ETV Bharat / sports

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা, সৌরভ-সচিনের হস্তক্ষেপ চেয়ে হুঁশিয়ারি পাক ক্রিকেটারের - MOIN KHAN ON CT 2025 - MOIN KHAN ON CT 2025

MOIN URGES SACHIN-SOURAV: ভারতীয় ক্রিকেট বোর্ডের উচিত রাজনীতি ভুলে ভারতীয় দলকে পাকিস্তানে খেলতে পাঠানো ৷ আর এ ব্যাপারে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারদের হস্তক্ষেপ দাবি করলেন মইন খান ৷ কী বললেন তিনি?

MOIN URGES SACHIN SOURAV
সৌরভ সচিনের হস্তক্ষেপের দাবি মইনের (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 15, 2024, 3:32 PM IST

লাহোর, 15 সেপ্টেম্বর: চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 যত এগিয়ে আসছে, ভারতের অংশগ্রহণ নিয়ে উদ্বেগ আরও জোরালো হচ্ছে ৷ জয় শাহ আইসিসি চেয়ারম্যান হিসেবে সরকারিভাবে দায়িত্ব নেওয়ার পর ঘটনাপ্রবাহ কোন দিকে এগোয়, তা দেখার অপেক্ষায় অনুরাগীরা ৷ এমতাবস্থায় ভারতীয় ক্রিকেট বোর্ডকে রাজনীতি থেকে বেরিয়ে এসে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আর্জি জানালেন মইন খান ৷

শুধু তাই নয় ৷ সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মত প্রাক্তন ক্রিকেটারদের বিষয়টিতে হস্তক্ষেপ করতে বললেন প্রাক্তন উইকেটরক্ষক ৷ এ ব্যাপারে পাক ক্রিকেট বোর্ডকেও কঠোর পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন মইন ৷ ক্রিকেট পাকিস্তানকে পাক কিংবদন্তি বলেন, "সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, কপিল দেব, রাহুল দ্রাবিড়ের মত প্রাক্তন ভারতীয় ক্রিকেটারদের বোর্ডকে বলা উচিত ক্রিকেটকে রাজনীতি থেকে দূরে রাখতে ৷ রাজনৈতিক কারণে ক্রিকেটে কোনওপ্রকার বাধা আসা কাম্য নয় ৷ অনুরাগীরা ভারত-পাকিস্তান ম্য়াচ দেখতে চায় ৷ এতে (ভারত পাকিস্তানে খেলতে আসলে) পাকিস্তানের শুধু নয়, ক্রিকেটের জন্য উপকার হবে ৷"

আইসিসি'কেও এব্যাপারে নজর দেওয়ার কথা বলেছেন মইন ৷ তাঁর কথায়, "ভারত আইসিসি'কে দেওয়া তাদের প্রতিশ্রুতিকে সম্মান করতে বাধ্য ৷" কিন্তু শেষমেশ ভারত যদি খেলতে না-যায়, সেক্ষেত্রে পাক বোর্ডকে হুঁশিয়ারির সুরে কড়া পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন মইন ৷ তিনি বলেন, "ভারত যদি তারপরেও না আসে তাহলে পাকিস্তানেরও ভেবে দেখা উচিত পরবর্তীতে ভারতের মাটিতে কোনও ইভেন্টে অংশগ্রহণের ব্যাপারে ৷"

আগামী বছর ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ৷ কিন্তু ভারত যেহেতু 2006 সালের পর থেকে সেদেশে খেলতে যায়নি, তাই ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণের বিষয়ে জটিলতা জারি রয়েছে ৷ ভারতের জন্য টুর্নামেন্ট হাইব্রিড মডেলে যেতে পারে বলেও মনে করা হচ্ছে ৷ যদিও পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি দিনকয়েক আগে আশ্বাসের সুরে জানিয়েছিলেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে তাঁদের যোগাযোগ নিয়মিত রয়েছে এ ব্যাপারে ৷

লাহোর, 15 সেপ্টেম্বর: চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 যত এগিয়ে আসছে, ভারতের অংশগ্রহণ নিয়ে উদ্বেগ আরও জোরালো হচ্ছে ৷ জয় শাহ আইসিসি চেয়ারম্যান হিসেবে সরকারিভাবে দায়িত্ব নেওয়ার পর ঘটনাপ্রবাহ কোন দিকে এগোয়, তা দেখার অপেক্ষায় অনুরাগীরা ৷ এমতাবস্থায় ভারতীয় ক্রিকেট বোর্ডকে রাজনীতি থেকে বেরিয়ে এসে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আর্জি জানালেন মইন খান ৷

শুধু তাই নয় ৷ সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মত প্রাক্তন ক্রিকেটারদের বিষয়টিতে হস্তক্ষেপ করতে বললেন প্রাক্তন উইকেটরক্ষক ৷ এ ব্যাপারে পাক ক্রিকেট বোর্ডকেও কঠোর পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন মইন ৷ ক্রিকেট পাকিস্তানকে পাক কিংবদন্তি বলেন, "সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, কপিল দেব, রাহুল দ্রাবিড়ের মত প্রাক্তন ভারতীয় ক্রিকেটারদের বোর্ডকে বলা উচিত ক্রিকেটকে রাজনীতি থেকে দূরে রাখতে ৷ রাজনৈতিক কারণে ক্রিকেটে কোনওপ্রকার বাধা আসা কাম্য নয় ৷ অনুরাগীরা ভারত-পাকিস্তান ম্য়াচ দেখতে চায় ৷ এতে (ভারত পাকিস্তানে খেলতে আসলে) পাকিস্তানের শুধু নয়, ক্রিকেটের জন্য উপকার হবে ৷"

আইসিসি'কেও এব্যাপারে নজর দেওয়ার কথা বলেছেন মইন ৷ তাঁর কথায়, "ভারত আইসিসি'কে দেওয়া তাদের প্রতিশ্রুতিকে সম্মান করতে বাধ্য ৷" কিন্তু শেষমেশ ভারত যদি খেলতে না-যায়, সেক্ষেত্রে পাক বোর্ডকে হুঁশিয়ারির সুরে কড়া পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন মইন ৷ তিনি বলেন, "ভারত যদি তারপরেও না আসে তাহলে পাকিস্তানেরও ভেবে দেখা উচিত পরবর্তীতে ভারতের মাটিতে কোনও ইভেন্টে অংশগ্রহণের ব্যাপারে ৷"

আগামী বছর ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ৷ কিন্তু ভারত যেহেতু 2006 সালের পর থেকে সেদেশে খেলতে যায়নি, তাই ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণের বিষয়ে জটিলতা জারি রয়েছে ৷ ভারতের জন্য টুর্নামেন্ট হাইব্রিড মডেলে যেতে পারে বলেও মনে করা হচ্ছে ৷ যদিও পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি দিনকয়েক আগে আশ্বাসের সুরে জানিয়েছিলেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে তাঁদের যোগাযোগ নিয়মিত রয়েছে এ ব্যাপারে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.