মুম্বই, 14 এপ্রিল: 19 ওভারে 3 উইকেটের বিনিময়ে রানটা তখন 180 ৷ কিন্তু 20 ওভার পর রান একধাক্কায় পৌঁছল 206-এ ৷ যার কৃতিত্ব ফের একবার কেড়ে নিলেন 7 নম্বর জার্সি ৷ এর পিছনে ব্যক্তিক্ত কে তা হয়তো আলাদা করে আর বলতে হবে না ৷ 3 বলে করলেন 18 রান ৷ ইয়েলো ব্রিগেডের ত্রাস ধোনি হাঁকালেন পরপর তিনটি ছক্কা ৷ ওয়াংখেড়ে মুমবই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই তুলল 4 উইকেটের বিনিময়ে 206 রান ৷ এই রানের আরও দুই কারিগর হলেন রুতুরাজ গায়কোয়াড় ও শিবম দুবে ৷ তাঁদের অনবদ্য় ব্যাটিংয়ে ভর করে মুম্বই ইন্ডিয়ান্সকে চ্যালেঞ্জিং টার্গেট দিল চেন্নাই সুপার কিংস।
আজকের ওয়াংখেড়ের মাঠে দুই সফলতম দলের লড়াই চলছে ৷ ম্যাচের প্রথমার্ধ খানিকটা বুঝিয়ে দিল কতটা হাড্ডাহাড্ডি এই দ্বৈরথ। প্রথমে চেন্নাইয়ের রুতুরাজ গায়কোয়াড় ও শিবম দুবের অনবদ্য় ব্যাটিং ৷ এদিন চেন্নাই অধিনায়ক রুতুরাজের ইনিংস ছিল 69 রানের ৷ তাতে 5টি চার ও 5টি 6 ছিল ৷ সঙ্গে শিবম দুবের ব্যাট থেকে এসেছে 66 রান ৷ 10টি বাইন্ডারি ও 2টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি ৷ শেষে মাত্র 4 বলের জন্য হলেও ধোনি ধামাকা দেখল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম।
মাঠে নেমে পরপর 3 বলে 3টি ছয় মারেন ধোনি। শেষ বলে নেন 2 রান। 4 বলে 20 রানের ধোনি ঝড়ে তখন লণ্ডভণ্ড ওয়াংখেড়ে। শিবম দুবে অপরাজিত থাকেন 66 রানে। 20 ওভারে 4 উইকেট হারিয়ে 206 রান তোলে চেন্নাই সুপার কিংস। অন্যদিকে, মুম্বই বোলারদের মধ্যে দুটি উইকেট নেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৷ একটি করে উইকেট নেন জেরাল্ড কোয়েৎজি ও শেরয়স গোপাল ৷ বাকি কোনও বোলারাই এদিন চেন্নাই ব্যাটারদের সাজঘরে ফেরাতে পারেননি ৷
আরও পড়ুন: