ETV Bharat / sports

এক যুগ বাদে দেশে সিরিজ হারল ভারত, রোহিতদের দুরমুশ করে ঐতিহাসিক কীর্তি নিউজিল্যান্ডের - INDIA VS NEW ZEALAND 2ND TEST

যশস্বীর বাজবল সত্ত্বেও মুখ থুবড়ে পড়ল ভারতের ব্যাটিং ৷ 69 বছরের দ্বৈরথের ইতিহাসে প্রথমবার ভারতের মাটিতে সিরিজ জিতে নজির গড়ল টম ল্যাথামের নিউজিল্যান্ড ৷

NEW ZEALNAD SCRIPT HISTORY
ঐতিহাসিক সিরিজ জয় নিউজিল্যান্ডের (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 26, 2024, 3:58 PM IST

Updated : Oct 26, 2024, 4:16 PM IST

পুণে, 26 অক্টোবর: চা-বিরতিতেই পরিষ্কার হয়ে গিয়েছিল ছবিটা ৷ তৃতীয় সেশনে খেলা গড়াল 19.2 ওভার ৷ কিন্তু হার এড়াতে পারল না ভারত ৷ প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও মিচেল স্যান্টনারের ঘূর্ণিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ভারতীয় ব্য়াটিং লাইন আপ ৷ ভালো শুরু করেও দ্বিতীয় ইনিংসে 245 রানে গুটিয়ে গেল টিম ইন্ডিয়া ৷ 113 রানে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজও পকেটে পুরল নিউজিল্যান্ড, তাও আবার তিনদিনের মধ্যেই ৷ সেইসঙ্গে ভারতের মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জিতল 'ব্ল্যাক ক্য়াপস' ৷

এদিন মর্নিং সেশনে 255 রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস ৷ প্রথম ইনিংসে 103 রান পিছিয়ে থাকা ভারতের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় 359 রান ৷ জবাবে রোহিত শর্মা আট রানে ফিরলেও শুরুটা দুর্দান্ত করেছিলেন যশস্বী জয়সওয়াল ৷ বাঁ-হাতি ওপেনারের 'বাজবল' দেখে অনুরাগীরা ঘরের মাঠে দ্বিতীয় সর্বাধিক রান তাড়া করে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিলেন ৷ মধ্যাহ্নভোজের বিরতিতে এক উইকেটে 81 রান তুলে কিউয়িদের প্রচ্ছন্ন হুমকি ছুড়ে দিয়েছিল যশস্বী-গিল জুটি ৷

বিরতির পর বদলাতে শুরু করে চিত্রটা ৷ মিচেল স্যান্টনারের ঘূর্ণিতে একের পর এক উইকেট খোয়াতে থাকে ভারত ৷ 23 রানে কিউয়ি স্পিনারের শিকার হন গিল ৷ 65 বলে ঝোড়ো 77 রানে স্য়ান্টনারেরই শিকার হন যশস্বী ৷ এরপর যদিও খাতা না-খুলেই দুর্ভাগ্যবশত রান-আউট হয়ে ফেরেন পন্ত ৷ কোহলি আউট হন 17 রানে ৷ তিন উইকেটে 127 রান থেকে 178/7 হয়ে যায় ভারত ৷ 40 রানে পাঁচ উইকেট হারিয়ে চা-বিরতির আগেই ম্যাচে খুইয়ে বসে টিম ইন্ডিয়া ৷

বিরতির পর কিছুটা লড়াই করে রবীন্দ্র জাদেজা-রবিচন্দ্রন অশ্বিন জুটি ৷ কিন্তু বিশাল লক্ষ্যপূরণের জন্য যথেষ্ট ছিল না ৷ অষ্টম উইকেটে 39 রান তোলার পর 18 রানে ফেরেন অশ্বিন ৷ 13 উইকেট নিয়ে ম্যাচের সেরা স্যান্টনার ৷ জাদেজা 42 রানে ফিরতেই ইতিহাস গড়ে ফেলে কিউয়িরা ৷ তিনম্য়াচের সিরিজে আপাতত 2-0 এগিয়ে টম ল্য়াথাম অ্যান্ড কোং ৷ অন্যদিকে হারের ফলে ঘরের মাঠে টানা 18টি সিরিজে জয়ের ধারায় ছেদ পড়ল ভারতের ৷ 2012 শেষবার ঘরের মাঠে অ্য়ালিস্টার কুক নেতৃত্বাধীন ইংল্যান্ডের কাছে সিরিজ হেরেছিল টিম ইন্ডিয়া ৷

