ETV Bharat / sports

'সূর্যতেজে' জ্বলে উঠল মুম্বই, হায়দরাবাদকে সাত উইকেটে হারাল মুম্বই ইন্ডিয়ান্স - IPL 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 7, 2024, 7:24 AM IST

MI vs SRH
সূর্যের দাদাগিরি (ইটিভি ভারত)

MI vs SRH: চার হারের পর সূর্যকুমারের শতরানে ম্যাচ জিতল মুম্বই ইন্ডিয়ান্স ৷ সানরাইজার্স হায়দরাবাদকে 7 উইকেটে হারিয়ে আইপিএলের প্লে-অফের দৌড়ে খাতায় কলমে টিকে থাকার ক্ষীণ আশা রইল হার্দিকের মুম্বই ইন্ডিয়ান্সের।

মুম্বই, 7 মে: 102 রান করে জ্বলজ্বলে সূর্যকুমার যাদব ৷ 51 বলে 102 রান করে টিমকে জেতালেন স্কাই ৷ তাঁর শতরানের ইনিংস সাজানো 12টি চার ও 6টি ছয়ে ৷ সোমবার ঘরের মাঠে হায়দরাবাদকে 7 উইকেটে বধ করে মুম্বই ইন্ডিয়ান্স ৷ এদিন প্রথমে ব্যাট করে হায়দরাবাদ তোলে 8 উইকেটে 173 রান। জবাবে 16 বল বাকি থাকতে 3 উইকেটে মুম্বই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ৷ অপরাজিত শতরান করে আইপিএলের প্লে-অফে মুম্বইয়ের ক্ষীণ আশা বাঁচিয়ে রাখলেন সূর্যকুমার যাদব।

গতকাল ওয়াংখেড়েতে টস জিতে সোমবার প্রথমে হায়দরাবাদকে ব্যাট করতে পাঠান হার্দিক পান্ডিয়া ৷ তাতে একমাত্র ট্র্যাভিস হেড 48 রান করেন ৷ অজি ব্য়াটারের এই রানই এদিন সর্বোচ্চ সানরাইজার্সের ৷ অধিনায়ক প্যাট কামিন্সের ব্যাটে আসে 35 রান ৷ 20 রান করে প্যাভিলিয়নমুখী হন নীতীশ রেড্ডি ৷ মার্কো জ্যানসন করেন 17 রান ৷ এরপর অরেঞ্জ ব্রিগেডের কোনও ব্য়াটারই 11 রানের গণ্ডি টপকাতে পারেননি ৷ অন্য়দিকে, বল হাতে কামাল করেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৷ 4 ওভার বল করে 31 রান দিয়ে 3টি উইকেট নেন হার্দিক ৷ 3টি উইকেট নেন পিয়ূস চাওলাও ৷ একটি করে উইকেট নেন অংশূল কাম্বোজ ও জসপ্রীত বুমরা ৷ 173 রানে হায়দরাবাদকে থামিয়ে দেয় নীতা অম্বানির দল ৷

রান তাড়া করতে নেমে শুরুটা একেবারে ভালো হয়নি মুম্বইয়ের ৷ ওপেনিংয়ে নেমে 9 রানেই আউট হয়ে যান ঈশান কিষাণ ৷ 4 রানে সাজঘরে ফেরেন রোহিত শর্মা ৷ খাতায় শূন্য নিয়ে তিনে ব্যাট করতে নেমে আউট হন নামান ধীর ৷ তিনি ফিরতেই ক্রিজে নামেন সূর্যকুমার যাদব ৷ ব্যস! দলকে জেতানোর দায়িত্ব কাঁধে তুলে নেন 'দ্য সান' ৷ 51 বলে 102 রান করে অপরাজিত থেকে যান সূর্যকুমার ৷ তাঁকে সঙ্গ দেন তিলক বর্মা ৷ 37 রানে তিনি অপরাজিত থেকে যান ৷ 17.2 ওভারে 3 উইকেট হারিয়ে 174 রান তুলে নেয় নীতা অম্বানির দল ৷ অন্যদিকে, সানরাইজার্সের বোলারদের মধ্যে ভুবনেশ্বর কুমার 1টি ও মার্কো জানশেন 1টি এবং প্যাট কামিন্স 1টি করে উইকেট নেন ৷

গতকালের পর, লিগ টেবিলে মুম্বইয়ের অবস্থান 12 ম্যাচে 8টিতে হার ও 4টিতে জয়ে দশ থেকে নয়ে উঠে এল মুম্বই ৷ অন্যদিকে, হায়দরাবাদ দাঁড়িয়ে রয়েছে 11টি ম্যাচে 6 ম্যাচে জয় ও 5টিতে হার নিয়ে চার নম্বরে ৷

আরও পড়ুন:

  1. টি-20 বিশ্বকাপে সন্ত্রাসবাদী হামলার হুমকি, জানালেন ত্রিনিদাদের প্রধানমন্ত্রী
  2. জয়ের হ্যাটট্রিকে শীর্ষে নাইটরা, প্লে-অফের দোরগোড়ায় কলকাতা
  3. ব্য়াটে-বলে নায়ক জাদেজা, পঞ্জাবকে হারিয়ে প্লে-অফের আরও কাছে চেন্নাই
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.