কলকাতা, 28 জুলাই: কলকাতায় পা-দিয়েই মোহনবাগান ক্লাবে চলে এলেন হোসে মোলিনা। সোমবার, 29 জুলাই মোহনবাগান দিবসে সবুজ-মেরুন শিবিরের সিনিয়র দল প্র্যাকটিস শুরু করছে। ইতিমধ্যেই ভারতীয় ফুটবলার এবং বিদেশি ফুটবলাররা কলকাতায় পা-রাখতে শুরু করেছেন। কোচ হোসে মোলিনা তাঁর সহকারীদের নিয়ে রবিবার দুপুরে মোহনবাগান ক্লাব তাঁবু ঘুরে দেখেন।
এর আগে সবুজ-মেরুন জার্সির হয়ে কাজ করলেও ক্লাব তাঁবুতে পা-দিলেন প্রথমবার। সেখানকার পরিকাঠামো দেখে বুঝে নেওয়ার চেষ্টা করলেন। যাতে ডুরান্ড কাপ-সহ মরশুমের বাকি টুর্নামেন্টগুলোতে পরিকাঠামোগত অসুবিধায় পড়তে না-হয়। মোহনবাগান দিবসে সিনিয়র দলের অনুশীলন শুরু যা অতীতে হয়নি। নতুন মরশুমে মোহনবাগান ক্লাব সম্পর্কে তাদের ফুটবলারদের সামনে ধারণা তুলে ধরার চেষ্টায় সবুজ-মেরুনের সাবেক কর্তারা।
সচিব দেবাশিস দত্ত বলেন, "মোহনবাগান দিবসে একটি পদযাত্রা শুরু হবে উত্তর কলকাতার মোহনবাগান লেন থেকে। তা ছুঁয়ে আসবে মধ্য কলকাতার একটি মোহনবাগান স্মৃতি বিজরিত অঞ্চলকে। সেখানে রবিবার কলকাতা পৌরসভার 48 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে'র উদ্যোগে অমর একাদশের একটি নতুন মূর্তি স্থাপিত হয়েছে। পদযাত্রায় একটি প্রজ্বলিত মশাল থাকছে। সেই পবিত্র মশালটি ক্লাবে পৌঁছলে আমাদের হেড কোচ মোলিনা এবং কয়েকজন ফুটবলার গ্রহণ করবেন।"
তিনি আরও বলেন, "তারপর সেই মশালটি দিয়ে ক্লাবে যে অমর একাদশের মূর্তি রয়েছে তার পাশে আরও একটি মশাল জ্বালানো হবে। সেই মশালটি সারাদিন জ্বলবে। মোহনবাগান ক্লাব যে ক্লাব নয় প্রতিষ্ঠান এবং তাঁর সুদীর্ঘ ইতিহাস রয়েছে তার সঙ্গে পরিচয় করাতেই এই পরিকল্পনা সাজানো হয়েছে।" প্রতিবছরের মতো এই বছরেও দুপুরে প্রাক্তন ফুটবলাররা একটি প্রীতি ম্যাচ খেলবেন। তার জন্য সারা দেশ থেকে ফুটবলাররা আসছেন। ভিক্টর অমলরাজ এবং সৈয়দ নইমুদ্দিন রবিবার বিকেলেই চলে এসেছেন।
মোহনবাগান রত্ন সম্মান পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বিকেল বেলা থেকে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন বাগান সচিব। সব মিলিয়ে নতুন মরশুম নতুনভাবে ইতিহাস ও আধুনিকতার মেলবন্ধনে মিলিয়ে দিতে জমজমাট উদ্যোগ গোষ্ঠপাল সরণিতে।