পুণে, 26 অক্টোবর: চা-বিরতিতেই পরিষ্কার হয়ে গিয়েছিল ছবিটা ৷ তৃতীয় সেশনে খেলা গড়াল 19.2 ওভার ৷ কিন্তু হার এড়াতে পারল না ভারত ৷ প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও মিচেল স্যান্টনারের ঘূর্ণিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ভারতীয় ব্য়াটিং লাইন আপ ৷ ভালো শুরু করেও দ্বিতীয় ইনিংসে 245 রানে গুটিয়ে গেল টিম ইন্ডিয়া ৷ 113 রানে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজও পকেটে পুরল নিউজিল্যান্ড, তাও আবার তিনদিনের মধ্যেই ৷ সেইসঙ্গে ভারতের মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জিতল 'ব্ল্যাক ক্য়াপস' ৷

এদিন মর্নিং সেশনে 255 রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস ৷ প্রথম ইনিংসে 103 রান পিছিয়ে থাকা ভারতের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় 359 রান ৷ জবাবে রোহিত শর্মা আট রানে ফিরলেও শুরুটা দুর্দান্ত করেছিলেন যশস্বী জয়সওয়াল ৷ বাঁ-হাতি ওপেনারের 'বাজবল' দেখে অনুরাগীরা ঘরের মাঠে দ্বিতীয় সর্বাধিক রান তাড়া করে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিলেন ৷ মধ্যাহ্নভোজের বিরতিতে এক উইকেটে 81 রান তুলে কিউয়িদের প্রচ্ছন্ন হুমকি ছুড়ে দিয়েছিল যশস্বী-গিল জুটি ৷

বিরতির পর বদলাতে শুরু করে চিত্রটা ৷ মিচেল স্যান্টনারের ঘূর্ণিতে একের পর এক উইকেট খোয়াতে থাকে ভারত ৷ 23 রানে কিউয়ি স্পিনারের শিকার হন গিল ৷ 65 বলে ঝোড়ো 77 রানে স্য়ান্টনারেরই শিকার হন যশস্বী ৷ এরপর যদিও খাতা না-খুলেই দুর্ভাগ্যবশত রান-আউট হয়ে ফেরেন পন্ত ৷ কোহলি আউট হন 17 রানে ৷ তিন উইকেটে 127 রান থেকে 178/7 হয়ে যায় ভারত ৷ 40 রানে পাঁচ উইকেট হারিয়ে চা-বিরতির আগেই ম্যাচে খুইয়ে বসে টিম ইন্ডিয়া ৷

বিরতির পর কিছুটা লড়াই করে রবীন্দ্র জাদেজা-রবিচন্দ্রন অশ্বিন জুটি ৷ কিন্তু বিশাল লক্ষ্যপূরণের জন্য যথেষ্ট ছিল না ৷ অষ্টম উইকেটে 39 রান তোলার পর 18 রানে ফেরেন অশ্বিন ৷ 13 উইকেট নিয়ে ম্যাচের সেরা স্যান্টনার ৷ জাদেজা 42 রানে ফিরতেই ইতিহাস গড়ে ফেলে কিউয়িরা ৷ তিনম্য়াচের সিরিজে আপাতত 2-0 এগিয়ে টম ল্য়াথাম অ্যান্ড কোং ৷ অন্যদিকে হারের ফলে ঘরের মাঠে টানা 18টি সিরিজে জয়ের ধারায় ছেদ পড়ল ভারতের ৷ 2012 শেষবার ঘরের মাঠে অ্য়ালিস্টার কুক নেতৃত্বাধীন ইংল্যান্ডের কাছে সিরিজ হেরেছিল টিম ইন্ডিয়া ৷

Last Updated : Oct 26, 2024, 4:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.