ETV Bharat / sports

ছিটকে গেলেন স্টুয়ার্ট-আশিস, অনিশ্চিত অনিরুদ্ধ ! চোট কাঁটায় জর্জরিত বাগান - MOHUN BAGAN IN ISL

স্টুয়ার্টের চোটের অস্বস্তির মধ্যে চিন্তা বাড়িয়েছে আশিস রাইয়ের চোট । হোসে মোলিনা তা কীভাবে সামলাবেন সেটাই এখন দেখার ।

Mohun Bagan Super Giant
চোট কাঁটায় জর্জরিত বাগান (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 21, 2024, 9:01 AM IST

কলকাতা, 21 নভেম্বর: গ্রেগ স্টুয়ার্টকে আগামী শনিবার জামশেদপুর এফসি’র বিরুদ্ধে না-পাওয়ার সম্ভাবনা ক্রমেই জোরালো হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টে । স্কটিশ মিডফিল্ডার বল নিয়ে প্র্যাকটিসের বদলে ফিজিওর অধীনে বেশি সময় ব্যয় করছেন । বাঁ-পায়ের উরুতে ব্যান্ডেজ আপাতত নেই । তবে তিনি বল মারলে ডান পায়ে মারছেন । বাঁ-পায়ের অস্বস্তি রয়ে গিয়েছে ।

ফলে তাঁকে পাওয়া যাবে না ধরে নিয়েই কোচ হোসে মোলিনা একাদশ সাজাচ্ছেন । শেষ ম্যাচে ওড়িশা এফসির বিরুদ্ধে ছিলেন না স্টুয়ার্ট । তাঁর বদলে শুরু থেকে নেমে দিমিত্রি পেত্রাতোস দলকে ভরসা দিয়েছেন । নতুন হেয়ার স্টাইলে অবতীর্ণ পেত্রাতোস অনুশীলনে জেমি ম্যাকলারেনের সঙ্গে বোঝাপড়া গড়ে তুলতে ব্যস্ত রইলেন । মঙ্গলবার পরিবারের সঙ্গে ঘুরে এসে প্র্যাকটিসে যোগ দিলেন জেসন কামিংস । তিনিও বেশ কয়েকটি গোল করলেন । তবে প্রথম একাদশে জায়গা সম্ভবত হচ্ছে না ।

এদিকে স্টুয়ার্টের চোটের অস্বস্তির মধ্যে চিন্তা বাড়িয়েছে আশিস রাইয়ের চোট । ভারতীয় দলের শিবিরে যোগ দিয়ে প্র্যাকটিসে হ্যামস্ট্রিংয়ে চোট পান । জাতীয় দলের মেডিক্যাল টিমের রিপোর্টে 10 দিন বাইরে থাকার কথা বলা হয়েছে । আশিস রাইয়ের চোটের বিষয়টি এখন মোহনবাগান সুপার জায়ান্টের মেডিক্যাল টিম দেখছে । তাঁকে পাওয়া যাবে না বুঝতে পেরে রক্ষণের ফাঁক পূরণ করতে দীপেন্দু বিশ্বাসকে খেলালেন কোচ হোসে মোলিনা । প্র্যাকটিসে যথেষ্ট চনমনে বাঙালি ডিফেন্ডারকে । তাঁর কড়া ট্যাকেলে আশিক কুরুনিয়ান ছিটকে পড়েন । তবে তাঁর চোট গুরুতর নয় । ফিজিওর পরিচর্যায় তিনি ফের অনুশীলনে যোগ দেন ।

স্টুয়ার্ট-আশিসের পরে চোটের তালিকায় অনিরুদ্ধ থাপা । ওড়িশা এফসির বিরুদ্ধে আহমেদ জাহুর কড়া ট্যাকেলে মাঠ ছেড়েছিলেন । তারপর নিজেকে ভারতীয় দলের থেকে প্রত্যাহার করে নেন । কিন্তু মাঝের সময়ে চোটমুক্ত হননি । তবে আগামী শনিবার তাঁর খেলার সম্ভাবনা বাকি দু’জনের তুলনায় কিছুটা রয়েছে ।

