বেঙ্গালুরু, 24 ফেব্রুয়ারি: আইপিএলের মঞ্চে গত 16 বছরে অসংখ্য শেষ বল থ্রিলার দেখেছে ভারতীয় ক্রিকেট অনুরাগীরা ৷ এবার সেই থ্রিলারের স্বাদ উইমেন্স প্রিমিয়ার লিগেও ৷ টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণের প্রথম ম্যাচ শেষ বলের থ্রিলার 4 উইকেটে জিতে নিল গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ৷ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে শেষ বলে ছয় মেরে টুর্নামেন্টের দুরন্ত সূচনা করলেন 28 বছরের সঞ্জীবন সঞ্জনা ৷ তবে, জয়ের ভিত গড়েছিলেন ওপেনার যশতিকা ভাটিয়া (57 রান) এবং ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর (55 রান) ৷
শুক্রবারের প্রথম ম্যাচে হরমনপ্রীত টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ৷ দিল্লি ক্যাপিটালস ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি ৷ প্রথম তিন ওভারে 1 উইকেট হারিয়ে মাত্র 6 রান তুলেছিল ৷ সেখান থেকে পাওয়ার-প্লের 6 ওভারে 26 রান তোলে দিল্লি ৷ শেফালি বর্মা (1) প্রথম ম্যাচে ব্যর্থ ৷ দিল্লির ক্যাপ্টেন ম্যাগ ল্যাননিং (31) এবং অলরাউন্ডার অ্যালিস ক্যাপসি (75) দিল্লির ইনিংস সামলান ৷ একসময় 140 রান তোলা যেখানে কঠিন বলে মনে হচ্ছিল, সেখানে দিল্লি 20 ওভার শেষে 5 উইকেট হারিয়ে 171 রান তোলে ৷
দিল্লির ইনিংসে বড় ভূমিকা নিয়েছেন, ভারতীয় মিডল-অর্ডার ব্যাটার জেমিমা রদ্রিগেজ (24 বলে 42 রান) ৷ 171 রান ডিফেন্ড করতে নেমে ডিসি শুরুটা ভালোই করেছিল ৷ হেইলি ম্যাথিউজ কোনও রান না করেই ফিরে যান ৷ কিন্তু, সেখান থেকে যশতিকা ভাটিয়া এবং ন্যাট সিভার-ব্রান্ট (19) এমআইয়ের ইনিংসের হাল ধরেন ৷ দু’জনে 50 রানের পার্টনারশিপ করেন ৷ এরপর হরমনপ্রীত কৌর ও যশতিকা 56 রানের পার্টনারশিপ এবং হরমন ও অ্যামলিয়া কের (24) মুম্বই ইন্ডিয়ান্স উইমেন্স দলের জয়ের রাস্তা তৈরি করেন ৷
কিন্তু, শেষ ওভারে 12 রান তাড়া করতে গিয়ে চাপে পড়ে যায় মুম্বই ৷ ব্যাটহাতে অ্যালিস ক্যাপসি দিল্লিকে ভরসা দেওয়ার পাশাপাশি, ব্রিটিশ অফস্পিনার শেষ ওভারের প্রথম বলেই পূজা বস্ত্রকারের উইকেট নেন ৷ এরপর আমনজোৎ কৌর দ্বিতীয় ও তৃতীয় বলে যথাক্রমে 2 ও 1 রান নেন ৷ ম্যাচের চতুর্থ বলে যখন হরমন স্ট্রাইকে আসেন তখন এমআইয়ের জয়ের জন্য 3 বলে 9 রান দরকার ৷ চতুর্থ বলে ডিপ-পয়েন্টের উপর দিয়ে বাউন্ডারি মারেন হরমন ৷ পরের বলে ছয় মেরে ম্যাচ শেষ করতে গিয়ে লং-অনের হাতে ক্যাচ দেন তিনি ৷
শেষ বলে 5 রান বাকি থাকা অবস্থায় ক্রিজে আসেন ডব্লিউপিএলে অভিষেক করা সঞ্জীবন সঞ্জনা ৷ দিল্লির ব্যাটিংয়ের সময় সঞ্জনা অ্যালিস ক্যাপসির সহজ ক্যাচ ফেলেছিলেন ৷ ফলে অভিষেক ম্যাচের চাপ তো ছিলই ৷ সেই ক্যাপসির বলেই স্টেপ-আউট করে লং-অনের উপর দিয়ে ছয় মেরে হিসাব মিটিয়ে দেন সঞ্জনা ৷ ম্যাচের সেরা হয়েছেন ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর ৷ আজ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে স্মৃতি মন্ধানার ব়য়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং অ্যালিসা হিলির উত্তরপ্রদেশ ওয়ারিয়র ৷
আরও পড়ুন: