ETV Bharat / sports

মোহনবাগানে আলবার্তো রদ্রিগেজ, আরও শক্তিশালী বাগানের ডিফেন্স লাইন-আপ - Mohun Bagan - MOHUN BAGAN

Alberto Rodriguez joins Mohun Bagan: আগেই যোগ দিয়েছেন ব্রিসবেন রোরের অধিনায়ক টম আলড্রেড ৷ এবার বাগানে এলেন স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজ ৷ দু’বছরের চুক্তিতে যোগ দিলেন তিনি ৷

Alberto Rodriguez joins Mohun Bagan
স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 5, 2024, 8:43 PM IST

কলকাতা, 5 জুলাই: টম আলড্রেডের পরে এবার স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজকে দলে নিল সবুজ-মেরুন । দু’বছরের চুক্তিতে মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দিলেন স্প্যানিশ ডিফেন্ডার । নতুন মরশুমে টম আলড্রেডের সঙ্গে জুটি বাঁধবেন তিনি । ব্র্যান্ডন হ্যামিল ও হেক্টর ইয়ুস্তেকে ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে । তাঁদের জায়গায় এই দুই ফুটবলারের যোগদানে মোহনবাগান কতটা শক্তিশালী হল তা সময় বলবে ।

রদ্রিগেজ গত মরশুমে খেলেছেন ইন্দোনেশিয়ার ক্লাব পার্সিব ব্যানডুংয়ে । সেন্টার ব্যাক পজিশনে খেলতে যেমন দক্ষ, তেমনই কড়া ট্যাকেলে বিপক্ষকে আটকাতে পারেন । পাশাপাশি তিনি খেলা তৈরিতে দক্ষ । সেটপিস থেকে গোল করারও নজির রয়েছে তাঁর ।

Alberto Rodriguez joins Mohun Bagan
মোহনবাগানে আলবার্তো রদ্রিগেজ (ইটিভি ভারত)

মোহনবাগান সুপার জায়ান্ট কোচ জোসে মলিনা বলেন, ‘‘আলবার্তো এমন একজন সেন্টার ব্যাক যিনি নিজের শক্তি ও আগ্রাসী মনোভাবকে কাজে লাগিয়ে রক্ষণ সামলান । তিনি আক্রমণ তৈরি করতে পারেন । দুই পায়েই তিনি সমানভাবে শক্তিশালী । গত মরশুমে তিনি তাঁর ক্লাবকে চ্যাম্পিয়ন করিয়েছেন । আমি খুশি যে উনি মোহনবাগান সুপার জায়ান্টের প্রস্তাবে সাড়া দিয়ে এখানে খেলার সিদ্ধান্ত নিয়েছেন ।’’

আইএসএলে আসার কারণ হিসেবে আলবার্তো জানান, তিনি বিগত কয়েকটা বছর ধরেই আইএসএলের ম্যাচের দিকে নজর রাখছিলেন । গত বছর মোহনবাগানের পারফরম্যান্সে নজর ছিল তাঁর । তিনি বলেন, ‘‘মোহনবাগানে সই করার অন্যতম কারণ হচ্ছে আবেগপ্রবণ সমর্থক । এই বিপুল সংখ্যক সমর্থকের সামনে খেলতে পারলে নিজের সেরা খেলাটা বেরিয়ে আসে ।’’

31 বছর বয়সি আলবার্তো রদ্রিগেজের জন্ম স্পেনে । সিনিয়র স্তরে তিনি ফুটবল খেলা শুরু করেন 2011 সালে । আরুকাসের হয়ে তিনি ফুটবল খেলা শুরু করেন । স্পেনের তামারাসেইটের হয়ে তিনি সবথেকে বেশি ম্যাচ খেলেছেন । ডিফেন্ডার হলেও তাঁর গোল রয়েছে ক্লাব ফুটবলে । এবার তিনি জুটি বাঁধবেন টম আলড্রেডের সঙ্গে ।

