ETV Bharat / sports

আমাদের বোনের বিচার চাই ! আরজি করের নির্যাতিতার পাশে মেরিনার্সরা - Mohun Bagan on RG Kar - MOHUN BAGAN ON RG KAR

Durand Cup Semi-Final: ডুরান্ড সেমিতে টিফো-সহ একাধিক জিনিসে নিষেধাজ্ঞা জারি করেছিল পুলিশ ৷ সেই নিষেধাজ্ঞা তুলে নিতে বলেছিল হাইকোর্ট ৷ তারপরেই শেষ চারের ম্যাচে আরজি কর কাণ্ডে প্রতিবাদে গর্জে উঠলেন বাগান সমর্থকরা ৷

Mohun Bagan Supporters Protest on RG Kar Doctor Rape and Murder Incident
আরজি করের পাশে মোহনবাগান (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 27, 2024, 8:05 PM IST

Updated : Aug 27, 2024, 8:39 PM IST

কলকাতা, 27 অগস্ট: ডুরান্ড কাপে সেমি-ফাইনালে বেঙ্গালুরু ‘বধ’ করেছে মোহনবাগান ৷ শেষ চারের ম্যাচে প্রাথমিকভাবে টিফো’তে নিষেধাজ্ঞা জারি করেছিল পুলিশ ৷ বিধাননগর কমিশনারেটের দেওয়া বিজ্ঞপ্তি খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট । তারপরেই বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আরজি কর কাণ্ডে নির্যাতিতার পাশে দাঁড়ালেন বাগান সমর্থকরা ৷ মাঠে দেখা গেল ‘আমাদের বোনের বিচার চাই’ লেখা প্রমাণ আকৃতির টিফো ৷

Mohun Bagan Supporters Protest on RG Kar Doctor Rape and Murder Incident
আমাদের বোনের বিচার চাই ! (ইটিভি ভারত)

আরজি কর কাণ্ডের প্রতিবাদে ছাত্র বিক্ষোভে আজ স্তব্ধ হয়েছে মহানগর । আন্দোলনকারীদের উপর পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের সেল সবই চলেছে । তারমধ্যেই নিষেধাজ্ঞা এসেছিল টিফোতে । ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ বাতিলের পর যৌথ প্রতিবাদ দেখিয়েছিল দু'প্রধানের সমর্থকরা । সম্ভবত সেই ছবি মাথায় রেখেই খানিক রক্ষণাত্মক কৌশল নিয়েছিল প্রশাসন । কলকাতা হাইকোর্টের রায়ে তা খারিজ হতেই ময়দানে ফিরল আহজি কর কাণ্ডে পাশে দাঁড়ানোর অঙ্গীকার ।

আজ আদালতের পর্যবেক্ষণ ছিল, খেলা মানবিক জীবনের অঙ্গ ৷ সেটা যে খেলাই হোক না কেন ৷ খেলোয়াড়দের উৎসাহিত ও সমর্থন করার জন্য সমর্থকেরা বিভিন্ন জিনিস ব্যবহার করেন । সারা বিশ্বজুড়ে এর প্রচলন আছে। টানা দ্বিতীয়বার ডুরান্ডের ফাইনালে মোহনবাগান । 2 গোলে পিছিয়ে পড়ে প্রিয় দল যখন ম্যাচে ফেরার জন্য লড়াই চালাচ্ছে, সমর্থক্রা তখন গর্জে উঠছেন নৃশংস ধর্ষণ-হত্যাকাণ্ডের প্রতিবাদে। যা বাঙালির সেরা খেলার মঞ্চে চিরকালীন ছবি হয়ে রইল।

কলকাতা, 27 অগস্ট: ডুরান্ড কাপে সেমি-ফাইনালে বেঙ্গালুরু ‘বধ’ করেছে মোহনবাগান ৷ শেষ চারের ম্যাচে প্রাথমিকভাবে টিফো’তে নিষেধাজ্ঞা জারি করেছিল পুলিশ ৷ বিধাননগর কমিশনারেটের দেওয়া বিজ্ঞপ্তি খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট । তারপরেই বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আরজি কর কাণ্ডে নির্যাতিতার পাশে দাঁড়ালেন বাগান সমর্থকরা ৷ মাঠে দেখা গেল ‘আমাদের বোনের বিচার চাই’ লেখা প্রমাণ আকৃতির টিফো ৷

Mohun Bagan Supporters Protest on RG Kar Doctor Rape and Murder Incident
আমাদের বোনের বিচার চাই ! (ইটিভি ভারত)

আরজি কর কাণ্ডের প্রতিবাদে ছাত্র বিক্ষোভে আজ স্তব্ধ হয়েছে মহানগর । আন্দোলনকারীদের উপর পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের সেল সবই চলেছে । তারমধ্যেই নিষেধাজ্ঞা এসেছিল টিফোতে । ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ বাতিলের পর যৌথ প্রতিবাদ দেখিয়েছিল দু'প্রধানের সমর্থকরা । সম্ভবত সেই ছবি মাথায় রেখেই খানিক রক্ষণাত্মক কৌশল নিয়েছিল প্রশাসন । কলকাতা হাইকোর্টের রায়ে তা খারিজ হতেই ময়দানে ফিরল আহজি কর কাণ্ডে পাশে দাঁড়ানোর অঙ্গীকার ।

আজ আদালতের পর্যবেক্ষণ ছিল, খেলা মানবিক জীবনের অঙ্গ ৷ সেটা যে খেলাই হোক না কেন ৷ খেলোয়াড়দের উৎসাহিত ও সমর্থন করার জন্য সমর্থকেরা বিভিন্ন জিনিস ব্যবহার করেন । সারা বিশ্বজুড়ে এর প্রচলন আছে। টানা দ্বিতীয়বার ডুরান্ডের ফাইনালে মোহনবাগান । 2 গোলে পিছিয়ে পড়ে প্রিয় দল যখন ম্যাচে ফেরার জন্য লড়াই চালাচ্ছে, সমর্থক্রা তখন গর্জে উঠছেন নৃশংস ধর্ষণ-হত্যাকাণ্ডের প্রতিবাদে। যা বাঙালির সেরা খেলার মঞ্চে চিরকালীন ছবি হয়ে রইল।

Last Updated : Aug 27, 2024, 8:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.