ETV Bharat / sports

যুবভারতীতে আজ 'ফাইনাল', মুম্বই কাঁটা সরিয়ে প্রথম আইএসএল শিল্ড জয়ে চোখ বাগানের - ISL 2024 - ISL 2024

Mohun Bagan VS Mumbai City FC: আজ আইএসএলে মুম্বইয়ের মুখোমুখি মোহনবাগান ৷ দু'পয়েন্টের ব্যবধান টপকে অধরা স্বপ্নপূরণে মরিয়া হাবাসের ছেলেরা ৷

মোহনবাগান , Mohun Bagan
মোহনবাগান ও হাবাস
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 15, 2024, 8:45 AM IST

কলকাতা, 15 এপ্রিল: অলক্ষ্যে ঘুঁটি সাজিয়ে চলেছেন বাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস । শরীরটা একটু সুস্থ হতেই প্র্যাকটিসে নেমে পড়েছেন। প্রথমে সাইডলাইনে চেয়ারে বসেছিলেন। কিন্তু বসে থাকলেই তো হবে না, অস্থির মন এবং তাগিদ দিমিত্রি-কামিংসদের পাশে যেতে বাধ্য করল । সোমবার মুম্বই সিটি এফসি'র বিরুদ্ধে ম্যাচ ইতিহাসে স্থান করে নেওয়ার ম্যাচ। স্বপ্নপূরণের ম্যাচ । দুই পয়েন্টের ব্যবধান টপকে অধরা স্বপ্নপূরণে মরিয়া সবুজ মেরুন।

স্বাভাবিকভাবেই লিগ শিল্ড খেতাব ঘরে তুলতে হাতে-কলমে ছক কষতে একটু সুস্থ হতেই মাঠে নেমে পড়লেন হাবাস । অনুশীলন করানোর পাশাপাশি ফুটবলারদের হাতে ধরে ভুল শুধরে দিলেন । সোমবার ডাগ আউটেও বসবেন তিনি । আন্তোনিও লোপেজ হাবাসের উপস্থিতি বদলে দিতে পারে একটা গোটা ম্যাচের ছবি । তাঁর উপস্থিতি যেমন সবুজ-মেরুন ফুটবলারদের মনোবল বাড়াবে, তেমনই বাগান জনতার মুখে হাসি ফোটাবে । আবার বিপক্ষ দলের ত্রাসের কারণও হয়ে উঠবেন তিনি । কারণ তাঁর নাম যে আন্তোনিও লোপেজ হাবাস।

সাংবাদিক সম্মেলনে হাবাস যোগ দেননি ৷ বদলে এসেছিলেন ডেপুটি ম্যানুয়েল । তিনি বলেন, "ঘরের মাঠে পঞ্চাশ হাজার দর্শকের সামনে আমরাই সেরা ।" বিপক্ষ দলের বিপিন, ছাংতেদের নিয়ে ভাবছেন না তিনি । তার বদলে তিনি ভাবছেন কীভাবে মুম্বইয়ের দুর্ভেদ্য রক্ষণে ফাটল ধরানো যায় । "ওদের কাছে ম্যাচটা অনেক সহজ। কারণ ওদের দরকার মাত্র এক পয়েন্ট । তবে ঘরের মাঠে আমাদের হারানো সহজ হবে না । আমাদের কাছে মাস্ট উইন ম্যাচ," বলছেন ম্যানুয়েল। তাঁর পাশে বসে জনি কাউকো বলেন, "হেড কোচ হাবাসের জন্যই আমরা এই ম্যাচটা জিততে চাই । আমরা নিজেদের সেরাটা ছাপিয়ে যেতে প্রস্তুত ।"

হাবাস এই দলের দায়িত্ব নেওয়ার পর একটা অঙ্ক কষা শুরু করেছিলেন । সেই অঙ্কটা আইএসএল লিগ শিল্ড জয়ের অঙ্ক । আর সেই অঙ্কের শেষ ধাপে এসে অঙ্কটা মিলিয়ে দিতে চাইছেন তিনি । হারের হ্যাটট্রিক করা একটা দল তখন প্রায় কোণঠাসা । দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। সেখান থেকেই হাবাসের টোটকায় পরিস্থিতি বদলে যায় । তাঁর তত্ত্বাবধানে অশ্বমেধের ঘোড়ার মতো দৌড়েছে মোহনবাগান । হাবাস ডাগ আউট থেকে সরতেই পয়েন্ট খুইয়েছে মোহনবাগান । যদিও হাবাসের ডেপুটি পরিস্থিতি ঘুরিয়েছেন । মূল্যবান ছয়টি পয়েন্ট এনে দিয়েছেন । তবে হাবাসের উপস্থিতি পার্থক্য গড়ে দেয় এবং সেটা ইতিমধ্যেই প্রমাণিত । তাই যুবভারতী ক্রীড়াঙ্গনে স্বপ্নপূরণে হাবাসেই কি আস্থা ? মোহনবাগান কি সুপার জায়ান্ট হতে পারবে ? উত্তর দেবে সময়, অপেক্ষায় প্রহর গুনছে অগণিত সবুজ মেরুন জনতা ।

আরও পড়ুন :

