ETV Bharat / sports

মেগা ম্যাচে মুম্বইয়ের সামনে গুজরাট, প্রত্যাবর্তনই লক্ষ্য ‘ঘরশত্রু’ পান্ডিয়ার - IPL 2024 - IPL 2024

Indian Premier League: উত্থান মুম্বই ইন্ডিয়ান্সের হাত ধরে ৷ যদিও হার্দিক পান্ডিয়া গুজরাতের ঘরের ছেলে ৷ অধিনায়ক হিসেবে দলকে চ্যাম্পিয়নও করেছেন ৷ রোহিত শর্মাকে সরিয়ে তাঁকেই ক্যাপ্টেন্সি সঁপেছে মুম্বই ৷ আইপিএলের মেগা ম্যাচে স্পটলাইটে পান্ডিয়া ব্রাদার্সের ছোট ভাই ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 24, 2024, 10:43 AM IST

Updated : Mar 24, 2024, 1:45 PM IST

মুম্বই, 24 মার্চ: হার্দিক পান্ডিয়া ৷ আইপিএলের সপ্তদশ সংস্করণের একমাত্র অধিনায়ক, যিনি ফ্র্যাঞ্চাইজি লিগের তাজ মাথায় পরেছেন ৷ কুড়ি-বিশের লড়াইয়ে এবার বিতর্কের যাবতীয় কেন্দ্রবিন্দুতেও তিনিই ৷ দেশকে বিশ্বকাপ ফাইনালে তোলা, মুম্বইকে পাঁচটি আইপিএল দেওয়া রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিয়েছে টুর্নামেন্টের সফলতম ফ্যাঞ্চাইজি ৷ তরুণ অধিনায়ক হিসেবে হার্দিকের উপর দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগও করতে চাইছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি ৷ যা মেনে নিতে পারেননি বেশিরভাগ সমর্থকই ৷

ফ্র্যাঞ্চাইজি জানিয়েছিল, তারা সিনিয়র ক্রিকেটার রোহিতকে ভবিষ্যতে মুম্বই ইন্ডিয়ান্সের পথপ্রদর্শক হিসেবে চাইছে ৷ তাঁর অভিজ্ঞতাকে মুম্বই ইন্ডিয়ান্সের সাফল্যে ব্যবহার করতে চাইছে ফ্র্যাঞ্চাইজি ৷ তবে, বিশ্বকাপে অসাধারণ পারফর্ম্যান্স করা রোহিতকে হঠাৎ করে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া অবশ্য অবাক করার মতো ঘটনা ৷ এমনকী ভারতীয় দলের বর্তমান অধিনায়ককে এভাবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া আইপিএলের ইতিহাসে প্রথম ৷

যাবতীয় বিতর্ক কাঁধে নিয়েই রবিবার ‘ঘরের’ মাঠে নামছেন হার্দিক ৷ প্রতিপক্ষ গুজরাত টাইটান্স ৷ যাদের পরপর দু’বার ফাইনালে তুলেছেন ৷ যদিও আইপিএলে অধিনায়ক হিসেবে অন্যতম সফল’কে বিশ্বাস করতে পারছেন না দলের সমর্থকরাই ৷ চোটপ্রবণ বলেও বদনাম রয়েছে ৷ ফলে সমস্ত কিছু দূরে ঠেলে প্রত্যাবর্তনে মরিয়া থাকবেন পান্ডিয়া ৷

আরেক ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে লখনউ সুপার জায়ান্ট ৷ দু’দলই প্রথম ম্যাচ জিতে টুর্নামেন্ট শুরু করতে মুখিয়ে রয়েছে ৷ কেএল রাহুল বনাম সঞ্জু স্যামসনের দ্বৈরথে শেষ হাসি কে হাসে, তাই দেখার ৷

আরও পড়ুন:

