নয়াদিল্লি, 4 ফেব্রুয়ারি: প্যারা অলিম্পিক কমিটিকে সাসপেন্ড করেছে দেশের ক্রীড়ামন্ত্রক ৷ যার জেরে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে আগামী মাসে ভারতে শুরু হতে চলা প্যারা শুটিং বিশ্বকাপের আয়োজন ঘিরে ৷ কমিটির সাসপেনশনে অন্ধকারে প্যারা শুটিং বিশ্বকাপের আয়োজন ৷ নির্দিষ্ট সময়ে কমিটির নির্বাচন না-করানোর জন্য, পুরো কমিটিকে গত 2 ফেব্রুয়ারি সাসপেন্ড করেছে ক্রীড়ামন্ত্রক ৷
কিন্তু, আগামী 6 মার্চ থেকে 15 মার্চ পর্যন্ত ভারতে প্যারা শুটিং বিশ্বকাপ হওয়ার কথা ৷ কমিটির সাসপেনশন না-উঠলে ভারতের হাত থেকে এই বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব শেষ মুহূর্তে চলে যেতে পারে ৷ সেইসঙ্গে এই বিশ্বকাপ আয়োজনের অর্থ হল, এ বছর প্যারিসে প্যারা অলিম্পিকস কোটায় 24 জন ভারতীয় প্যারা শুটাররা জায়গা করে নেবেন ৷ কিন্তু, বিশ্বকাপের আয়োজন হাতছাড়া হলে সেই সুযোগও থাকবে না ৷
এই প্যারা শুটিং বিশ্বকাপে বাহান্নটি দেশ থেকে পাঁচশোরও বেশি পিস্তল, রাইফেল ও শটগান শুটাররা অংশ নেবেন ৷ সেইসঙ্গে প্যারা অলিম্পিকসে জায়গা সুনিশ্চিত করতে চাইবে সব দেশের বিভিন্ন বিভাগের প্যারা শুটাররা ৷ আর এটি কোয়ালিফিকেশনের জন্য শেষ টুর্নামেন্ট ৷ ফলে ভারত-সহ 52টি দেশের বহু প্রতিযোগির কাছে এটাই শেষ সুযোগ এ বছরের প্যারিস প্যারা অলিম্পিক গেমসে যোগ্যতা অর্জনের ৷ এমনকি ভারতের বেশ কয়েকজন শীর্ষস্থানের প্যারা শুটার এই বিশ্বকাপের মঞ্চ থেকে প্যারা অলিম্পিকসে যোগ্যতা অর্জনের সুযোগের অপেক্ষায় রয়েছেন ৷
কিন্তু, 2 ফেব্রুয়ারি ক্রীড়ামন্ত্রকের নোটিশের পর মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতা ঘিরে অনিশ্চয়তার মেঘ ঘনিয়েছে ৷ কারণ, প্রতিযোগিতায় পরিচালনার দায়িত্ব পুরোপুরি প্যারা অলিম্পিক কমিটি অফ ইন্ডিয়ার উপর রয়েছে ৷ প্রতিটি দেশের প্যারা শুটারদের প্রবেশ, তাঁদের ভিসা, থাকার ব্যবস্থা ও প্রযুক্তিগত কাজকর্ম, সবকিছুর দায়িত্বে রয়েছে প্যারা অলিম্পিক কমিটি ৷ ক্রীড়ামন্ত্রক এই সাসপেনশনের কারণ হিসেবে উল্লেখ করেছে, প্যারা অলিম্পিক কমিটি অফ ইন্ডিয়া জাতীয় ক্রীড়া আইন অনুযায়ী ইচ্ছাকৃতভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করেনি ৷ বদলে প্যারা বিশ্বকাপের পর 28 মার্চ নির্বাচনের দিন নির্ধারণ করেছে ৷
আরও পড়ুন: