ETV Bharat / sports

রিহ্য়াবে আলবার্তো! সোমে ডার্বির মহড়া শুরু বাগানে

শনিতে ডার্বির চূড়ান্ত মহড়া শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল ৷ তবে মোহনবাগানে তা শুরু হতে এখনও দিনদু'য়েক ৷ তার আগে কী খবর সবুজ-মেরুনের অন্দরে ?

MOHUN BAGAN PRACTICE
ফাইল ছবি (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 12, 2024, 10:03 PM IST

Updated : Oct 12, 2024, 10:27 PM IST

কলকাতা, 12 অক্টোবর: মানসিকভাবে অনেকটা তরতাজা হয়ে ডার্বিতে নামাই লক্ষ্য ৷ পুজোর ক'টাদিন তাই ছুটিতে শহরের বাইরে মোহনবাগানের অধিকাংশ বিদেশি ৷ তালিকায় জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোস যেমন রয়েছেন; তেমনই রয়েছেন জেমি ম্যাকলারেন ও টম আলড্রেড ৷ শহরে ছিলেন বাকি দুই বিদেশি নুনো রেইস এবং আলবার্তো রড্রিগেজ। ডার্বির আগে রড্রিগেজকে নিয়ে ফের কিছুটা শঙ্কা বাগান শিবিরে ৷

মিনি ডার্বিতে জিতে আইএসএলে জয়ের সরণিতে ফিরেছে মোহনবাগান সুপার জায়ান্ট। আসন্ন ডার্বিতেও জয়ের সেই দাপট অব্যাহত রাখাই পাখির চোখ। আর সে কারণেই আলবার্তোকে ফিট করে তুলতে মরিয়া কোচ হোসে মোলিনা ৷ মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ভালো খেললেও স্প্য়ানিশ ডিফেন্ডার একশো শতাংশ ফিট নন। তাই পুজোর চারদিন পুরো দলকে ছুটি দিলেও হেডস্যরের নির্দেশে রিহ্য়াব করেন আলবার্তো, সাহাল আব্দুল সামাদ এবং আশিক কুরুনিয়ান ৷ ডার্বিতে সাহালের খেলা নিয়ে সংশয় থাকলেও বাকি দু'জনকে পাওয়ার ব্যাপারে আশাবাদী মোলিনা ৷ সোমবার থেকে বড় ম্য়াচের চূড়ান্ত প্রস্তুতিতে নেমে পড়বে সবুজ-মেরুন ৷ এর মধ্যে প্রথম দু'দিন যুবভারতীর ট্রেনিং গ্রাউন্ডে প্রাকটিস হলেও 16 অক্টোবর থেকে বাগান নিজেদের মাঠেই অনুশীলন করবে ৷

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু'য়ে ট্র্যাক্টর এসসি ম্যাচ ইরানে খেলতে না-যাওয়ার জন্য মোহনবাগান সুপার জায়ান্টের নাম প্রত্যাহার হয়েছে ৷ কিন্তু এএফসি'র এই সিদ্ধান্তে ক্ষুব্ধ সবুজ-মেরুন সমর্থকরা ৷ ইরানে অশান্তির বাতাবরণে সম্প্রতি ইরান এবং কাতারের বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচ স্থানান্তরিত হয়েছে ৷ ফলে কোন যুক্তিতে মোহনবাগানকে টুর্নামেন্ট থেকে বাইরে করে দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন সবমহলে ৷ পুরো বিষয়টি নিয়ে আইনি মতামত-সহ একটি চিঠি এএফসি'কে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান ৷ তারপর দেখার সাম্প্রতিক ঘটনার পরিপ্রক্ষিতে এএফসি পুনরায় মোহনবাগানকে প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করে কি না ৷

কলকাতা, 12 অক্টোবর: মানসিকভাবে অনেকটা তরতাজা হয়ে ডার্বিতে নামাই লক্ষ্য ৷ পুজোর ক'টাদিন তাই ছুটিতে শহরের বাইরে মোহনবাগানের অধিকাংশ বিদেশি ৷ তালিকায় জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোস যেমন রয়েছেন; তেমনই রয়েছেন জেমি ম্যাকলারেন ও টম আলড্রেড ৷ শহরে ছিলেন বাকি দুই বিদেশি নুনো রেইস এবং আলবার্তো রড্রিগেজ। ডার্বির আগে রড্রিগেজকে নিয়ে ফের কিছুটা শঙ্কা বাগান শিবিরে ৷

মিনি ডার্বিতে জিতে আইএসএলে জয়ের সরণিতে ফিরেছে মোহনবাগান সুপার জায়ান্ট। আসন্ন ডার্বিতেও জয়ের সেই দাপট অব্যাহত রাখাই পাখির চোখ। আর সে কারণেই আলবার্তোকে ফিট করে তুলতে মরিয়া কোচ হোসে মোলিনা ৷ মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ভালো খেললেও স্প্য়ানিশ ডিফেন্ডার একশো শতাংশ ফিট নন। তাই পুজোর চারদিন পুরো দলকে ছুটি দিলেও হেডস্যরের নির্দেশে রিহ্য়াব করেন আলবার্তো, সাহাল আব্দুল সামাদ এবং আশিক কুরুনিয়ান ৷ ডার্বিতে সাহালের খেলা নিয়ে সংশয় থাকলেও বাকি দু'জনকে পাওয়ার ব্যাপারে আশাবাদী মোলিনা ৷ সোমবার থেকে বড় ম্য়াচের চূড়ান্ত প্রস্তুতিতে নেমে পড়বে সবুজ-মেরুন ৷ এর মধ্যে প্রথম দু'দিন যুবভারতীর ট্রেনিং গ্রাউন্ডে প্রাকটিস হলেও 16 অক্টোবর থেকে বাগান নিজেদের মাঠেই অনুশীলন করবে ৷

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু'য়ে ট্র্যাক্টর এসসি ম্যাচ ইরানে খেলতে না-যাওয়ার জন্য মোহনবাগান সুপার জায়ান্টের নাম প্রত্যাহার হয়েছে ৷ কিন্তু এএফসি'র এই সিদ্ধান্তে ক্ষুব্ধ সবুজ-মেরুন সমর্থকরা ৷ ইরানে অশান্তির বাতাবরণে সম্প্রতি ইরান এবং কাতারের বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচ স্থানান্তরিত হয়েছে ৷ ফলে কোন যুক্তিতে মোহনবাগানকে টুর্নামেন্ট থেকে বাইরে করে দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন সবমহলে ৷ পুরো বিষয়টি নিয়ে আইনি মতামত-সহ একটি চিঠি এএফসি'কে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান ৷ তারপর দেখার সাম্প্রতিক ঘটনার পরিপ্রক্ষিতে এএফসি পুনরায় মোহনবাগানকে প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করে কি না ৷

Last Updated : Oct 12, 2024, 10:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.