ETV Bharat / sports

নাইট পেসার-সহ কয়েকজন নেট বোলার চেন্নাইয়ে ভারতীয় শিবিরে, রহস্যটা কী? - BANGLADESH TOUR OF INDIA - BANGLADESH TOUR OF INDIA

MORKEL CALLS KKR PACER AS A NET BOWLER: বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে কয়েকজন নেট পেসারকে চেন্নাইকে ডেকে পাঠালেন মর্নে মর্কেল ৷ সেখানে যেমন বেশ কয়েকজন স্পিনার রয়েছেন, তেমনই রয়েছেন নাইট ক্রিকেটার-সহ কয়েজন পেসারও ৷

INDIAN CRICKET TEAM IN PRACTICE
মর্কেলের অধীনে প্রস্তুতিতে ভারতীয় দল (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 14, 2024, 6:39 PM IST

চেন্নাই, 14 সেপ্টেম্বর: চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়াম ক্রিকেট অনুরাগীদের কাছে পরিচিত চিপক নামে ৷ আর চিপকের পরিচিতি তার স্পিনবান্ধব বাইশ গজের জন্য ৷ স্পিনবান্ধব চিপকে স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট ৷ ইতিমধ্যেই মেরিনা বিচের শহরে প্রস্তুতি শুরু করে দিয়েছে গৌতম গম্ভীর অ্যান্ড কোম্পানি ৷ মজার বিষয় হল স্পিনার এবং পেসার মিলিয়ে চেন্নাইয়ে ভারতীয় শিবিরে দেখা মিলছে একাধিক নেট বোলারের ৷ তাই ভারত-বাংলাদেশ প্রথম টেস্টের বাইশ গজ কেমন হবে, তা নিয়ে দানা বেঁধেছে রহস্য ৷

ভারতের নয়া বোলিং কোচ মর্নি মর্কেলের আসন্ন বাংলাদেশ সিরিজে প্রথম পরীক্ষা ৷ তার আগে ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, চেন্নাইয়ে ভারতীয় স্পিন এবং পেস বোলাররা অনুশীলনের জন্য দু'টি ভিন্ন পিচ ব্যবহার করছেন ৷ সেইসঙ্গে একাধিক বোলারকে ডাকা হয়েছে নেটে ৷ সেখানে যেমন নাইট পেসার বৈভব অরোরা, অর্পিত গুলেরিয়া, সিমরজিৎ সিং, যুধবীর সিংদের মত পেসারদের ডাকা হয়েছে; তেমনই দেখা মিলছে এস অজিত রাম, এম সিদ্ধার্থ, পি ভিগনেশদের মত স্পিনারদের ৷

তাই একঝলকে দেখে বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন প্রথম টেস্টে ভারতের পিচ স্ট্র্যাটেজি কী হতে চলেছে, তা একেবারেই বোঝা মুশকিল ৷ পাকিস্তানকে তাদের মাটিতে 2-0 ব্যবধানে হারিয়ে এদেশে দু'ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসছে ৷ ফলত আত্মবিশ্বাসী টাইগারদের বিরুদ্ধে আস্তিনের তাস কি কোনওভাবে লুকিয়ে রাখছেন গম্ভীর-মর্কেলরা, উত্তর দেবে সময় ৷

নেটবোলারদের ডাকা হলেও চুটিয়ে অনুশীলন করছেন ভারতীয় বোলিং বিভাগের দিগগজরাও ৷ স্পিন বিভাগে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্য়াটেলের সঙ্গে পেস বিভাগে রয়েছেন জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজরা ৷ বাংলাদেশের বিরুদ্ধে স্কোয়াডে ডাক পাওয়া যশ দয়ালও রয়েছেন ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ দিয়েই শুরু হচ্ছে ভারতের 10টি টেস্ট খেলার যাত্রা ৷ এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনম্য়াচের সিরিজ খেলবেন রোহিতরা ৷ তারপর বছরের শেষ ভারত অজিভূমে উড়ে যাবে বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে ৷

চেন্নাই, 14 সেপ্টেম্বর: চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়াম ক্রিকেট অনুরাগীদের কাছে পরিচিত চিপক নামে ৷ আর চিপকের পরিচিতি তার স্পিনবান্ধব বাইশ গজের জন্য ৷ স্পিনবান্ধব চিপকে স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট ৷ ইতিমধ্যেই মেরিনা বিচের শহরে প্রস্তুতি শুরু করে দিয়েছে গৌতম গম্ভীর অ্যান্ড কোম্পানি ৷ মজার বিষয় হল স্পিনার এবং পেসার মিলিয়ে চেন্নাইয়ে ভারতীয় শিবিরে দেখা মিলছে একাধিক নেট বোলারের ৷ তাই ভারত-বাংলাদেশ প্রথম টেস্টের বাইশ গজ কেমন হবে, তা নিয়ে দানা বেঁধেছে রহস্য ৷

ভারতের নয়া বোলিং কোচ মর্নি মর্কেলের আসন্ন বাংলাদেশ সিরিজে প্রথম পরীক্ষা ৷ তার আগে ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, চেন্নাইয়ে ভারতীয় স্পিন এবং পেস বোলাররা অনুশীলনের জন্য দু'টি ভিন্ন পিচ ব্যবহার করছেন ৷ সেইসঙ্গে একাধিক বোলারকে ডাকা হয়েছে নেটে ৷ সেখানে যেমন নাইট পেসার বৈভব অরোরা, অর্পিত গুলেরিয়া, সিমরজিৎ সিং, যুধবীর সিংদের মত পেসারদের ডাকা হয়েছে; তেমনই দেখা মিলছে এস অজিত রাম, এম সিদ্ধার্থ, পি ভিগনেশদের মত স্পিনারদের ৷

তাই একঝলকে দেখে বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন প্রথম টেস্টে ভারতের পিচ স্ট্র্যাটেজি কী হতে চলেছে, তা একেবারেই বোঝা মুশকিল ৷ পাকিস্তানকে তাদের মাটিতে 2-0 ব্যবধানে হারিয়ে এদেশে দু'ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসছে ৷ ফলত আত্মবিশ্বাসী টাইগারদের বিরুদ্ধে আস্তিনের তাস কি কোনওভাবে লুকিয়ে রাখছেন গম্ভীর-মর্কেলরা, উত্তর দেবে সময় ৷

নেটবোলারদের ডাকা হলেও চুটিয়ে অনুশীলন করছেন ভারতীয় বোলিং বিভাগের দিগগজরাও ৷ স্পিন বিভাগে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্য়াটেলের সঙ্গে পেস বিভাগে রয়েছেন জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজরা ৷ বাংলাদেশের বিরুদ্ধে স্কোয়াডে ডাক পাওয়া যশ দয়ালও রয়েছেন ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ দিয়েই শুরু হচ্ছে ভারতের 10টি টেস্ট খেলার যাত্রা ৷ এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনম্য়াচের সিরিজ খেলবেন রোহিতরা ৷ তারপর বছরের শেষ ভারত অজিভূমে উড়ে যাবে বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.