ETV Bharat / sports

প্যারিস থেকে ফিরেই প্রধানমন্ত্রীকে ‘চুর্মা’ ট্রিট, প্রমিস সোনাজয়ী নীরজের - Paris Olympics 2024 - PARIS OLYMPICS 2024

PM Modi chit-chat with Neeraj: ‘‘আপকে মা’কে হাত কা খানা হ্যায় ৷’’ প্রধানমন্ত্রীর আবদারে নীরজ জানালেন, প্যারিস থেকে ফিরেই মা’য়ের হাতে তৈরি চুর্মার ট্রিট দেবেন ৷

Neeraj Chopra and PM Modi
নীরজ চোপড়া, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 5, 2024, 4:16 PM IST

নয়াদিল্লি, 5 জুলাই: 26 জুলাই শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক ৷ তার আগে প্রতিযোগিতায় অংশ নেওয়া ভারতীয় ক্রীড়াবিদদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই আলাপচারিতায় ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন নীরজ চোপড়া ৷ দেশের প্রশাসনিক প্রধানকে শুধু মেডেলের প্রতিশ্রুতি নয়, অলিম্পিক শেষে মায়ের হাতে বানানো চুর্মা খাওয়ানোর প্রমিসও করলেন টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী অ্যাথলিট ৷

প্রধানমন্ত্রী তাঁকে বলেন, ‘‘মুঝে আপকে মা’কে হাত কা খানা হ্যায় (আমি আপনার মায়ের তৈরি খাবার খেতে চাই)’’৷ নীরজের প্রস্তুতির বিষয়েও খুঁটিনাটি জানতে চান মোদি ৷ নীরজ বলেন, ‘‘জার্মানিতে ট্রেনিং ভালো চলছে । আমি ইনজুরির ভয়ে অনুশীলনে কম খেলেছি। সম্প্রতি ফিনল্যান্ডে একটি ইভেন্টে সোনা পেয়েছি (পাভো নুরমি গেমস) ।’’

একই সঙ্গে সোনা পাওয়ার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে জ্যাভলার বলেন, ‘‘নীরজ তরুণদেরকে সর্বোচ্চ ফল পাওয়ার জন্য নির্ভীক হতে হবে ৷ নিজের প্রতি বিশ্বাস রাখা জরুরি ৷ আমার অভিষেক অলিম্পিকে, আমি সোনা পেয়েছি কারণ আমি নির্ভীক ছিলাম ৷ আমার নিজের খেলা এবং অনুশীলনে বিশ্বাস ছিল । আত্মবিশ্বাসী হওয়া উচিত, বিদেশী ক্রীড়াবিদদের ভয় পাওয়ার কোনও বিষয় নেই ৷’’

শুক্রবার সকালে বিভিন্ন ক্রীড়াবিদরা প্রধানমন্ত্রীর বাসভবনে উপস্থিত ছিলেন ৷ তাঁদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন মোদি ৷ নীরজের সঙ্গে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন অলিম্পিকে পদকজয়ী পিভি সিন্ধু, লভলিনা বর্গহাইন ৷ ওই সাক্ষাতে, অলিম্পিকে অভিষেক হতে চলা ক্রীড়াবিদদের সঙ্গে আলাপচারিতায় মাতেন । পদক আনতে পারলে আমন্ত্রণ জানাবেন বলেও জানিয়েছেন মোদি ৷

রমিতা জিন্দল (এয়ার রাইফেল শ্যুটিং), রেতিকা হুডা (কুস্তি), অন্তিম পাঙ্গল (কুস্তি), নিখাত জারিনের (বক্সিং) মতো ক্রীড়াবিদরা প্রথমবার অলিম্পিকের মঞ্চে নামতে চলেছেন ৷ প্রধানমন্ত্রী তাঁদের পরামর্শ দেন, ‘‘পরিস্থিতি যাই হোক না কেন ভেঙে পড়লে চলবে না ৷ দেশের তেরঙা উঁচু করার লড়াইয়ে আত্মবিশ্বাসী থাকা গুরুত্বপূর্ণ ৷’’

নয়াদিল্লি, 5 জুলাই: 26 জুলাই শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক ৷ তার আগে প্রতিযোগিতায় অংশ নেওয়া ভারতীয় ক্রীড়াবিদদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই আলাপচারিতায় ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন নীরজ চোপড়া ৷ দেশের প্রশাসনিক প্রধানকে শুধু মেডেলের প্রতিশ্রুতি নয়, অলিম্পিক শেষে মায়ের হাতে বানানো চুর্মা খাওয়ানোর প্রমিসও করলেন টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী অ্যাথলিট ৷

প্রধানমন্ত্রী তাঁকে বলেন, ‘‘মুঝে আপকে মা’কে হাত কা খানা হ্যায় (আমি আপনার মায়ের তৈরি খাবার খেতে চাই)’’৷ নীরজের প্রস্তুতির বিষয়েও খুঁটিনাটি জানতে চান মোদি ৷ নীরজ বলেন, ‘‘জার্মানিতে ট্রেনিং ভালো চলছে । আমি ইনজুরির ভয়ে অনুশীলনে কম খেলেছি। সম্প্রতি ফিনল্যান্ডে একটি ইভেন্টে সোনা পেয়েছি (পাভো নুরমি গেমস) ।’’

একই সঙ্গে সোনা পাওয়ার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে জ্যাভলার বলেন, ‘‘নীরজ তরুণদেরকে সর্বোচ্চ ফল পাওয়ার জন্য নির্ভীক হতে হবে ৷ নিজের প্রতি বিশ্বাস রাখা জরুরি ৷ আমার অভিষেক অলিম্পিকে, আমি সোনা পেয়েছি কারণ আমি নির্ভীক ছিলাম ৷ আমার নিজের খেলা এবং অনুশীলনে বিশ্বাস ছিল । আত্মবিশ্বাসী হওয়া উচিত, বিদেশী ক্রীড়াবিদদের ভয় পাওয়ার কোনও বিষয় নেই ৷’’

শুক্রবার সকালে বিভিন্ন ক্রীড়াবিদরা প্রধানমন্ত্রীর বাসভবনে উপস্থিত ছিলেন ৷ তাঁদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন মোদি ৷ নীরজের সঙ্গে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন অলিম্পিকে পদকজয়ী পিভি সিন্ধু, লভলিনা বর্গহাইন ৷ ওই সাক্ষাতে, অলিম্পিকে অভিষেক হতে চলা ক্রীড়াবিদদের সঙ্গে আলাপচারিতায় মাতেন । পদক আনতে পারলে আমন্ত্রণ জানাবেন বলেও জানিয়েছেন মোদি ৷

রমিতা জিন্দল (এয়ার রাইফেল শ্যুটিং), রেতিকা হুডা (কুস্তি), অন্তিম পাঙ্গল (কুস্তি), নিখাত জারিনের (বক্সিং) মতো ক্রীড়াবিদরা প্রথমবার অলিম্পিকের মঞ্চে নামতে চলেছেন ৷ প্রধানমন্ত্রী তাঁদের পরামর্শ দেন, ‘‘পরিস্থিতি যাই হোক না কেন ভেঙে পড়লে চলবে না ৷ দেশের তেরঙা উঁচু করার লড়াইয়ে আত্মবিশ্বাসী থাকা গুরুত্বপূর্ণ ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.