  1. স্টার্ক-কামিন্সের মঞ্চে উজ্জ্বল রানা-সুয়শ, হায়দরাবাদ 'বধ' করে অভিযান শুরু কলকাতার
  2. 'মৃত্যুঞ্জয়ী' ফিরলেন বাইশ গজে, ঋষভকে ব্যাট হাতে দেখে স্ট্যান্ডিং ওভেশন দর্শকদের
  3. আইপিএলের সবচেয়ে দামি জুটি, লড়াইয়ের আগে মোলাকাত দুই বিশ্বজয়ীর

মুম্বই, 24 মার্চ: হার্দিক পান্ডিয়া ৷ আইপিএলের সপ্তদশ সংস্করণের একমাত্র অধিনায়ক, যিনি ফ্র্যাঞ্চাইজি লিগের তাজ মাথায় পরেছেন ৷ কুড়ি-বিশের লড়াইয়ে এবার বিতর্কের যাবতীয় কেন্দ্রবিন্দুতেও তিনিই ৷ দেশকে বিশ্বকাপ ফাইনালে তোলা, মুম্বইকে পাঁচটি আইপিএল দেওয়া রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিয়েছে টুর্নামেন্টের সফলতম ফ্যাঞ্চাইজি ৷ তরুণ অধিনায়ক হিসেবে হার্দিকের উপর দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগও করতে চাইছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি ৷ যা মেনে নিতে পারেননি বেশিরভাগ সমর্থকই ৷

ফ্র্যাঞ্চাইজি জানিয়েছিল, তারা সিনিয়র ক্রিকেটার রোহিতকে ভবিষ্যতে মুম্বই ইন্ডিয়ান্সের পথপ্রদর্শক হিসেবে চাইছে ৷ তাঁর অভিজ্ঞতাকে মুম্বই ইন্ডিয়ান্সের সাফল্যে ব্যবহার করতে চাইছে ফ্র্যাঞ্চাইজি ৷ তবে, বিশ্বকাপে অসাধারণ পারফর্ম্যান্স করা রোহিতকে হঠাৎ করে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া অবশ্য অবাক করার মতো ঘটনা ৷ এমনকী ভারতীয় দলের বর্তমান অধিনায়ককে এভাবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া আইপিএলের ইতিহাসে প্রথম ৷

যাবতীয় বিতর্ক কাঁধে নিয়েই রবিবার ‘ঘরের’ মাঠে নামছেন হার্দিক ৷ প্রতিপক্ষ গুজরাত টাইটান্স ৷ যাদের পরপর দু’বার ফাইনালে তুলেছেন ৷ যদিও আইপিএলে অধিনায়ক হিসেবে অন্যতম সফল’কে বিশ্বাস করতে পারছেন না দলের সমর্থকরাই ৷ চোটপ্রবণ বলেও বদনাম রয়েছে ৷ ফলে সমস্ত কিছু দূরে ঠেলে প্রত্যাবর্তনে মরিয়া থাকবেন পান্ডিয়া ৷

আরেক ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে লখনউ সুপার জায়ান্ট ৷ দু’দলই প্রথম ম্যাচ জিতে টুর্নামেন্ট শুরু করতে মুখিয়ে রয়েছে ৷ কেএল রাহুল বনাম সঞ্জু স্যামসনের দ্বৈরথে শেষ হাসি কে হাসে, তাই দেখার ৷

আরও পড়ুন:

  1. স্টার্ক-কামিন্সের মঞ্চে উজ্জ্বল রানা-সুয়শ, হায়দরাবাদ 'বধ' করে অভিযান শুরু কলকাতার
  2. 'মৃত্যুঞ্জয়ী' ফিরলেন বাইশ গজে, ঋষভকে ব্যাট হাতে দেখে স্ট্যান্ডিং ওভেশন দর্শকদের
  3. আইপিএলের সবচেয়ে দামি জুটি, লড়াইয়ের আগে মোলাকাত দুই বিশ্বজয়ীর
Last Updated : Mar 24, 2024, 1:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.