ETV Bharat / sports

আভাকে ছাড়াই অলিম্পিক্সে ভারত, 117 জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করল আইওএ - Paris 2024 Olympics

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 17, 2024, 2:15 PM IST

Paris 2024 Olympics: প্যারিস অলিম্পিক্সে সফরকারী ভারতীয় অ্যাথলিটদের তালিকায় নাম নেই শটপাটার আভা খাটুয়ার ৷ কোয়ালিফাই করা সত্ত্বেও কেন তাঁর নাম নেই, সে নিয়ে যদিও কোনও বিবৃতি দেয়নি ভারতীয় অলিম্পিক সংস্থা ৷ বিশ্ব ব়্যাংকিংয়ের ভিত্তিতে তিনি প্যারিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করেছিলেন তিনি ৷

ETV BHARAT
যোগ্যতা অর্জন করেও অলিম্পিকের সফরকারী দলে নাম নেই শটপাটার আভা খাটুয়া (ছবি- অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া এক্স)

নয়াদিল্লি, 17 জুলাই: কোয়ালিফাই করা সত্ত্বেও প্যারিসে সফরকারী ভারতীয় অ্যাথলিটদের তালিকায় নাম নেই শটপাটার আভা খাটুয়ার ৷ কিন্তু, কেন নাম নেই ? এনিয়ে কোনও বিবৃতি ভারতীয় অলিম্পিক সংস্থার তরফে দেওয়া হয়নি ৷ বুধবার ভারতীয় অলিম্পিক সংস্থার তরফে প্যারিসে সফরকারী দলের 117 জনের তালিকা প্রকাশ করা হয়েছে ৷ সেখানে শটপাটারের নাম রাখা হয়নি ৷

দিনদু'য়েক আগে বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থার প্রকাশিত তালিকাতেও ছিল না আভার নাম ৷ এরপর আইওএ'র চূড়ান্ত তালিকার দিকে নজর ছিল সকলের ৷ উল্লেখ্য, অ্যাথলিট ছাড়াও 140 জন সাপোর্ট স্টাফ ও অফিসিয়ালদের নাম ওই তালিকায় রয়েছে ৷ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তরফে সেই তালিকা মঞ্জুর করা হয়েছে ৷ তবে, এই 140 জনের মধ্যে 72 জনের সফর ও থাকার খরচ ভারত সরকার বহন করছে ৷ মূলত, একাধিক ক্রীড়াবিদের দাবি অনুযায়ী এই 72 জনকে অলিম্পিক্সে পাঠানো হচ্ছে ৷ আভা খাটুয়া বিশ্ব ব়্যাংকিং কোটায় অলিম্পিক্সে কোয়ালিফাই করেছিলেন ৷ কিন্তু, কোনও ব্যাখ্যা ছাড়াই এভাবে অ্যাথলিটের নাম বাদ দেওয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে ৷

ভারতীয় অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট পিটি ঊষা বলেন, "প্যারিসে 2024 সালের অলিম্পিক গেমসের আয়োজক কমিটির নিয়ম অনুযায়ী, গেম ভিলেজে সাপোর্ট স্টাফ এবং অফিসিয়াল মিলিয়ে 67 জনের থাকার অনুমতি রয়েছে ৷ যার মধ্যে সর্বোচ্চ 11 জন অফিসিয়াল থাকতে পারবেন ৷ সেই তালিকায় সেখানে মেডিক্যাল টিমের সদস্যরাও রয়েছেন ৷"

ভারতীয় অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট জানিয়েছেন, "তবে, অ্যাথলিটদের প্রয়োজন ও দাবি অনুযায়ী অতিরিক্ত 72 জন সাপোর্ট স্টাফের নাম অনুমোদন করানো হয়েছে ৷ যার খরচ পুরপুরো সরকার দেবে ৷ আর তাঁদের থাকার ব্যবস্থা গেম ভিলেজের বাইরে হোটেলে করা হচ্ছে ৷" উল্লেখ্য, এবারের সামার অলিম্পিক্সে অ্যাথলেটিক্সে সবচেয়ে বড় গ্রুপ যাচ্ছে ৷ যেখানে 29 জন রয়েছে ৷ যার মধ্যে পুরুষ 18 জন এবং মহিলা 11 জন রয়েছেন ৷

