মুম্বই, 11 মার্চ: আরব সাগরের তীরে প্রথম দিন মুম্বই 205 রানে গুটিয়ে যাওয়ার পর লিড নেওয়ার সুবর্ণ সুযোগ ছিল বিদর্ভের সামনে ৷ সে সুযোগ কাজে লাগাতে পারলেন না ধ্রুব শোরে, আমান মোখাদে, করুণ নায়াররা ৷ ব্যক্তিগত 20 রানের গণ্ডি পেরলেন মাত্র দুই ব্যাটার ৷ ব্যাটিং ব্যর্থতায় মাত্র 46 ওভারেই 105 রানে গুটিয়ে গেল বিদর্ভের ইনিংস ৷ রঞ্জি ফাইনালে এখনও বাইশ গজ শাসন করছেন বোলাররা ৷
পালটা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চাপে মুম্বই ৷ পরপর দু’উইকেট হারিয়েছে অজিঙ্ক রাহানেরা ৷ প্যাভিলিয়নে ফিরেছেন পৃথ্বী শ ও ভূপেন লালওয়ানি ৷ ক্রিজে রয়েছেন মুশির খান ও অধিনায়ক অজিঙ্ক রাহানে ৷ প্রথম ইনিংসে 119 রানের লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে বিদর্ভকে বড় লক্ষ্য়মাত্রা ছুঁড়ে দেওয়াই পাখির চোখ মুম্বইয়ের ৷
প্রথম ইনিংসে ব্যর্থ বিদর্ভের ব্যাটাররা...
প্রতিপক্ষকে অল্প রানে বেঁধে ফেলার পর প্রথমদিনেই তিন উইকেট হারিয়েছিল দু’বারের রঞ্জি চ্যাম্পিয়নরা ৷ দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে শুরুতেই ফেরেন অথর্ব তাইদে (60 বলে 23 রান) ৷ তারপর খানিকটা ধরে খেলার চেষ্টা করেছিলেন আদিত্য ঠাকারে (69 বলে 19 রান) ও যশ রাঠোর (67 বলে 27 রান) ৷ তাঁরা ফেরার পরেই পরপর উইকেট হারাতে থাকে বিদর্ভ ৷ মাত্র 26 রানে শেষ পাঁচ উইকেট হারায় ‘ওয়াদেকর অ্যান্ড কোং’ ৷
রঞ্জি ফাইনালের প্রথম দিনে যেখানে শেষ করেছিলেন, দ্বিতীয়দিনেই সেখান থেকেই শুরু করলেন মুম্বই বোলাররা ৷ ধবল কুলকার্নি, শামস মুলানি ও তানুষ কোতিয়ানের দাপটে 105 রানেই শেষ হয়ে গেল বিদর্ভের ইনিংস ৷ ওয়াংখেড়েতে প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় যেখানে খানিক ব্যাকফুটে ছিল মুম্বই, দুরন্ত বোলিংয়ে টুর্নামেন্টের সবচেয়ে সফল দলকে ম্যাচে ফেরালেন বোলাররা ৷
53 বছর পর রঞ্জি ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছে এক রাজ্যের দুই দল ৷ ফলে মেগা ম্যাচ নিয়ে উন্মাদন তুঙ্গে ৷ মুম্বইয়ের হয়ে পাঁচবার রঞ্জি ট্রফির ফাইনালে খেলেছেন সচিন তেন্ডুলকর ৷ লিটল মাস্টারের জাদুতে চারবার রঞ্জি গিয়েছে তাদের ট্রফি ক্যাবিনেটে ৷ হাইভোল্টেজ ফাইনালের দিকে নজর রাখছেন মাস্টার ব্লাস্টারও ৷ মুম্বইকর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘‘রঞ্জি ট্রফির ফাইনালে মুম্বই এবং বিদর্ভ দারুণ ক্রিকেট খেলছে । প্রথম ইনিংসে মুম্বই বোলাররা বিদর্ভ ব্যাটারদের চাপে ফেলে দিয়েছিল ৷ এখন বিদর্ভ বোলাররা সেটা ফিরিয়ে দিচ্ছে । দারুণ খেলা হচ্ছে ৷ এখন যেহেতু নতুন বল নেওয়া হয়েছে, আমার মনে হয়, উইকেট পড়ে যাবে অথবা ব্যাটাররা স্বাবলীলভাবে রান করবে ।’’
আরও পড়ুন: