ETV Bharat / sports

প্রাক্তন কেকেআর তারকার বিরুদ্ধে খুনের অভিযোগ, চাঞ্চল্য ক্রিকেটবিশ্বে - Murder Case Against Ex KKR Player - MURDER CASE AGAINST EX KKR PLAYER

Murder Case Filed Against Ex-KKR Player: কলকাতা নাইট রাইডার্সকে বহু ম্যাচে জিতিয়েছেন তিনি ৷ সেই তারকা ক্রিকেটারের নামেই এবার দায়ের হল খুনের অভিযোগ ৷ একটি খুনের ঘটনায় 28তম আসামি হিসেবে তাঁর নাম রয়েছে ৷

Murder Case Filed Against Ex-KKR Player
প্রাক্তন কেকেআর তারকার বিরুদ্ধে খুনের অভিযোগ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 23, 2024, 3:46 PM IST

ঢাকা, 23 অগস্ট: দেশের সর্বকালের শ্রেষ্ঠ ক্রিকেটার ৷ প্রাক্তন তারকা ক্রিকেটার শুধু নন, আইসিসি’র প্রাক্তন পয়লা ব়্যাংকিংয়ে থাকা অল-রাউন্ডার ৷ কলকাতা নাইট রাইডার্সকে একাধিক ম্যাচে জিতিয়ে মাঠ ছেড়েছেন ৷ তাঁর বিরুদ্ধেই এবার খুনের অভিযোগ ৷ ঢাকা ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, শাকিব আল হাসানের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে ।

বাংলাদেশে বিক্ষোভের মধ্যেই গত 7 অগস্ট রফিকুল ইসলামের ছেলে রুবেলের খুন হয় ৷ তারপরেই একটি মামলা দায়ের হয় । ওই প্রতিবেদনে বলা হয়েছে, রুবেল আদাবরের রিং রোডে একটি সমাবেশের অংশ নিয়েছিলেন ৷ সেখানেই তাঁর বুকে ও পেটে গুলি করা হয় । ঘটনার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা ৷

Murder Case Filed Against Ex-KKR Player
শাকিব আল হাসানের বিরুদ্ধে খুনের মামলা (ইটিভি ভারত)

ঢাকার আদাবর থানায় দায়ের করা ওই মামলায় শাকিবের সঙ্গেই নাম রয়েছে বাংলাদেশের বিখ্যাত অভিনেতা ফিরদৌস আহমেদেরও ৷ 28তম আসামি হিসেবে নাম রয়েছে শাকিবের ৷ ফিরদৌসের নাম রয়েছে 55তম আসামি হিসেবে । তাঁরা দু’জনেই আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ । 2024 সালের জানুয়ারিতে ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ ৷ সাংসদ হয়েছিলেন শাকিব ৷

প্রসঙ্গত, শেষ ভোটে বাংলাদেশের এই তারকা ক্রিকেটার আওয়ামী লীগের হয়ে মগুরা-1 আসন থেকে ভোটে লড়েছিলেন ৷ ঢাকা ট্রিবিউনে প্রকাশিত খবর অনুযায়ী, তিনি 1 লক্ষ 85 হাজার 388 ভোটে জিতেছেন ৷ যদিও ছাত্র বিক্ষোভ গণবিক্ষোভে পরিণত হওয়ার পর পাশাবদল হয়েছে পড়শি দেশে ৷ ভারতে আশ্রয় নিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷

ঢাকা, 23 অগস্ট: দেশের সর্বকালের শ্রেষ্ঠ ক্রিকেটার ৷ প্রাক্তন তারকা ক্রিকেটার শুধু নন, আইসিসি’র প্রাক্তন পয়লা ব়্যাংকিংয়ে থাকা অল-রাউন্ডার ৷ কলকাতা নাইট রাইডার্সকে একাধিক ম্যাচে জিতিয়ে মাঠ ছেড়েছেন ৷ তাঁর বিরুদ্ধেই এবার খুনের অভিযোগ ৷ ঢাকা ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, শাকিব আল হাসানের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে ।

বাংলাদেশে বিক্ষোভের মধ্যেই গত 7 অগস্ট রফিকুল ইসলামের ছেলে রুবেলের খুন হয় ৷ তারপরেই একটি মামলা দায়ের হয় । ওই প্রতিবেদনে বলা হয়েছে, রুবেল আদাবরের রিং রোডে একটি সমাবেশের অংশ নিয়েছিলেন ৷ সেখানেই তাঁর বুকে ও পেটে গুলি করা হয় । ঘটনার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা ৷

Murder Case Filed Against Ex-KKR Player
শাকিব আল হাসানের বিরুদ্ধে খুনের মামলা (ইটিভি ভারত)

ঢাকার আদাবর থানায় দায়ের করা ওই মামলায় শাকিবের সঙ্গেই নাম রয়েছে বাংলাদেশের বিখ্যাত অভিনেতা ফিরদৌস আহমেদেরও ৷ 28তম আসামি হিসেবে নাম রয়েছে শাকিবের ৷ ফিরদৌসের নাম রয়েছে 55তম আসামি হিসেবে । তাঁরা দু’জনেই আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ । 2024 সালের জানুয়ারিতে ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ ৷ সাংসদ হয়েছিলেন শাকিব ৷

প্রসঙ্গত, শেষ ভোটে বাংলাদেশের এই তারকা ক্রিকেটার আওয়ামী লীগের হয়ে মগুরা-1 আসন থেকে ভোটে লড়েছিলেন ৷ ঢাকা ট্রিবিউনে প্রকাশিত খবর অনুযায়ী, তিনি 1 লক্ষ 85 হাজার 388 ভোটে জিতেছেন ৷ যদিও ছাত্র বিক্ষোভ গণবিক্ষোভে পরিণত হওয়ার পর পাশাবদল হয়েছে পড়শি দেশে ৷ ভারতে আশ্রয় নিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.