প্যারিস, 9 অগস্ট: পরপর দু'টি অলিম্পিক্সে পদক জয় ৷ একটিতে সোনা দ্বিতীয়টিতে রুপো ৷ 2021 টোকিয়ো অলিম্পিক্সের পর 2024 প্যারিস অলিম্পিক্সে দেশের সর্বকালীন সেরা অ্যাথলিটদের মধ্যে নাম লিখিয়ে ফেললেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া ৷ রুপো জয়ের পর তিনি বললেন, "সব খেলোয়াড়ের দিন থাকে, আজ আরশাদের দিন ছিল ৷"
বর্তমানে নীরজ চোপড়া দেশের সবচেয়ে প্রিয় ক্রীড়াবিদদের একজন। তাঁর পারফরম্যান্সে দিকে তাকিয়ে ছিলেন গোটা ভারতবাসী ৷ তবে তিনি হতাশ করেননি ৷ স্বর্ণ না-হলেও, রুপোর পদক জিতে তিনি আরও একটি বড় পদক যোগ করেছেন তাঁর কেরিয়ারে। তিনিই প্রথম ভারতীয় যিনি অলিম্পিকে অ্যাথলেটিক্সে দু'টি পদক জিতেছেন, পরপর দু'টি অলিম্পিক্সে একটি সোনা এবং একটি রুপো ৷
চতুর্থ ভারতীয় অ্যাথলিট হিসাবে অলিম্পিক্সে জোড়া পদক জয়ের নজির গড়েন নীরজ ৷ এরমধ্যে তৃতীয় ভারতীয় হিসাবে টানা দু'টি অলিম্পিক্সে পদক জিতলেন তিনি ৷ প্রথম জন কুস্তিগীর সুশীল কুমার (2012 ও 2016), দ্বিতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু (2016 ও 2021), তৃতীয় জন নীরজ চোপড়া 2021 এ সোনা ও 2024 এ রুপোজয়ী ৷ (স্বাধীনতার পরবর্তী সময়ে) একমাত্র মনু ভাকেরই প্রথম ভারতীয় যার একই অলিম্পিক্সে দু'টি পদক রয়েছে ৷
গতকাল রুপো জয়ের পর নীরজ চোপড়া বলেন, "যখনই আমরা দেশের জন্য পদক জিতি তখনই আমাদের খুব আনন্দ হয় ৷ এখন খেলার উন্নতি করার সময় ৷ আরও ভালো পারফরম্যান্স করব ৷ ভারত ভালো খেলেছে প্যারিস অলিম্পিক্সে ৷ প্রতিযোগিতাও আজ ভালো হয়েছে ৷ কিন্তু প্রত্যেক খেলোয়াড়ের দিন থাকে, আজ আরশাদের দিন ছিল ৷ আমরা দ্বিতীয় অলিম্পিক্সে জ্যাভলিনে পদক জিততে পেরেছি। এটা খুবই আনন্দের বিষয় ৷ আমি আমার সেরাটা দিয়েছি কিন্তু কিছু জিনিসের দিকে নজর দেওয়া দরকার ৷"