ETV Bharat / sports

বাংলার বিপর্যয়ে ট্র্যাজিক হিরো সেই অনুষ্টুপ, প্রথম ইনিংসে মনোজরা পিছিয়ে 213 রানে - অনুষ্টুপ

Ranji Trophy 2024: মুম্বই প্রথমে ব্যাট করে 412 রান করেছিল। বাংলার ইনিংস শেষ হল 199 রানে। ঘরের মাঠে লজ্জার মুখে বাংলা। 213 রানে পিছিয়ে মনোজ তিওয়ারিরা। অনুষ্টুপ ছাড়া কেউ সেভাবে রান করতে পারেননি।

বাংলার বিপর্যয়ে ট্র্যাজিক হিরো সেই অনুষ্টুপ
Ranji Trophy 2024
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 3, 2024, 9:35 PM IST

কলকাতা, 3 ফেব্রুয়ারি: প্রতিবছর আজকের দিনে ফেব্রুয়ারি ফ্যাঙ্ক ওরেল-ডে অনুষ্ঠানের দিনটি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের মিলোনৎসবের দিন। অতীত বর্তমান ভবিষ্যতের কর্তারা আসেন। আনন্দ করেন। ক্রিকেটাররাও আসেন। মিলন মেলা ঘিরে একটা উৎসবের আবহ থাকে। কিন্তু মাঠের ছবিটা? সেখানে তো বাংলা খাবি খাচ্ছে। ইডেনে মুম্বইয়ের বিরুদ্ধে দ্বিতীয় দিনেই বাংলার আকাশে ইনিংস হারের ঘূর্ণাবর্ত। 412 রান তাড়া করতে নেমে বাংলা 199 রানে অলআউট। 213 রানে পিছিয়ে ফলো অন খেল বাংলা। বোলিং ফিল্ডিং এবং অনুষ্টুপ মজুমদার, মনোজ তিওয়ারিকে বাদ দিয়ে ব্যাটারদের দলগত ব্যর্থতায় বঙ্গ ক্রিকেটের অন্ধকারাচ্ছন্ন শনিবার।

6 উইকেটে 330 রান নিয়ে দিন শুরু করে মুম্বই 412 রানে শেষ। তানুষ কোটিয়ান 67, অথর্ব অঙ্কোলেকার 46, রয়েজস্টান দিয়াজের 47 মুম্বইকে 412 রানে পৌঁছে দেয়। প্রথম দিনে বাংলার বোলারদেরকে বুড়ো আঙুল দেখান মুম্বইয়ের টপ অর্ডার ব্যাটাররা। দ্বিতীয় দিনের শুরুতে লোয়ার অর্ডার ব্যাটাররাও হেলায় ঈশান পোড়েল থেকে শুরু করে মহম্মদ কাইফদের নিয়ে ছেলেখেলা করলেন। বিশেষ করে ঈশান পোড়েলকে রয়েজস্টান দিয়াজ যেভাবে ছক্কা হাঁকালেন তাতে বাংলার বোলারদের হতশ্রী ছবিটা সামনে আসে।

412 রান তাড়া করতে নেমে বিপর্যয়ে বাংলা। মাত্র 11 রানে সৌরভ পাল শ্রেয়াংশ ঘোষ সুদীপ ঘরামি ফিরে যান। তাঁদের ব্যর্থতাতেই ছিল অশনি সংকেত। এই অবস্থায় দলকে টেনে তোলার কাজটা শুরু করেন অনুষ্টুপ মজুমদার-মনোজ তিওয়াড়ি জুটি। মোট 78 রান আসে দু'জনের ব্যাট থেকে। এরপরই মনোজ তিওয়ারি 36 রানে আউট হন। ফ্র্যাঙ্ক ওরেল ডে অনুষ্টানে যোগ দিতে সস্ত্রীক এসেছিলেন অরুণলাল। তিনি মুম্বই বোলারদের নির্দিষ্ট লাইনে বল করে যাওয়ার প্রশংসা করছিলেন। বাংলার বোলারদেরও সেই চেষ্টা করা উচিত বলে মনে করেন। পাশাপাশি বাংলা একজন কম বোলার নিয়ে খেলছে বলে জানান।

89 রানে 4 উইকেট চলে যাওয়ার পরে বাংলাকে টানলেন অনুষ্টুপ মজুমদার। 127 বলে 108 রান তারমধ্যে 12টি বাউন্ডারি ও 3টি বিশাল ছক্কায় সাজানো অপরাজিত অনুষ্টুপের ইনিংস। সিএবির লোয়ার টায়ারে তখন উপস্থিত তাঁর স্ত্রী এবং পুত্র। তাঁরাও পুরো দৃশ্যপটটা উপভোগ করলেন। ইডেন ছাড়ার সময় অনুষ্টুপ বলেন, "আমাদের কমপ্লেক্সে ছেলের সঙ্গে একটা নাচ নেচেছিলাম। সেই স্টেপটাই করে দেখালাম।" কোচ লক্ষীরতন শুক্লা বলছেন, "ওর ইনিংস সবার কাছে অনুপ্রেরণার।" যা শুনে অনুষ্টুপ বলছেন, "আমার ইনিংস দেখে কেউ অনুপ্রাণিত হলে ভালো লাগবে।"

আরও পড়ুন:

