ETV Bharat / sports

দ্রাবিড় জমানা শেষ, উত্তরসূরি দায়িত্ব নেবেন দ্বীপরাষ্ট্র সফরে - Team India Head Coach - TEAM INDIA HEAD COACH

New Head Coach to Take Charge from Sri Lanka Series: টি-20 বিশ্বকাপ শেষ হতেই দ্রাবিড়ীয় যুগের অবসান ঘটেছে ৷ হেডস্যরের হাতে গুরুদক্ষিণা হিসাবে রোহিত-বিরাটরা তুলেছেন ওয়ার্ল্ডকাপ ট্রফি ৷ তাঁর উত্তরসূরি কে হবেন ?

Jay Shah Says New Head Coach to Take Charge from Sri Lanka Series
জয়ের পর রাহুল দ্রাবিড়কে নিয়ে উচ্ছ্বাস ভারতীয় দলের (আইসিসি এক্স)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 1, 2024, 11:55 AM IST

ব্রিজটাউন, 1 জুলাই: বার্বাডোজে বিশ্বসেরা হয়েছে টিম ইন্ডিয়া ৷ আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন তিন মহারথী ৷ রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজার সঙ্গে কোচ রাহুল দ্রাবিড়কেও আর দেখা যাবে না ৷ টি-20 বিশ্বকাপ জয়ের পরই ভারতীয় ক্রিকেটে দ্রাবিড়ীয় জামানায় ইতি ঘটেছে ৷ নতুন কোচ দায়িত্ব নেবেন জুলাইয়ে শ্রীলঙ্কার সফরে ৷ সোমবার এমনটাই জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ ৷

আগামী 27 জুলাই থেকে শুরু হতে চলেছে ভারতের শ্রীলঙ্কা সফর ৷ দ্বীপরাষ্ট্রে তিনটি টি-20 ও তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। তার আগে 6 জুলাই থেকে জিম্বাবোয়ে সফর রয়েছে টিম ইন্ডিয়ার ৷ এই দলের সঙ্গে কোচ হিসাবে যোগ দিচ্ছেন ভিভিএস লক্ষ্মণ। তবে শ্রীলঙ্কা সফর থেকে নতুন পাবে 'মেন ইন ব্লু' ৷ তবে রাহুল জমানার পরবর্তী ব্যাটন কাঁর হাতে তুলে দেওয়া হবে, তা খোলসা করেননি বোর্ড সচিব ৷ ভারতের শ্রীলঙ্কা সফর 27 জুলাই থেকে 7 অগস্ট ৷

শনিবারই বার্বাডোজে টি-20 বিশ্বকাপ ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া ৷ কিন্তু ওয়েস্ট ইন্ডিজে ঘূর্ণিঝড় হারিকেন 'বেরিল' আছড়ে পড়ার সম্ভাবনায় বার্বাডোজ বিমানবন্দর বন্ধ করে দেওয়ায় এখনও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই রয়েছেন রোহিত-বিরাটরা ৷ সেখানেই ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা ৷ ওয়েস্ট ইন্ডিজে থেকেই বোর্ড সচিব জানান, নতুন কোচ এবং জাতীয় নির্বাচক নিয়োগের কাজ দ্রুত শেষ করা হবে। মুম্বই ফিরে এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

চলতি মাসের 7 তারিখ থেকে শুরু হচ্ছে ভারতের জিম্বাবোয়ে সফর ৷ এখানে কোচ হিসাবে দলের সঙ্গে যাচ্ছেন ভিভিএস লক্ষ্মণ। তারপর শ্রীলঙ্কা সফর থেকে দায়িত্ব নেবেন নতুন কোচ। ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির (সিএসি) সাক্ষাৎকার পর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে ৷ দু'টি নাম শর্ট লিস্ট করা হয়েছে বলে বোর্ড সুত্রের খবর ৷ বোর্ড সচিব তাঁদের নাম না-বললেও মনে করা হচ্ছেন, প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর ও প্রাক্তন ভারতীয় মহিলা দলের কোচ ডব্লিউভি রমন ৷ বড় কোনও পরিবর্তন না-হলে ভারতীয় কোচের দায়িত্ব পেতে চলেছেন গম্ভীর। তারপর ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোচ-সহ বাকি সাপোর্ট স্টাফদের বেছে নেওয়া হবে।

ব্রিজটাউন, 1 জুলাই: বার্বাডোজে বিশ্বসেরা হয়েছে টিম ইন্ডিয়া ৷ আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন তিন মহারথী ৷ রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজার সঙ্গে কোচ রাহুল দ্রাবিড়কেও আর দেখা যাবে না ৷ টি-20 বিশ্বকাপ জয়ের পরই ভারতীয় ক্রিকেটে দ্রাবিড়ীয় জামানায় ইতি ঘটেছে ৷ নতুন কোচ দায়িত্ব নেবেন জুলাইয়ে শ্রীলঙ্কার সফরে ৷ সোমবার এমনটাই জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ ৷

আগামী 27 জুলাই থেকে শুরু হতে চলেছে ভারতের শ্রীলঙ্কা সফর ৷ দ্বীপরাষ্ট্রে তিনটি টি-20 ও তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। তার আগে 6 জুলাই থেকে জিম্বাবোয়ে সফর রয়েছে টিম ইন্ডিয়ার ৷ এই দলের সঙ্গে কোচ হিসাবে যোগ দিচ্ছেন ভিভিএস লক্ষ্মণ। তবে শ্রীলঙ্কা সফর থেকে নতুন পাবে 'মেন ইন ব্লু' ৷ তবে রাহুল জমানার পরবর্তী ব্যাটন কাঁর হাতে তুলে দেওয়া হবে, তা খোলসা করেননি বোর্ড সচিব ৷ ভারতের শ্রীলঙ্কা সফর 27 জুলাই থেকে 7 অগস্ট ৷

শনিবারই বার্বাডোজে টি-20 বিশ্বকাপ ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া ৷ কিন্তু ওয়েস্ট ইন্ডিজে ঘূর্ণিঝড় হারিকেন 'বেরিল' আছড়ে পড়ার সম্ভাবনায় বার্বাডোজ বিমানবন্দর বন্ধ করে দেওয়ায় এখনও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই রয়েছেন রোহিত-বিরাটরা ৷ সেখানেই ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা ৷ ওয়েস্ট ইন্ডিজে থেকেই বোর্ড সচিব জানান, নতুন কোচ এবং জাতীয় নির্বাচক নিয়োগের কাজ দ্রুত শেষ করা হবে। মুম্বই ফিরে এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

চলতি মাসের 7 তারিখ থেকে শুরু হচ্ছে ভারতের জিম্বাবোয়ে সফর ৷ এখানে কোচ হিসাবে দলের সঙ্গে যাচ্ছেন ভিভিএস লক্ষ্মণ। তারপর শ্রীলঙ্কা সফর থেকে দায়িত্ব নেবেন নতুন কোচ। ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির (সিএসি) সাক্ষাৎকার পর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে ৷ দু'টি নাম শর্ট লিস্ট করা হয়েছে বলে বোর্ড সুত্রের খবর ৷ বোর্ড সচিব তাঁদের নাম না-বললেও মনে করা হচ্ছেন, প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর ও প্রাক্তন ভারতীয় মহিলা দলের কোচ ডব্লিউভি রমন ৷ বড় কোনও পরিবর্তন না-হলে ভারতীয় কোচের দায়িত্ব পেতে চলেছেন গম্ভীর। তারপর ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোচ-সহ বাকি সাপোর্ট স্টাফদের বেছে নেওয়া হবে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.