কলকাতা, 28 মে: 2012 ও 2014 সালে কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরে পুরো দল কলকাতায় হাজির হয়েছিল ৷ ইডেন গার্ডেন্সে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে হয়েছিল নাইটদের জয়োৎসব ৷ এবছর আর তেমন কিছু হচ্ছে না ইডেনে, কেকেআর সূত্রে খবর সেরকমই ৷ ইডেনে শ্রেয়সদের হাজির করিয়ে সংবর্ধনা দেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা লোকসভা নির্বাচন ৷ তাই কলকাতা পুলিশের অনুমতি পাওয়া যাচ্ছে না ৷ শুধু পুলিশ নয়, নির্বাচন কমিশনের অনুমতিরও প্রয়োজন ৷ কারণ, 1 জুন কলকাতায় সপ্তম তথা শেষ দফায় নির্বাচন ৷
তবে তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার পরে উৎসবে ঘাটতি ছিল না নাইট শিবিরে। গভীর রাত পর্যন্ত চেন্নাইতে উৎসব করেছেন নাইটরা। স্বপ্নপূরণের রাত। উৎসবের রাত। তাই বকেয়া রাখা হয়নি। 10 বছর পর স্বপ্নপূরণের মসিহা হয়ে উঠেছিলেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার মিচেল স্টার্ক। আইপিএলে তাঁর পারফরম্যান্স এক কথায়, 'ওস্তাদের মার শেষ রাতে' ৷ কিন্তু, সেই মিচেল স্টার্ক এবার নয়া জল্পনা উস্কে দিলেন ৷ আর তা হল জাতীয় দল থেকে অবসরের ৷ না, পুরোপুরি নয় ৷ তিনি সাংবাদিক বৈঠক ইঙ্গিত দিয়েছেন, অস্ট্রেলিয়ার হয়ে ওয়ান-ডে ক্রিকেট থেকে অবসর নিতে পারেন ৷
স্টার্ক বলেন, "গত 9 বছরে আমি অস্ট্রেলিয়ান ক্রিকেটকে গুরুত্ব দিয়ে এসেছি ৷ এবার শরীরকে বিশ্রাম দিতে চাই ৷ ক্রিকেটের জন্য কিছুটা হলেও স্ত্রী'র থেকে দূরে থেকেছি ৷ তারপরেও গত 9 বছর আমার চিন্তায় শুধুই অস্ট্রেলিয়ান ক্রিকেট ছিল ৷ এবার সামনে তাকানোর সময় হয়ে আসছে ৷ আমি আমার কেরিয়ারের শেষ পর্যায়ে চলে এসেছি ৷ এবার হয়তো একটা ফরম্যাট থেকে সরে দাঁড়াতে হবে ৷ পরবর্তী ওয়ান-ডে বিশ্বকাপের আগে অনেকটা সময় বাকি ৷ আমি জানি না এতটা সময় আমার পক্ষে এই ফরম্যাটটা খেলা সম্ভব হবে কি না ! এর ফলে আমার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার সুযোগ আরও বাড়বে ৷"
আইপিএল প্লে-অফের ঠিক আগে ছন্দে ফেরা স্টার্ক, প্রথম কোয়ালিফায়ার এবং ফাইনালে ম্যাচের সেরা হয়েছেন ৷ নাইটদের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে অন্যতম কারিগর তিনি ৷ জানালেন, আইপিএলের এই পুরো মরশুমটা তিনি কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে উপভোগ করেছেন ৷ এবার তাঁর লক্ষ্য টি-20 বিশ্বকাপ ৷ স্টার্ক বলেন, "বিশ্বকাপে যাওয়ার আগে এটা খুব ভালো একটা প্রস্তুতি হয়েছে ৷ এখানে অসাধারণ সব ক্রিকেটারদের বিরুদ্ধে ও সঙ্গে খেলার সুবিধা পেয়েছি ৷ তাই বিশ্বকাপে যাওয়ার আগে এটা খুব ভালো প্রস্তুতি ৷"
- আরও পড়ুন: দুই দিল্লি বয়ের হাত ধরেই স্বপ্নপূরণ নাইটদের