প্যারিস, 1 অগস্ট: ঝুলিতে দু'বারের বিশ্বচ্যাম্পিয়ন খেতাব নিয়ে প্য়ারিসে এসেছিলেন তিনি ৷ ফলত আত্মপ্রকাশে তাঁর থেকে পদকের প্রত্যাশা ছিল ব্যাপক ৷ কিন্তু অনুরাগীদের সেই প্রত্যাশায় সিলমোহর দিতে ব্যর্থ হলেন বক্সার নিখাত জারিন ৷ বৃহস্পতিবার মহিলাদের 50 কেজির রাউন্ড অফ 16'র লড়াইয়ে চিনের ইউ উ'র কাছে 0-5 ব্যবধানে হেরে গেলেন তিনি ৷
এর আগে দু'জনে মুখোমুখি না-হলেও সাম্প্রতিক পারফরম্য়ান্সের বিচারে নিখাত এবং ইউ'য়ের ম্যাচ আকর্ষণীয় হতে চলেছে বলে মনে করেছিলেন অনুরাগীরা ৷ কিন্তু এদিন রিংয়ের লড়াইয়ে ভারতীয় বক্সারকে অনেকটাই পিছনে ফেলে দিলেন চিনা বক্সার ৷ যিনি 52 কেজি বিভাগে বিশ্বচ্যাম্পিয়ন এবং একইসঙ্গে 50 কেজি ক্যাটেগরিতে এশিয়াডে সোনাজয়ীও বটে ৷
কঠিন প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে বক্সিং রিংয়ে এদিন সেরাটা মেলে ধরতে ব্য়র্থ হন নিজামাবাদের কন্যা ৷ কোনওকিছুই এদিন পক্ষে যায়নি নিখাতের ৷ অন্যদিকে প্রথম রাউন্ডে বাই পেয়ে প্রি-কোয়ার্টারের যোগ্যতা অর্জন করা চিনা বক্সার এদিন রিংয়ে নিখাতকে ছাপিয়ে যান সবক্ষেত্রেই ৷ সবমিলিয়ে ছন্দ খুঁজে পেতে পেতেই অলিম্পিক্সে অভিযান শেষ হয় 2022 ইস্তানবুল এবং 2023 নয়াদিল্লিতে বিশ্বচ্যাম্পিয়নের খেতাব জিতে নেওয়া জারিনের ৷ তাঁর কাছে পদকের জোরালো প্রত্যাশা ছিল ভারতীয়দের ৷ কিন্তু দিনের শেষে হতাশ করলেন তিনি ৷ প্রথম রাউন্ডে জার্মানির ম্যাক্সি কারিনা ক্লোয়েৎজারকে হারিয়েছিলেন তিনি ৷
🇮🇳 𝗗𝗲𝗳𝗲𝗮𝘁 𝗳𝗼𝗿 𝗡𝗶𝗸𝗵𝗮𝘁 𝗭𝗮𝗿𝗲𝗲𝗻! Nikhat Zareen faces defeat against No.1 seed, Wu Yu in the round of 16, bringing an end to her Olympic campaign.
— India at Paris 2024 Olympics (@sportwalkmedia) August 1, 2024
👏 It was always going to be a difficult match for her but we are extremely proud of the effort she put in during… pic.twitter.com/Jy75GODuaS
জারিন হেরে যাওয়ায় মহিলা বক্সিংয়ে ভারতের পদক প্রত্যাশা এখন লভলিনা বরগোহাইনকে ঘিরে ৷ যিনি টানা দ্বিতীয়বার অলিম্পিক্স পদক থেকে একধাপ দূরে ৷ আগামী 4 অগস্ট কোয়ার্টারে চিনের কিয়ান লি'র মুখোমুখি হবেন তিনি ৷ সেই ম্যাচ জিতলেই পদক নিশ্চিত তাঁর ৷