  1. কনকাশন সাবের অপব্যবহার, টসে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ মনোজের
  2. বৃষ্টি কাঁটা সরিয়ে ঘরের মাঠে মুম্বই চ্যালেঞ্জ নিতে তৈরি মনোজরা
  3. অসম 'বধ' করে রঞ্জিতে বাংলার জয়ের সূর্যোদয়, অনুষ্টুপের প্রশংসায় মহারাজ

কলকাতা, 3 ফেব্রুয়ারি: প্রতিবছর আজকের দিনে ফেব্রুয়ারি ফ্যাঙ্ক ওরেল-ডে অনুষ্ঠানের দিনটি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের মিলোনৎসবের দিন। অতীত বর্তমান ভবিষ্যতের কর্তারা আসেন। আনন্দ করেন। ক্রিকেটাররাও আসেন। মিলন মেলা ঘিরে একটা উৎসবের আবহ থাকে। কিন্তু মাঠের ছবিটা? সেখানে তো বাংলা খাবি খাচ্ছে। ইডেনে মুম্বইয়ের বিরুদ্ধে দ্বিতীয় দিনেই বাংলার আকাশে ইনিংস হারের ঘূর্ণাবর্ত। 412 রান তাড়া করতে নেমে বাংলা 199 রানে অলআউট। 213 রানে পিছিয়ে ফলো অন খেল বাংলা। বোলিং ফিল্ডিং এবং অনুষ্টুপ মজুমদার, মনোজ তিওয়ারিকে বাদ দিয়ে ব্যাটারদের দলগত ব্যর্থতায় বঙ্গ ক্রিকেটের অন্ধকারাচ্ছন্ন শনিবার।

6 উইকেটে 330 রান নিয়ে দিন শুরু করে মুম্বই 412 রানে শেষ। তানুষ কোটিয়ান 67, অথর্ব অঙ্কোলেকার 46, রয়েজস্টান দিয়াজের 47 মুম্বইকে 412 রানে পৌঁছে দেয়। প্রথম দিনে বাংলার বোলারদেরকে বুড়ো আঙুল দেখান মুম্বইয়ের টপ অর্ডার ব্যাটাররা। দ্বিতীয় দিনের শুরুতে লোয়ার অর্ডার ব্যাটাররাও হেলায় ঈশান পোড়েল থেকে শুরু করে মহম্মদ কাইফদের নিয়ে ছেলেখেলা করলেন। বিশেষ করে ঈশান পোড়েলকে রয়েজস্টান দিয়াজ যেভাবে ছক্কা হাঁকালেন তাতে বাংলার বোলারদের হতশ্রী ছবিটা সামনে আসে।

412 রান তাড়া করতে নেমে বিপর্যয়ে বাংলা। মাত্র 11 রানে সৌরভ পাল শ্রেয়াংশ ঘোষ সুদীপ ঘরামি ফিরে যান। তাঁদের ব্যর্থতাতেই ছিল অশনি সংকেত। এই অবস্থায় দলকে টেনে তোলার কাজটা শুরু করেন অনুষ্টুপ মজুমদার-মনোজ তিওয়াড়ি জুটি। মোট 78 রান আসে দু'জনের ব্যাট থেকে। এরপরই মনোজ তিওয়ারি 36 রানে আউট হন। ফ্র্যাঙ্ক ওরেল ডে অনুষ্টানে যোগ দিতে সস্ত্রীক এসেছিলেন অরুণলাল। তিনি মুম্বই বোলারদের নির্দিষ্ট লাইনে বল করে যাওয়ার প্রশংসা করছিলেন। বাংলার বোলারদেরও সেই চেষ্টা করা উচিত বলে মনে করেন। পাশাপাশি বাংলা একজন কম বোলার নিয়ে খেলছে বলে জানান।

89 রানে 4 উইকেট চলে যাওয়ার পরে বাংলাকে টানলেন অনুষ্টুপ মজুমদার। 127 বলে 108 রান তারমধ্যে 12টি বাউন্ডারি ও 3টি বিশাল ছক্কায় সাজানো অপরাজিত অনুষ্টুপের ইনিংস। সিএবির লোয়ার টায়ারে তখন উপস্থিত তাঁর স্ত্রী এবং পুত্র। তাঁরাও পুরো দৃশ্যপটটা উপভোগ করলেন। ইডেন ছাড়ার সময় অনুষ্টুপ বলেন, "আমাদের কমপ্লেক্সে ছেলের সঙ্গে একটা নাচ নেচেছিলাম। সেই স্টেপটাই করে দেখালাম।" কোচ লক্ষীরতন শুক্লা বলছেন, "ওর ইনিংস সবার কাছে অনুপ্রেরণার।" যা শুনে অনুষ্টুপ বলছেন, "আমার ইনিংস দেখে কেউ অনুপ্রাণিত হলে ভালো লাগবে।"

আরও পড়ুন:

  1. কনকাশন সাবের অপব্যবহার, টসে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ মনোজের
  2. বৃষ্টি কাঁটা সরিয়ে ঘরের মাঠে মুম্বই চ্যালেঞ্জ নিতে তৈরি মনোজরা
  3. অসম 'বধ' করে রঞ্জিতে বাংলার জয়ের সূর্যোদয়, অনুষ্টুপের প্রশংসায় মহারাজ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.