এরপর শুটিংয়ে 21 জনের দল এবং হকিতে 19 জনের দল রয়েছে ৷ টেবিল টেনিসে 8 জন খেলোয়াড় যাচ্ছেন ৷ ব্যাডমিন্টনে 7 জন, যেখানে দু’বারের পদকজয়ী পিভি সিন্ধু আছেন ৷ কুস্তিতে 6 জন, তিরন্দাজিতে 6 জন, বক্সিংয়ে 6 জন ৷ গল্ফে 4 জন, টেনিস 3 জন, সাঁতারে 2 জন, সেলিংয়ে 2 জন থাকছেন ৷ অ্যাকুয়েস্ট্রিয়ান বা অশ্বারোহন, জুডো, রোয়িং এবং ভারত্তোলনে একজন করে প্রতিযোগী থাকছেন ৷

নয়াদিল্লি, 17 জুলাই: কোয়ালিফাই করা সত্ত্বেও প্যারিসে সফরকারী ভারতীয় অ্যাথলিটদের তালিকায় নাম নেই শটপাটার আভা খাটুয়ার ৷ কিন্তু, কেন নাম নেই ? এনিয়ে কোনও বিবৃতি ভারতীয় অলিম্পিক সংস্থার তরফে দেওয়া হয়নি ৷ বুধবার ভারতীয় অলিম্পিক সংস্থার তরফে প্যারিসে সফরকারী দলের 117 জনের তালিকা প্রকাশ করা হয়েছে ৷ সেখানে শটপাটারের নাম রাখা হয়নি ৷

দিনদু'য়েক আগে বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থার প্রকাশিত তালিকাতেও ছিল না আভার নাম ৷ এরপর আইওএ'র চূড়ান্ত তালিকার দিকে নজর ছিল সকলের ৷ উল্লেখ্য, অ্যাথলিট ছাড়াও 140 জন সাপোর্ট স্টাফ ও অফিসিয়ালদের নাম ওই তালিকায় রয়েছে ৷ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তরফে সেই তালিকা মঞ্জুর করা হয়েছে ৷ তবে, এই 140 জনের মধ্যে 72 জনের সফর ও থাকার খরচ ভারত সরকার বহন করছে ৷ মূলত, একাধিক ক্রীড়াবিদের দাবি অনুযায়ী এই 72 জনকে অলিম্পিক্সে পাঠানো হচ্ছে ৷ আভা খাটুয়া বিশ্ব ব়্যাংকিং কোটায় অলিম্পিক্সে কোয়ালিফাই করেছিলেন ৷ কিন্তু, কোনও ব্যাখ্যা ছাড়াই এভাবে অ্যাথলিটের নাম বাদ দেওয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে ৷

ভারতীয় অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট পিটি ঊষা বলেন, "প্যারিসে 2024 সালের অলিম্পিক গেমসের আয়োজক কমিটির নিয়ম অনুযায়ী, গেম ভিলেজে সাপোর্ট স্টাফ এবং অফিসিয়াল মিলিয়ে 67 জনের থাকার অনুমতি রয়েছে ৷ যার মধ্যে সর্বোচ্চ 11 জন অফিসিয়াল থাকতে পারবেন ৷ সেই তালিকায় সেখানে মেডিক্যাল টিমের সদস্যরাও রয়েছেন ৷"

ভারতীয় অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট জানিয়েছেন, "তবে, অ্যাথলিটদের প্রয়োজন ও দাবি অনুযায়ী অতিরিক্ত 72 জন সাপোর্ট স্টাফের নাম অনুমোদন করানো হয়েছে ৷ যার খরচ পুরপুরো সরকার দেবে ৷ আর তাঁদের থাকার ব্যবস্থা গেম ভিলেজের বাইরে হোটেলে করা হচ্ছে ৷" উল্লেখ্য, এবারের সামার অলিম্পিক্সে অ্যাথলেটিক্সে সবচেয়ে বড় গ্রুপ যাচ্ছে ৷ যেখানে 29 জন রয়েছে ৷ যার মধ্যে পুরুষ 18 জন এবং মহিলা 11 জন রয়েছেন ৷

এরপর শুটিংয়ে 21 জনের দল এবং হকিতে 19 জনের দল রয়েছে ৷ টেবিল টেনিসে 8 জন খেলোয়াড় যাচ্ছেন ৷ ব্যাডমিন্টনে 7 জন, যেখানে দু’বারের পদকজয়ী পিভি সিন্ধু আছেন ৷ কুস্তিতে 6 জন, তিরন্দাজিতে 6 জন, বক্সিংয়ে 6 জন ৷ গল্ফে 4 জন, টেনিস 3 জন, সাঁতারে 2 জন, সেলিংয়ে 2 জন থাকছেন ৷ অ্যাকুয়েস্ট্রিয়ান বা অশ্বারোহন, জুডো, রোয়িং এবং ভারত্তোলনে একজন করে প্রতিযোগী থাকছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.