর্থ দেওয়া হচ্ছে না ৷ 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স থেকে বিশ্ব অ্যাথলেটিক্স পোডিয়াম ফিনিশ করলেও প্রাইজমানি দেবে ৷ যদিও তার অঙ্কটা এখনও জানা যায়নি ৷
এবার যেহেতু শুধুমাত্র সোনা জেতার জন্যই প্রাইজমানি দেওয়া হচ্ছে, ফলে একমাত্র আরশাদ নাদিমই এই টাকা পেয়েছেন ৷ রুপো জিতলেও নীরজের ভাগ্যে কোনও পুরস্কারমূল্য আসেনি ৷