মেলবোর্ন, 23 জানুয়ারি: 3 ঘণ্টা 45 মিনিটের লড়াই জিতে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে নোভাক জকোভিচ ৷ এ নিয়ে এগারো নম্বর অস্ট্রেলিয়ান ওপেন সেমিফাইনালে পৌঁছালেন সার্বিয়ান মহাতারকা ৷ আর এর আগে দশটির সবক’টিতে জিতেছেন তিনি ৷ আজ রড লেভার এরিনায় কোয়ার্টার-ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রে টেলর ফ্রিটজকে 7-6 (7-3), 4-6, 6-2, 6-3 সেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন নোভাক ৷ এবার তাঁর নজর 25 নম্বর গ্র্যান্ড স্ল্যাম জয়ের দিকে ৷
উল্লেখ্য, এদিনের জয়ের পর মোট আটচল্লিশবার গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনালে উঠলেন সার্বিয়ান মহাতারকা ৷ সেমিফাইনালে নোভাকের সামনে টুর্নামেন্টের চতুর্থ বাছাই জানিক সিনার অথবা পঞ্চম বাছাই আন্দ্রে রুবলেভ থাকবেন ৷ এই মুহূর্তে এই দুই টেনিস প্লেয়ার কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হয়েছেন ৷ যেখানে প্রথম সেটে ইতালিয়ান সিনার 6-4 গেমে জিতে এগিয়ে রয়েছেন ৷ যদিও, দ্বিতীয় সেটে রাশিয়ান রুবলেভ কামব্যাক করেছেন ৷
তবে, এ দিন নোভাকের বিরুদ্ধে মার্কিন প্লেয়ার ফ্রিটজ প্রথম 15টি ব্রেক পয়েন্ট ফেস করেন ৷ আর সবক’টি তিনি বাঁচাতে সফল হন ৷ তাই ম্যাচ শেষে প্রতিপক্ষের প্রশংসা শোনা গেল সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ীর মুখে ৷ নোভাক বলেন, "আমরা সবাই জানি টেলরের হাতে বিশ্বে সেরা সার্ভ রয়েছে ৷ তাই আমি জানি, ও যখন দূরন্ত সার্ভগুলো করে, তখন কতটা বিপজ্জনক হয়ে ওঠে ৷ সেক্ষেত্রে আমার কনভারশন খুব খারাপ ছিল আজকে ৷ কিন্তু, দিনের শেষে আমি কোনও মতে ওর ওই ভয়ংকর সার্ভগুলোকে আটকাতে পেরেছি প্রয়োজনের সময় ৷"
কঠিন এই ম্যাচের প্রথম সেট সবচেয়ে দীর্ঘ সময় চলে ৷ 1 ঘণ্টা 24 মিনিটের সেট ছিল প্রথমটি ৷ এক একটি পয়েন্টের খেলা প্রায় 16 মিনিট ধরে চলেছে ৷ সব মিলিয়ে 24 গেম পয়েন্ট ওঠে প্রথম সেটে ৷ যেখানে মোট 9 বার ডিউস হয় ৷ এখানে মোট তিনবার নোভাকের ব্রেক পয়েন্ট আটকে দেন টেলর ফ্রিটজ ৷ প্রথম সেটের খেলা শেষ পর্যন্ত টাইব্রেকারে যায় ৷ সেখানে নোভাক 7-3 পয়েন্টে টাইব্রেক করেন ৷ এর পর দ্বিতীয় রাউন্ডে নোভাককে 4-6 গেম পয়েন্টে হারিয়েছেন মার্কিন টেনিস প্লেয়ার ৷ মূলত, মেলবোর্নের 32 ডিগ্রি গরমে কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি ৷
কিন্তু, পরের দু’টি সেটে ফের নিজের পুরনো ছন্দে ফিরে আসেন জকোভিচ ৷ এবার আর নোভাকের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেননি টেলর ফ্রিটজ ৷ তৃতীয় সেটে হেলায় 6-2 গেমে জিতে নেন নোভাক ৷ যদিও, এখানেও বেশ কয়েকটি ব্রেক পয়েন্ট আটকে দেন টেলর ৷ আর চতুর্থ রাউন্ড 6-3 গেম পয়েন্টে জিতে কোয়ার্টর-ফাইনাল নিজের নামে করেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ৷ 26 জানুয়ারি রড লেভার এরিনায় প্রথম সেমিফাইনালে নামবেন নোভাক জকোভিচ ৷
আরও পড়ুন: