ETV Bharat / sports

পন্তের স্মৃতি ফিরিয়ে গাড়ি দুর্ঘটনায় জখম ভারতীয় ক্রিকেটার, কয়েকমাস মাঠের বাইরে - MUSHEER KHAN ACCIDENT - MUSHEER KHAN ACCIDENT

MUSHEER INJURED IN A ROAD ACCIDENT: ফিরল ঋষভ পন্তের ভয়ানক দুর্ঘটনার স্মৃতি ৷ গাড়ি দুর্ঘটনার কবলে আরও এক ভারতীয় ক্রিকেটার ৷ ইরানি ট্রফি খেলতে দলে যোগ দিতে যাওয়ার পথে উত্তরপ্রদেশে দুর্ঘটনার কবলে মুম্বইয়ের ক্রিকেটার ৷

MUSHEER KHAN ACCIDENT
মুশির খান (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 28, 2024, 1:57 PM IST

নয়াদিল্লি, 28 সেপ্টেম্বর: চলতি মাসের শুরুতে দলীপ ট্রফিতে হাঁকিয়েছিলেন দুরন্ত শতরান ৷ আগামী মঙ্গলবার থেকে শুরু হতে চলা ইরানি ট্রফিতে মুম্বইয়ের হয়ে খেলার কথা ছিল তাঁর ৷ শুক্রবার রাতে আজমগড় থেকে লখনউয়ে সতীর্থদের সঙ্গে যোগ দিতেই যাচ্ছিলেন মুশির খান ৷ পথে ঘটে গেল দুর্ঘটনা ৷ আজমগড় থেকে লখনউ যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় মারাত্মক জখম হলেন সরফরাজ খানের ভাই 19 বছরের মুশির ৷ আহত হয়েছেন তাঁর সঙ্গে গাড়িতে থাকা বাবা নৌশাদ খানও ৷

দুর্ঘটনায় গলায় ব্য়াপক চোট পেয়েছেন মুশির ৷ সামান্য আঘাত পেয়েছেন তাঁর বাবা ৷ আপাতত লখনউয়ের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন মুম্বই ক্রিকেটার ও তাঁর বাবা ৷ দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও না-জানা গেলেও গতিতে ছুটতে থাকা মুশিরের গাড়ি বেশ কয়েকবার পাল্টি খায় বলে জানা গিয়েছে ৷ দুর্ঘটনার অভিঘাতে গাড়িটির একাংশ দুমড়ে-মুচড়ে যায় ৷ মুশির এতটাই আহত হয়েছেন যে, বাকি মরশুমে মুম্বই ক্রিকেটার আর খেলতে পারবেন না বলেই মনে করা হচ্ছে ৷ তবে হাসপাতালের তরফে শনিবার সকালে দেওয়া মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে মুশির এখন বিপন্মুক্ত ৷

সংবাদসংস্থা আইএএনএস'কে মুম্বই ক্রিকেট সংস্থার এক সূত্র জানিয়েছে, গতি এতটাই ছিল যে, মুশিরের ফরচুনার গাড়িটি কয়েকবার পাল্টি খায় রাস্তায় ৷ অন্ততপক্ষে তিন মাস বিশ্রামে থাকতে হবে মুশিরকে ৷ তারপর রিহ্যাব মিলিয়ে 6-7 মাসের আগে মাঠে ফেরা সম্ভব নয় মুম্বই ক্রিকেটারের ৷ দলীপ ট্রফি পরবর্তী সময় আজমগড়েই অনুশীলন করছিলেন মুশির ৷ অবশিষ্ট ভারত একাদশের বিরুদ্ধে ম্যাচের জন্য ইরানি ট্রফির স্কোয়াডে যোগ দেওয়ার কথা ছিল তাঁর ৷ তবে এতদিন দলের সঙ্গে যোগ না-দিয়ে আজমগড়ে মুশিরের অনুশীলন চালিয়ে যাওয়া নিয়ে খুশি নয় মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন ৷

মাত্র 9টি প্রথম শ্রেণির ম্যাচে মুশিরের ঝুলিতে রয়েছে 716 রান ৷ গত মরশুমে মুম্বইয়ের 42তম রঞ্জি ট্রফি জয়ে অন্যতম ভূমিকা নিয়েছিলেন সরফরাজ খানের ভাই ৷ যদিও ইরানি ট্রফির জন্য মুশিরের পরিবর্ত এখনও ঘোষণা করেনি এমসিএ ৷ মনে করা হচ্ছে মুশিরের পরিবর্ত হিসেবে দাদা সরফরাজ জাতীয় দল থেকে ইরানি ট্রফির স্কোয়াডে যোগ দেবেন ৷

নয়াদিল্লি, 28 সেপ্টেম্বর: চলতি মাসের শুরুতে দলীপ ট্রফিতে হাঁকিয়েছিলেন দুরন্ত শতরান ৷ আগামী মঙ্গলবার থেকে শুরু হতে চলা ইরানি ট্রফিতে মুম্বইয়ের হয়ে খেলার কথা ছিল তাঁর ৷ শুক্রবার রাতে আজমগড় থেকে লখনউয়ে সতীর্থদের সঙ্গে যোগ দিতেই যাচ্ছিলেন মুশির খান ৷ পথে ঘটে গেল দুর্ঘটনা ৷ আজমগড় থেকে লখনউ যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় মারাত্মক জখম হলেন সরফরাজ খানের ভাই 19 বছরের মুশির ৷ আহত হয়েছেন তাঁর সঙ্গে গাড়িতে থাকা বাবা নৌশাদ খানও ৷

দুর্ঘটনায় গলায় ব্য়াপক চোট পেয়েছেন মুশির ৷ সামান্য আঘাত পেয়েছেন তাঁর বাবা ৷ আপাতত লখনউয়ের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন মুম্বই ক্রিকেটার ও তাঁর বাবা ৷ দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও না-জানা গেলেও গতিতে ছুটতে থাকা মুশিরের গাড়ি বেশ কয়েকবার পাল্টি খায় বলে জানা গিয়েছে ৷ দুর্ঘটনার অভিঘাতে গাড়িটির একাংশ দুমড়ে-মুচড়ে যায় ৷ মুশির এতটাই আহত হয়েছেন যে, বাকি মরশুমে মুম্বই ক্রিকেটার আর খেলতে পারবেন না বলেই মনে করা হচ্ছে ৷ তবে হাসপাতালের তরফে শনিবার সকালে দেওয়া মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে মুশির এখন বিপন্মুক্ত ৷

সংবাদসংস্থা আইএএনএস'কে মুম্বই ক্রিকেট সংস্থার এক সূত্র জানিয়েছে, গতি এতটাই ছিল যে, মুশিরের ফরচুনার গাড়িটি কয়েকবার পাল্টি খায় রাস্তায় ৷ অন্ততপক্ষে তিন মাস বিশ্রামে থাকতে হবে মুশিরকে ৷ তারপর রিহ্যাব মিলিয়ে 6-7 মাসের আগে মাঠে ফেরা সম্ভব নয় মুম্বই ক্রিকেটারের ৷ দলীপ ট্রফি পরবর্তী সময় আজমগড়েই অনুশীলন করছিলেন মুশির ৷ অবশিষ্ট ভারত একাদশের বিরুদ্ধে ম্যাচের জন্য ইরানি ট্রফির স্কোয়াডে যোগ দেওয়ার কথা ছিল তাঁর ৷ তবে এতদিন দলের সঙ্গে যোগ না-দিয়ে আজমগড়ে মুশিরের অনুশীলন চালিয়ে যাওয়া নিয়ে খুশি নয় মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন ৷

মাত্র 9টি প্রথম শ্রেণির ম্যাচে মুশিরের ঝুলিতে রয়েছে 716 রান ৷ গত মরশুমে মুম্বইয়ের 42তম রঞ্জি ট্রফি জয়ে অন্যতম ভূমিকা নিয়েছিলেন সরফরাজ খানের ভাই ৷ যদিও ইরানি ট্রফির জন্য মুশিরের পরিবর্ত এখনও ঘোষণা করেনি এমসিএ ৷ মনে করা হচ্ছে মুশিরের পরিবর্ত হিসেবে দাদা সরফরাজ জাতীয় দল থেকে ইরানি ট্রফির স্কোয়াডে যোগ দেবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.