ETV Bharat / sports

বিশ্বসেরা রোহিতদের অভিনন্দন, মৌনতা ভেঙে ধোনি বললেন, ‘এই জয় জন্মদিনের উপহার’ - MS Dhoni

MS Dhoni's Special Post on India Won T20 World Cup 2024: আমেদাবাদের শাপমুক্তি হয়েছে বার্বাডোজে ৷ 2023 ওডিআই বিশ্বকাপে ভারতসেরা হতে পারেনি রোহিত ব্রিগেড ৷ কিন্তু গতকাল, শনিবার বার্বাডোজের মাটিতে 17 বছর পর ভারত টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে ৷ টিম ইন্ডিয়ার এই জয়ে উপচে পড়ছে শুভেচ্ছাবার্তা। বিশ্বসেরা ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন 2007 ও 2011 ওয়ার্ল্ড কাপজয়ী অধিনায়ক ধোনি ৷

MS Dhoni's Special Post on India Won T20 World Cup 2024
দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক (বিসিসিআই এক্স)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 30, 2024, 1:11 PM IST

রাঁচি, 30 জুন: 2007 সালে টি-20 বিশ্বকাপের উদ্বোধনী সংস্করণেই ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি ৷ তারপর কেটেছে 17টি বছর ৷ গতকাল বার্বাডোজের মাটিতে বিশ্বসেরা হয়েছে ‘রোহিত অ্যান্ড কোম্পানি’ ৷ ট্রফির খরা কাটিয়ে 17 বছর পর ভারত দ্বিতীয়বার টি-20 বিশ্বকাপের শিরোপা জিতল। ‘এই জয় জন্মদিনের উপহার’, বিশ্বসেরা ভারতীয় দলকে অভিনন্দন জানিয়ে এমনটাই বললেন ওয়ার্ল্ডকাপজয়ী ধোনি ৷

ভারতের এই সাফল্যের পর ধোনি ইনস্টাগ্রামে উচ্ছ্বাস প্রকাশ করে অভিনন্দন জানিয়েছেন রোহিত শর্মা ব্রিগেডকে। টিম ইন্ডিয়ার সেলিব্রেশনের ছবি দিয়ে প্রাক্তন ভারত অধিনায়ক লিখেছেন, "ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নস 2024 ৷ আমার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল ৷ তোমরা নিজেদের সংযত করে, বিশ্বাস রেখে যা করেছ, তা আশ্চর্যজনক। ভারত এবং বিশ্বের প্রতিটি কোণে বসবাসকারী ভারতীয়দের জন্য বিশ্বকাপ ঘরে আনার জন্য তোমাদের অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা ।"

এরপরই ক্যাপ্টেন কুলের সংযোজন, "আরে… জন্মদিনের এই বিশেষ উপহারের জন্যও ধন্যবাদ।" উল্লেখ্য, আগামী 7 জুলাই ধোনি 43 বছর বয়সে পা-দেবেন। প্রাক্তন ভারত অধিনায়ক টিম ইন্ডিয়ার সাফল্যকে জন্মদিনের অগ্রিম উপহার হিসেবে ধরে নিয়েছেন। 2007-এ ভারত প্ৰথম টি-20 ওয়ার্ল্ড কাপের খেতাব জিতেছিল। তারপর কুড়ি বিশের বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হল দ্বিতীয়বার। মাঝে 2011 ওডিআই বিশ্বকাপ জেতে ধোনির দল ৷ আর গতকাল 13 বছর পর এটা ভারতের কোনও ফরম্যাটে বিশ্বকাপ জয়। গত একবছরে ভারত দু-দু'বার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং ওয়ান-ডে বিশ্বকাপের ফাইনালে উঠেও পরাস্ত হয়েছে।

প্রসঙ্গত, মাহি বরাবরই খামোশ ৷ গতবছর ওডিআই বিশ্বকাপে ভারতের টানা জয়ের সাফল্য ও ফাইনালে ভারত সেরা না-হতে পারলেও কোনওরকম মুখ খোলেননি ক্যাপ্টেন কুল ৷ কিন্তু গতকাল ভারতীয় দল বিশ্বসেরা হওয়ার পর মৌনতা ভাঙলেন মাহি ৷ সোশাল মিডিয়ায় তাঁর এহেন পোস্ট নিয়ে নেটাগরিকরা বলছেন, ধোনিরও হৃদস্পন্দন বাড়ে ৷

রাঁচি, 30 জুন: 2007 সালে টি-20 বিশ্বকাপের উদ্বোধনী সংস্করণেই ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি ৷ তারপর কেটেছে 17টি বছর ৷ গতকাল বার্বাডোজের মাটিতে বিশ্বসেরা হয়েছে ‘রোহিত অ্যান্ড কোম্পানি’ ৷ ট্রফির খরা কাটিয়ে 17 বছর পর ভারত দ্বিতীয়বার টি-20 বিশ্বকাপের শিরোপা জিতল। ‘এই জয় জন্মদিনের উপহার’, বিশ্বসেরা ভারতীয় দলকে অভিনন্দন জানিয়ে এমনটাই বললেন ওয়ার্ল্ডকাপজয়ী ধোনি ৷

ভারতের এই সাফল্যের পর ধোনি ইনস্টাগ্রামে উচ্ছ্বাস প্রকাশ করে অভিনন্দন জানিয়েছেন রোহিত শর্মা ব্রিগেডকে। টিম ইন্ডিয়ার সেলিব্রেশনের ছবি দিয়ে প্রাক্তন ভারত অধিনায়ক লিখেছেন, "ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নস 2024 ৷ আমার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল ৷ তোমরা নিজেদের সংযত করে, বিশ্বাস রেখে যা করেছ, তা আশ্চর্যজনক। ভারত এবং বিশ্বের প্রতিটি কোণে বসবাসকারী ভারতীয়দের জন্য বিশ্বকাপ ঘরে আনার জন্য তোমাদের অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা ।"

এরপরই ক্যাপ্টেন কুলের সংযোজন, "আরে… জন্মদিনের এই বিশেষ উপহারের জন্যও ধন্যবাদ।" উল্লেখ্য, আগামী 7 জুলাই ধোনি 43 বছর বয়সে পা-দেবেন। প্রাক্তন ভারত অধিনায়ক টিম ইন্ডিয়ার সাফল্যকে জন্মদিনের অগ্রিম উপহার হিসেবে ধরে নিয়েছেন। 2007-এ ভারত প্ৰথম টি-20 ওয়ার্ল্ড কাপের খেতাব জিতেছিল। তারপর কুড়ি বিশের বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হল দ্বিতীয়বার। মাঝে 2011 ওডিআই বিশ্বকাপ জেতে ধোনির দল ৷ আর গতকাল 13 বছর পর এটা ভারতের কোনও ফরম্যাটে বিশ্বকাপ জয়। গত একবছরে ভারত দু-দু'বার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং ওয়ান-ডে বিশ্বকাপের ফাইনালে উঠেও পরাস্ত হয়েছে।

প্রসঙ্গত, মাহি বরাবরই খামোশ ৷ গতবছর ওডিআই বিশ্বকাপে ভারতের টানা জয়ের সাফল্য ও ফাইনালে ভারত সেরা না-হতে পারলেও কোনওরকম মুখ খোলেননি ক্যাপ্টেন কুল ৷ কিন্তু গতকাল ভারতীয় দল বিশ্বসেরা হওয়ার পর মৌনতা ভাঙলেন মাহি ৷ সোশাল মিডিয়ায় তাঁর এহেন পোস্ট নিয়ে নেটাগরিকরা বলছেন, ধোনিরও হৃদস্পন্দন বাড়ে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.