মুম্বই, 14 মার্চ: ব্যর্থ হল অক্ষয় ওয়াদকরের লড়াকু শতরান ৷ তবে শেষ হাসি হাসল অজিঙ্কা রাহানের মুম্বই-ই ৷ রঞ্জি ফাইনালে বিদর্ভকে বড় ব্যবধানে পরাজিত করে ফের চ্যাম্পিয়ন হল মুম্বই। এই নিয়ে রেকর্ড বর্ধিত করে 42 বার রঞ্জি ট্রফি ঘরে তুলল তারা।
ওয়াংখেড়ে প্রথমে টস জিতে ব্যাট করতে নেমে ফাইনালে দু'দলের প্রথম ইনিংসের পরেই অনেকটাই বোঝা যাচ্ছিল স্কোর কী হতে চলেছে ৷ ওয়াংখেড়েতে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে মুম্বই তাদের প্রথম ইনিংসে 224 রানে অল-আউট হয়। প্রথম ইনিংসের খামতি মিলিয়ে জয়ের জন্য শেষ ইনিংসে বিদর্ভের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় 538 রানের। বিদর্ভ তাদের শেষ ইনিংসে অল-আউট হয় 368 রানে। 169 রানের বড় ব্যবধানে বিদর্ভকে হারিয়ে এবারের রঞ্জি ট্রফির খেতাব জেতে মুম্বই।
প্রথম ইনিংসে 119 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে 418 রান করে মুম্বই। মুশির খান 136 রান করেন। শ্রেয়স আয়ারের ব্যাট থেকে আসে 95 রান। অধিনায়ক রাহানে করেন 73 রান। শেষ দিকে মুলানি 50 রানের ইনিংস খেলেন। পালটা ব্যাট করতে নেমে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ে পড়ে বিদর্ভ। তারা নিজেদের প্রথম ইনিংসে 105 রানে অল-আউট হয়ে যায়। অথর্ব টাইডে 23 ও যশ রাঠোর 27 রান করেন। 3টি করে উইকেট নেন ধাওয়াল কুলকার্নি, শামস মুলানি ও তনুষ কোটিয়ান। অর্থাৎ, প্রথম ইনিংসের নিরিখে 119 রানে এগিয়ে থাকে মুম্বই।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অজিঙ্কা রাহানেরা সংগ্রহ করেন 418 রান। প্রথম ইনিংসের খামতি মিলিয়ে জয়ের জন্য শেষ ইনিংসে বিদর্ভের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় 538 রানের। বিদর্ভ তাদের শেষ ইনিংসে অল-আউট হয় 368 রানে। 169 রানে বড় ব্যবধানে ম্যাচ নিজেদের দখলে তুলে নেয় মুম্বই ৷ শেষ বার 2015-16 মরশুমে রঞ্জি জিতেছিল মুম্বই। তার পরে খেতাব অধরা ছিল মুম্বই দলের। মাঝে দুই বার ফাইনালে উঠে হারতে হয়েছিল। শেষ পর্যন্ত 8 বছর পরে আবার ভারতসেরা হল অজিঙ্কা রাহানের দল।
আরও পড়ুন: