ETV Bharat / sports

রঞ্জি ফাইনালে বোলারদের দাপট উপভোগ করছেন সচিন - Ranji Trophy 2024 Final

Mumbai vs Vaidarbha Ranji Final: রঞ্জি ফাইনালে দু’দলেরই প্রথম ইনিংসে বাইশ গজ শাসন করছেন বোলাররা ৷ মুম্বইয়ের 224 রানের জবাবে মাত্র 105 রানে গুটিয়ে গিয়েছে বিদর্ভের ইনিংস ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 11, 2024, 4:13 PM IST

মুম্বই, 11 মার্চ: আরব সাগরের তীরে প্রথম দিন মুম্বই 205 রানে গুটিয়ে যাওয়ার পর লিড নেওয়ার সুবর্ণ সুযোগ ছিল বিদর্ভের সামনে ৷ সে সুযোগ কাজে লাগাতে পারলেন না ধ্রুব শোরে, আমান মোখাদে, করুণ নায়াররা ৷ ব্যক্তিগত 20 রানের গণ্ডি পেরলেন মাত্র দুই ব্যাটার ৷ ব্যাটিং ব্যর্থতায় মাত্র 46 ওভারেই 105 রানে গুটিয়ে গেল বিদর্ভের ইনিংস ৷ রঞ্জি ফাইনালে এখনও বাইশ গজ শাসন করছেন বোলাররা ৷

পালটা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চাপে মুম্বই ৷ পরপর দু’উইকেট হারিয়েছে অজিঙ্ক রাহানেরা ৷ প্যাভিলিয়নে ফিরেছেন পৃথ্বী শ ও ভূপেন লালওয়ানি ৷ ক্রিজে রয়েছেন মুশির খান ও অধিনায়ক অজিঙ্ক রাহানে ৷ প্রথম ইনিংসে 119 রানের লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে বিদর্ভকে বড় লক্ষ্য়মাত্রা ছুঁড়ে দেওয়াই পাখির চোখ মুম্বইয়ের ৷

প্রথম ইনিংসে ব্যর্থ বিদর্ভের ব্যাটাররা...

প্রতিপক্ষকে অল্প রানে বেঁধে ফেলার পর প্রথমদিনেই তিন উইকেট হারিয়েছিল দু’বারের রঞ্জি চ্যাম্পিয়নরা ৷ দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে শুরুতেই ফেরেন অথর্ব তাইদে (60 বলে 23 রান) ৷ তারপর খানিকটা ধরে খেলার চেষ্টা করেছিলেন আদিত্য ঠাকারে (69 বলে 19 রান) ও যশ রাঠোর (67 বলে 27 রান) ৷ তাঁরা ফেরার পরেই পরপর উইকেট হারাতে থাকে বিদর্ভ ৷ মাত্র 26 রানে শেষ পাঁচ উইকেট হারায় ‘ওয়াদেকর অ্যান্ড কোং’ ৷

রঞ্জি ফাইনালের প্রথম দিনে যেখানে শেষ করেছিলেন, দ্বিতীয়দিনেই সেখান থেকেই শুরু করলেন মুম্বই বোলাররা ৷ ধবল কুলকার্নি, শামস মুলানি ও তানুষ কোতিয়ানের দাপটে 105 রানেই শেষ হয়ে গেল বিদর্ভের ইনিংস ৷ ওয়াংখেড়েতে প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় যেখানে খানিক ব্যাকফুটে ছিল মুম্বই, দুরন্ত বোলিংয়ে টুর্নামেন্টের সবচেয়ে সফল দলকে ম্যাচে ফেরালেন বোলাররা ৷

53 বছর পর রঞ্জি ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছে এক রাজ্যের দুই দল ৷ ফলে মেগা ম্যাচ নিয়ে উন্মাদন তুঙ্গে ৷ মুম্বইয়ের হয়ে পাঁচবার রঞ্জি ট্রফির ফাইনালে খেলেছেন সচিন তেন্ডুলকর ৷ লিটল মাস্টারের জাদুতে চারবার রঞ্জি গিয়েছে তাদের ট্রফি ক্যাবিনেটে ৷ হাইভোল্টেজ ফাইনালের দিকে নজর রাখছেন মাস্টার ব্লাস্টারও ৷ মুম্বইকর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘‘রঞ্জি ট্রফির ফাইনালে মুম্বই এবং বিদর্ভ দারুণ ক্রিকেট খেলছে । প্রথম ইনিংসে মুম্বই বোলাররা বিদর্ভ ব্যাটারদের চাপে ফেলে দিয়েছিল ৷ এখন বিদর্ভ বোলাররা সেটা ফিরিয়ে দিচ্ছে । দারুণ খেলা হচ্ছে ৷ এখন যেহেতু নতুন বল নেওয়া হয়েছে, আমার মনে হয়, উইকেট পড়ে যাবে অথবা ব্যাটাররা স্বাবলীলভাবে রান করবে ।’’

আরও পড়ুন:

  1. ব্যর্থ শ্রেয়স-আইয়ার, শার্দূলের ব্যাটে দু’শো পেরল মুম্বই; ব্যাটে নেমে চাপে বিদর্ভও
  2. বিনামূল্যে রঞ্জি ফাইনাল, দর্শকদের জন্য ওয়াংখেড়ের দরজা খুলে দিল এমসিএ
  3. 53 বছর পর ফাইনালে একই রাজ্যের দু’দল, মুম্বইয়ের সামনে ইতিহাস ফেরানোর হাতছানি

মুম্বই, 11 মার্চ: আরব সাগরের তীরে প্রথম দিন মুম্বই 205 রানে গুটিয়ে যাওয়ার পর লিড নেওয়ার সুবর্ণ সুযোগ ছিল বিদর্ভের সামনে ৷ সে সুযোগ কাজে লাগাতে পারলেন না ধ্রুব শোরে, আমান মোখাদে, করুণ নায়াররা ৷ ব্যক্তিগত 20 রানের গণ্ডি পেরলেন মাত্র দুই ব্যাটার ৷ ব্যাটিং ব্যর্থতায় মাত্র 46 ওভারেই 105 রানে গুটিয়ে গেল বিদর্ভের ইনিংস ৷ রঞ্জি ফাইনালে এখনও বাইশ গজ শাসন করছেন বোলাররা ৷

পালটা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চাপে মুম্বই ৷ পরপর দু’উইকেট হারিয়েছে অজিঙ্ক রাহানেরা ৷ প্যাভিলিয়নে ফিরেছেন পৃথ্বী শ ও ভূপেন লালওয়ানি ৷ ক্রিজে রয়েছেন মুশির খান ও অধিনায়ক অজিঙ্ক রাহানে ৷ প্রথম ইনিংসে 119 রানের লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে বিদর্ভকে বড় লক্ষ্য়মাত্রা ছুঁড়ে দেওয়াই পাখির চোখ মুম্বইয়ের ৷

প্রথম ইনিংসে ব্যর্থ বিদর্ভের ব্যাটাররা...

প্রতিপক্ষকে অল্প রানে বেঁধে ফেলার পর প্রথমদিনেই তিন উইকেট হারিয়েছিল দু’বারের রঞ্জি চ্যাম্পিয়নরা ৷ দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে শুরুতেই ফেরেন অথর্ব তাইদে (60 বলে 23 রান) ৷ তারপর খানিকটা ধরে খেলার চেষ্টা করেছিলেন আদিত্য ঠাকারে (69 বলে 19 রান) ও যশ রাঠোর (67 বলে 27 রান) ৷ তাঁরা ফেরার পরেই পরপর উইকেট হারাতে থাকে বিদর্ভ ৷ মাত্র 26 রানে শেষ পাঁচ উইকেট হারায় ‘ওয়াদেকর অ্যান্ড কোং’ ৷

রঞ্জি ফাইনালের প্রথম দিনে যেখানে শেষ করেছিলেন, দ্বিতীয়দিনেই সেখান থেকেই শুরু করলেন মুম্বই বোলাররা ৷ ধবল কুলকার্নি, শামস মুলানি ও তানুষ কোতিয়ানের দাপটে 105 রানেই শেষ হয়ে গেল বিদর্ভের ইনিংস ৷ ওয়াংখেড়েতে প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় যেখানে খানিক ব্যাকফুটে ছিল মুম্বই, দুরন্ত বোলিংয়ে টুর্নামেন্টের সবচেয়ে সফল দলকে ম্যাচে ফেরালেন বোলাররা ৷

53 বছর পর রঞ্জি ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছে এক রাজ্যের দুই দল ৷ ফলে মেগা ম্যাচ নিয়ে উন্মাদন তুঙ্গে ৷ মুম্বইয়ের হয়ে পাঁচবার রঞ্জি ট্রফির ফাইনালে খেলেছেন সচিন তেন্ডুলকর ৷ লিটল মাস্টারের জাদুতে চারবার রঞ্জি গিয়েছে তাদের ট্রফি ক্যাবিনেটে ৷ হাইভোল্টেজ ফাইনালের দিকে নজর রাখছেন মাস্টার ব্লাস্টারও ৷ মুম্বইকর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘‘রঞ্জি ট্রফির ফাইনালে মুম্বই এবং বিদর্ভ দারুণ ক্রিকেট খেলছে । প্রথম ইনিংসে মুম্বই বোলাররা বিদর্ভ ব্যাটারদের চাপে ফেলে দিয়েছিল ৷ এখন বিদর্ভ বোলাররা সেটা ফিরিয়ে দিচ্ছে । দারুণ খেলা হচ্ছে ৷ এখন যেহেতু নতুন বল নেওয়া হয়েছে, আমার মনে হয়, উইকেট পড়ে যাবে অথবা ব্যাটাররা স্বাবলীলভাবে রান করবে ।’’

আরও পড়ুন:

  1. ব্যর্থ শ্রেয়স-আইয়ার, শার্দূলের ব্যাটে দু’শো পেরল মুম্বই; ব্যাটে নেমে চাপে বিদর্ভও
  2. বিনামূল্যে রঞ্জি ফাইনাল, দর্শকদের জন্য ওয়াংখেড়ের দরজা খুলে দিল এমসিএ
  3. 53 বছর পর ফাইনালে একই রাজ্যের দু’দল, মুম্বইয়ের সামনে ইতিহাস ফেরানোর হাতছানি
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.