কলকাতা, 21 জুন: জন্মের তিন বছর আগে পঞ্জাব থেকে ইংল্যান্ডের লিউটনে চলে গিয়েছিলেন বাবা-মা ৷ ফলে ‘থ্রি লায়ন্সে’র জার্সি পরে খেললেও তাঁর ভারত-যোগ প্রবল ৷ ইংল্যান্ডের হয়ে 50টি টেস্ট খেলা মন্টি পানেসরের পাঁচদিনের ক্রিকেটে অভিষেকও ভারতের বিপক্ষেই, নাগপুরে ৷ এবার সুযোগ পেলে ভারতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হওয়ার ইচ্ছেপ্রকাশ করলেন বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার ।
ইডেনে বেঙ্গল প্রো টি-20 লিগের ধারাভাষ্য দেওয়ার কাজে এসেছেন । খেলা এবং পারিবারিক সূত্রে ভারতের সঙ্গে যোগ রয়েছে । হিন্দি যথেষ্ট সাবলীলভাবে বলতে পারেন । বেঙ্গল প্রো টি-20 লিগ বাংলা ক্রিকেটের উন্নতিতে সাহায্য করবে বলে মনে করেন । কলকাতায় থাকলেও নিয়মিত টি-20 বিশ্বকাপ দেখছেন । ইংল্যান্ড ভালো খেলায় খুশি । ‘জোস বাটলার অ্যান্ড কোং’ শেষ চারে যাবে বলে মনে করেন তিনি । তবে ভারত এবং অস্ট্রেলিয়া যে বিশ্ব ক্রিকেটে দাপট দেখাচ্ছে সে ব্যাপারেও একমত পানেসর ।
কোহলি-রোহিত পরবর্তী সময়ে ভারতীয় ক্রিকেট যোগ্য হাতে থাকবে বলেই মনে করেন ইংল্যান্ডের প্রাক্তন বোলার । তবে জসপ্রীত বুমরাকে খোলা মনে বোলিং করতে দেওয়া উচিত ৷ ইংল্যান্ডকে সমর্থন করলেও কোহলি-রোহিতদের শেষটা বিশ্বকাপ হাতে তুলে হওয়া উচিত । পাশাপাশি কোহলি বড় ম্যাচে রানে ফিরবে বলে বিশ্বাস করেন পানেসর ।
চলতি টি-20 বিশ্বকাপের পরই শেষ হতে চলছে ভারতীয় ক্রিকেটের 'দ্রাবিড়ীয়' যুগ ৷ অর্থাৎ, ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ সম্পূর্ণ হতে চলেছে ৷ পরবর্তী রোহিত-বিরাটদের হেড স্যর কে হবেন, তা নিয়ে বিস্তর জল্পনা চলেছে ৷