  1. সুপার কাপ সেরা স্মৃতি, নতুন মরশুমে ঘুরে দাঁড়ানোর আশ্বাস কুয়াদ্রাতের
  2. দলের ভিতরের খবর না-পেলেও আক্ষেপ নেই, মোহনবাগানের বারপুজোয় এসে মন্তব্য টুটু বসুর
  3. ‘তৃতীয় বর্ষে পা’, বাগানের বারপুজোর আমন্ত্রণপত্রের বয়ান ঘিরে বিতর্ক

কলকাতা, 15 এপ্রিল: অলক্ষ্যে ঘুঁটি সাজিয়ে চলেছেন বাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস । শরীরটা একটু সুস্থ হতেই প্র্যাকটিসে নেমে পড়েছেন। প্রথমে সাইডলাইনে চেয়ারে বসেছিলেন। কিন্তু বসে থাকলেই তো হবে না, অস্থির মন এবং তাগিদ দিমিত্রি-কামিংসদের পাশে যেতে বাধ্য করল । সোমবার মুম্বই সিটি এফসি'র বিরুদ্ধে ম্যাচ ইতিহাসে স্থান করে নেওয়ার ম্যাচ। স্বপ্নপূরণের ম্যাচ । দুই পয়েন্টের ব্যবধান টপকে অধরা স্বপ্নপূরণে মরিয়া সবুজ মেরুন।

স্বাভাবিকভাবেই লিগ শিল্ড খেতাব ঘরে তুলতে হাতে-কলমে ছক কষতে একটু সুস্থ হতেই মাঠে নেমে পড়লেন হাবাস । অনুশীলন করানোর পাশাপাশি ফুটবলারদের হাতে ধরে ভুল শুধরে দিলেন । সোমবার ডাগ আউটেও বসবেন তিনি । আন্তোনিও লোপেজ হাবাসের উপস্থিতি বদলে দিতে পারে একটা গোটা ম্যাচের ছবি । তাঁর উপস্থিতি যেমন সবুজ-মেরুন ফুটবলারদের মনোবল বাড়াবে, তেমনই বাগান জনতার মুখে হাসি ফোটাবে । আবার বিপক্ষ দলের ত্রাসের কারণও হয়ে উঠবেন তিনি । কারণ তাঁর নাম যে আন্তোনিও লোপেজ হাবাস।

সাংবাদিক সম্মেলনে হাবাস যোগ দেননি ৷ বদলে এসেছিলেন ডেপুটি ম্যানুয়েল । তিনি বলেন, "ঘরের মাঠে পঞ্চাশ হাজার দর্শকের সামনে আমরাই সেরা ।" বিপক্ষ দলের বিপিন, ছাংতেদের নিয়ে ভাবছেন না তিনি । তার বদলে তিনি ভাবছেন কীভাবে মুম্বইয়ের দুর্ভেদ্য রক্ষণে ফাটল ধরানো যায় । "ওদের কাছে ম্যাচটা অনেক সহজ। কারণ ওদের দরকার মাত্র এক পয়েন্ট । তবে ঘরের মাঠে আমাদের হারানো সহজ হবে না । আমাদের কাছে মাস্ট উইন ম্যাচ," বলছেন ম্যানুয়েল। তাঁর পাশে বসে জনি কাউকো বলেন, "হেড কোচ হাবাসের জন্যই আমরা এই ম্যাচটা জিততে চাই । আমরা নিজেদের সেরাটা ছাপিয়ে যেতে প্রস্তুত ।"

হাবাস এই দলের দায়িত্ব নেওয়ার পর একটা অঙ্ক কষা শুরু করেছিলেন । সেই অঙ্কটা আইএসএল লিগ শিল্ড জয়ের অঙ্ক । আর সেই অঙ্কের শেষ ধাপে এসে অঙ্কটা মিলিয়ে দিতে চাইছেন তিনি । হারের হ্যাটট্রিক করা একটা দল তখন প্রায় কোণঠাসা । দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। সেখান থেকেই হাবাসের টোটকায় পরিস্থিতি বদলে যায় । তাঁর তত্ত্বাবধানে অশ্বমেধের ঘোড়ার মতো দৌড়েছে মোহনবাগান । হাবাস ডাগ আউট থেকে সরতেই পয়েন্ট খুইয়েছে মোহনবাগান । যদিও হাবাসের ডেপুটি পরিস্থিতি ঘুরিয়েছেন । মূল্যবান ছয়টি পয়েন্ট এনে দিয়েছেন । তবে হাবাসের উপস্থিতি পার্থক্য গড়ে দেয় এবং সেটা ইতিমধ্যেই প্রমাণিত । তাই যুবভারতী ক্রীড়াঙ্গনে স্বপ্নপূরণে হাবাসেই কি আস্থা ? মোহনবাগান কি সুপার জায়ান্ট হতে পারবে ? উত্তর দেবে সময়, অপেক্ষায় প্রহর গুনছে অগণিত সবুজ মেরুন জনতা ।

আরও পড়ুন :

  1. সুপার কাপ সেরা স্মৃতি, নতুন মরশুমে ঘুরে দাঁড়ানোর আশ্বাস কুয়াদ্রাতের
  2. দলের ভিতরের খবর না-পেলেও আক্ষেপ নেই, মোহনবাগানের বারপুজোয় এসে মন্তব্য টুটু বসুর
  3. ‘তৃতীয় বর্ষে পা’, বাগানের বারপুজোর আমন্ত্রণপত্রের বয়ান ঘিরে বিতর্ক
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.