ETV Bharat / sports

ইতিহাসের আরও কাছে সবুজ-মেরুন শিবির! প্রথমার্ধে এগিয়ে মোহনবাগান - Mohun Bagan Super Giant - MOHUN BAGAN SUPER GIANT

ISL 2023-24: যুবভারতী ক্রীড়াঙ্গনে গমগম করছে। মোহনবাগানকে লিগ-শিল্ড জিততে এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি যোগ্যতা-অর্জন করতে মুম্বইকে আজ হারাতেই হবে। 'ডু-অর-ডাই' ম্যাচের প্রথমার্ধে মোহনবাগান এগিয়ে 1-0 ব্যবধানে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 15, 2024, 8:43 PM IST

Updated : Apr 15, 2024, 9:00 PM IST

কলকাতা, 15 এপ্রিল: আজকের ম্যাচের উপর নির্ভর করছে কোন দল জিতবে লিগ-শিল্ড। লিস্টন কোলাসোর দুরন্ত গোলে আপাতত প্রথমার্ধে এগিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট। বাকি 45 মিনিট ব্যবধান ধরে রাখতে পারলে স্বপ্নপূরণ সবুজ-মেরুনের। ডাগ-আউটে আন্তেনিও লোপেজ হাবাস ফিরতেই মোহনবাগান সুপার জায়ান্ট আরও শানিত।

প্রথম থেকেই দেখা গেল ঘর সামলে আক্রমণের ঝড় তোলার চেষ্টা। অঙ্ক কষে প্রতিটি ইঞ্চি দখলের দুই দলের প্রাণান্তকর লড়াই। আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন হতে মুম্বইয়ের দরকার ড্র। মোহনবাগান সুপার জায়ান্টের দরকার জয়। নিঃসন্দেহে সবুজ-মেরুনের তাগিদ বেশি। 20 মিনিটে অনিরুদ্ধ থাপার সেন্টার থেকে লিস্টন কোলাসোর হেড পোস্টের তলায় লেগে প্রতিহত হওয়ার পর গ্যালারিতে উপস্থিত হাজার পঞ্চান্ন দর্শকের হা-হুতাশ। কঠিন ম্যাচে দিনের সহজতম সুযোগ নষ্টের আক্ষেপ তো থাকবেই।

কিন্তু আক্ষেপ জনগর্জনে পরিণত হল নয় মিনিট পরে। 29 মিনিটে দিমিত্রি পেত্রাতোসের আউটস্টেপ দিয়ে বাড়ানো বল ধরে লিস্টন কোলাসো, মেহতাব সিংকে দু'বার কাটিয়ে সোয়ার্ভিং শটে অন্যতম সেরা গোল (1-0) করলেন। এর আগে দু'দলই একটি করে গোল করার মতো পরিস্থিতি তৈরি করেছিল। এগিয়ে যাওয়ার পর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে মোহনবাগানের দিকে ঢলতে থাকে। যদিও মুম্বই প্রত্যাঘাতের চেষ্টায় মরিয়া হয়ে ওঠে। 38 মিনিটে ভ্যান নিফের শট বিশাল কাইথ অসাধারণ তৎপরতায় বাঁচান।

বিরতির আগে পেরেরা দিরাজের পাস থেকে করমর্দনের দূরত্ব থেকে গোল করতে ব্যর্থ হন ছাংতে। আইএসএলে মোহনবাগানের ভালো খেলার অন্যতম কারণ দিমিত্রি পেত্রাতোসের ভূমিকা বদল করে অসাধারণ ফুটবল। গোল করে এবং করিয়ে তিনিই সবুজ-মেরুনের প্রাণভোমরা। তবে ম্যাচের শেষে যদি এই ফল থাকে, তাহলে লিগশিল্ড জিতে যাবে মোহনবাগান। কিন্তু শিল্ড বহুদূর আছে। 45 মিনিট বাকি আছে।

আরও পড়ুন:

  1. যুবভারতীতে আজ 'ফাইনাল', মুম্বই কাঁটা সরিয়ে প্রথম আইএসএল শিল্ড জয়ে চোখ বাগানের
  2. বায়ার্নের একাধিপত্যের অবসান, আলোন্সোর প্রশিক্ষণে প্রথম বুন্দেসলিগা খেতাব লেভারকুসেনের
  3. কোন পথে আসবে জয়? ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে মরিয়া ডু'প্লেসিরা

কলকাতা, 15 এপ্রিল: আজকের ম্যাচের উপর নির্ভর করছে কোন দল জিতবে লিগ-শিল্ড। লিস্টন কোলাসোর দুরন্ত গোলে আপাতত প্রথমার্ধে এগিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট। বাকি 45 মিনিট ব্যবধান ধরে রাখতে পারলে স্বপ্নপূরণ সবুজ-মেরুনের। ডাগ-আউটে আন্তেনিও লোপেজ হাবাস ফিরতেই মোহনবাগান সুপার জায়ান্ট আরও শানিত।

প্রথম থেকেই দেখা গেল ঘর সামলে আক্রমণের ঝড় তোলার চেষ্টা। অঙ্ক কষে প্রতিটি ইঞ্চি দখলের দুই দলের প্রাণান্তকর লড়াই। আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন হতে মুম্বইয়ের দরকার ড্র। মোহনবাগান সুপার জায়ান্টের দরকার জয়। নিঃসন্দেহে সবুজ-মেরুনের তাগিদ বেশি। 20 মিনিটে অনিরুদ্ধ থাপার সেন্টার থেকে লিস্টন কোলাসোর হেড পোস্টের তলায় লেগে প্রতিহত হওয়ার পর গ্যালারিতে উপস্থিত হাজার পঞ্চান্ন দর্শকের হা-হুতাশ। কঠিন ম্যাচে দিনের সহজতম সুযোগ নষ্টের আক্ষেপ তো থাকবেই।

কিন্তু আক্ষেপ জনগর্জনে পরিণত হল নয় মিনিট পরে। 29 মিনিটে দিমিত্রি পেত্রাতোসের আউটস্টেপ দিয়ে বাড়ানো বল ধরে লিস্টন কোলাসো, মেহতাব সিংকে দু'বার কাটিয়ে সোয়ার্ভিং শটে অন্যতম সেরা গোল (1-0) করলেন। এর আগে দু'দলই একটি করে গোল করার মতো পরিস্থিতি তৈরি করেছিল। এগিয়ে যাওয়ার পর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে মোহনবাগানের দিকে ঢলতে থাকে। যদিও মুম্বই প্রত্যাঘাতের চেষ্টায় মরিয়া হয়ে ওঠে। 38 মিনিটে ভ্যান নিফের শট বিশাল কাইথ অসাধারণ তৎপরতায় বাঁচান।

বিরতির আগে পেরেরা দিরাজের পাস থেকে করমর্দনের দূরত্ব থেকে গোল করতে ব্যর্থ হন ছাংতে। আইএসএলে মোহনবাগানের ভালো খেলার অন্যতম কারণ দিমিত্রি পেত্রাতোসের ভূমিকা বদল করে অসাধারণ ফুটবল। গোল করে এবং করিয়ে তিনিই সবুজ-মেরুনের প্রাণভোমরা। তবে ম্যাচের শেষে যদি এই ফল থাকে, তাহলে লিগশিল্ড জিতে যাবে মোহনবাগান। কিন্তু শিল্ড বহুদূর আছে। 45 মিনিট বাকি আছে।

আরও পড়ুন:

  1. যুবভারতীতে আজ 'ফাইনাল', মুম্বই কাঁটা সরিয়ে প্রথম আইএসএল শিল্ড জয়ে চোখ বাগানের
  2. বায়ার্নের একাধিপত্যের অবসান, আলোন্সোর প্রশিক্ষণে প্রথম বুন্দেসলিগা খেতাব লেভারকুসেনের
  3. কোন পথে আসবে জয়? ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে মরিয়া ডু'প্লেসিরা
Last Updated : Apr 15, 2024, 9:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.