জাতীয় দলে মোহনবাগানের চার ফুটবলার বিশাল কাইথ, আপুইয়া, লিস্টন কোলাসো এবং মনবীর সিং বুধবার প্র্যাকটিসে যোগ দেবেন । চোট কাঁটার অস্বস্তি সবুজ-মেরুনের নতুন দুশ্চিন্তা । হোসে মোলিনা তা কীভাবে সামলাবেন সেটাই এখন দেখার ।

আরও পড়ুন:

কলকাতা, 21 নভেম্বর: গ্রেগ স্টুয়ার্টকে আগামী শনিবার জামশেদপুর এফসি’র বিরুদ্ধে না-পাওয়ার সম্ভাবনা ক্রমেই জোরালো হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টে । স্কটিশ মিডফিল্ডার বল নিয়ে প্র্যাকটিসের বদলে ফিজিওর অধীনে বেশি সময় ব্যয় করছেন । বাঁ-পায়ের উরুতে ব্যান্ডেজ আপাতত নেই । তবে তিনি বল মারলে ডান পায়ে মারছেন । বাঁ-পায়ের অস্বস্তি রয়ে গিয়েছে ।

ফলে তাঁকে পাওয়া যাবে না ধরে নিয়েই কোচ হোসে মোলিনা একাদশ সাজাচ্ছেন । শেষ ম্যাচে ওড়িশা এফসির বিরুদ্ধে ছিলেন না স্টুয়ার্ট । তাঁর বদলে শুরু থেকে নেমে দিমিত্রি পেত্রাতোস দলকে ভরসা দিয়েছেন । নতুন হেয়ার স্টাইলে অবতীর্ণ পেত্রাতোস অনুশীলনে জেমি ম্যাকলারেনের সঙ্গে বোঝাপড়া গড়ে তুলতে ব্যস্ত রইলেন । মঙ্গলবার পরিবারের সঙ্গে ঘুরে এসে প্র্যাকটিসে যোগ দিলেন জেসন কামিংস । তিনিও বেশ কয়েকটি গোল করলেন । তবে প্রথম একাদশে জায়গা সম্ভবত হচ্ছে না ।

এদিকে স্টুয়ার্টের চোটের অস্বস্তির মধ্যে চিন্তা বাড়িয়েছে আশিস রাইয়ের চোট । ভারতীয় দলের শিবিরে যোগ দিয়ে প্র্যাকটিসে হ্যামস্ট্রিংয়ে চোট পান । জাতীয় দলের মেডিক্যাল টিমের রিপোর্টে 10 দিন বাইরে থাকার কথা বলা হয়েছে । আশিস রাইয়ের চোটের বিষয়টি এখন মোহনবাগান সুপার জায়ান্টের মেডিক্যাল টিম দেখছে । তাঁকে পাওয়া যাবে না বুঝতে পেরে রক্ষণের ফাঁক পূরণ করতে দীপেন্দু বিশ্বাসকে খেলালেন কোচ হোসে মোলিনা । প্র্যাকটিসে যথেষ্ট চনমনে বাঙালি ডিফেন্ডারকে । তাঁর কড়া ট্যাকেলে আশিক কুরুনিয়ান ছিটকে পড়েন । তবে তাঁর চোট গুরুতর নয় । ফিজিওর পরিচর্যায় তিনি ফের অনুশীলনে যোগ দেন ।

স্টুয়ার্ট-আশিসের পরে চোটের তালিকায় অনিরুদ্ধ থাপা । ওড়িশা এফসির বিরুদ্ধে আহমেদ জাহুর কড়া ট্যাকেলে মাঠ ছেড়েছিলেন । তারপর নিজেকে ভারতীয় দলের থেকে প্রত্যাহার করে নেন । কিন্তু মাঝের সময়ে চোটমুক্ত হননি । তবে আগামী শনিবার তাঁর খেলার সম্ভাবনা বাকি দু’জনের তুলনায় কিছুটা রয়েছে ।

জাতীয় দলে মোহনবাগানের চার ফুটবলার বিশাল কাইথ, আপুইয়া, লিস্টন কোলাসো এবং মনবীর সিং বুধবার প্র্যাকটিসে যোগ দেবেন । চোট কাঁটার অস্বস্তি সবুজ-মেরুনের নতুন দুশ্চিন্তা । হোসে মোলিনা তা কীভাবে সামলাবেন সেটাই এখন দেখার ।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.