মোহনবাগানের ডেভলপমেন্ট দল কলকাতা লিগে অংশ নিচ্ছে । ফলে তাদের অনুশীলন চলছে । কিন্তু সিনিয়র দল কবে থেকে অনুশীলনে নামবে তা জানানো হয়নি । চলতি মাসের 27 তারিখ থেকে শুরু হচ্ছে মরশুমের প্রথম টুর্নামেন্ট ডুরান্ড কাপ । শনিবার কলকাতা লিগে মোহনবাগান দ্বিতীয় ম্যাচ খেলবে রেনবো এফসির বিরুদ্ধে । কোচ ডেইজি কার্ডাজো বলছেন, প্রথম ম্যাচে ভবানীপুরের বিরুদ্ধে পারফরম্যান্স আরও ভালো হতে পারত । ইতিমধ্যে ডার্বির পরিকল্পনা শুরু হয়েছে । শনিবার রেইনবো স্পোর্টিংকে যথেষ্ট সমীহ করলেও ব্যারাকপুর স্টেডিয়ামে প্রথম জয় তুলে নিতে বদ্ধপরিকর গঙ্গাপাড়ের ক্লাব ৷

কলকাতা, 5 জুলাই: টম আলড্রেডের পরে এবার স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজকে দলে নিল সবুজ-মেরুন । দু’বছরের চুক্তিতে মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দিলেন স্প্যানিশ ডিফেন্ডার । নতুন মরশুমে টম আলড্রেডের সঙ্গে জুটি বাঁধবেন তিনি । ব্র্যান্ডন হ্যামিল ও হেক্টর ইয়ুস্তেকে ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে । তাঁদের জায়গায় এই দুই ফুটবলারের যোগদানে মোহনবাগান কতটা শক্তিশালী হল তা সময় বলবে ।

রদ্রিগেজ গত মরশুমে খেলেছেন ইন্দোনেশিয়ার ক্লাব পার্সিব ব্যানডুংয়ে । সেন্টার ব্যাক পজিশনে খেলতে যেমন দক্ষ, তেমনই কড়া ট্যাকেলে বিপক্ষকে আটকাতে পারেন । পাশাপাশি তিনি খেলা তৈরিতে দক্ষ । সেটপিস থেকে গোল করারও নজির রয়েছে তাঁর ।

Alberto Rodriguez joins Mohun Bagan
মোহনবাগানে আলবার্তো রদ্রিগেজ (ইটিভি ভারত)

মোহনবাগান সুপার জায়ান্ট কোচ জোসে মলিনা বলেন, ‘‘আলবার্তো এমন একজন সেন্টার ব্যাক যিনি নিজের শক্তি ও আগ্রাসী মনোভাবকে কাজে লাগিয়ে রক্ষণ সামলান । তিনি আক্রমণ তৈরি করতে পারেন । দুই পায়েই তিনি সমানভাবে শক্তিশালী । গত মরশুমে তিনি তাঁর ক্লাবকে চ্যাম্পিয়ন করিয়েছেন । আমি খুশি যে উনি মোহনবাগান সুপার জায়ান্টের প্রস্তাবে সাড়া দিয়ে এখানে খেলার সিদ্ধান্ত নিয়েছেন ।’’

আইএসএলে আসার কারণ হিসেবে আলবার্তো জানান, তিনি বিগত কয়েকটা বছর ধরেই আইএসএলের ম্যাচের দিকে নজর রাখছিলেন । গত বছর মোহনবাগানের পারফরম্যান্সে নজর ছিল তাঁর । তিনি বলেন, ‘‘মোহনবাগানে সই করার অন্যতম কারণ হচ্ছে আবেগপ্রবণ সমর্থক । এই বিপুল সংখ্যক সমর্থকের সামনে খেলতে পারলে নিজের সেরা খেলাটা বেরিয়ে আসে ।’’

31 বছর বয়সি আলবার্তো রদ্রিগেজের জন্ম স্পেনে । সিনিয়র স্তরে তিনি ফুটবল খেলা শুরু করেন 2011 সালে । আরুকাসের হয়ে তিনি ফুটবল খেলা শুরু করেন । স্পেনের তামারাসেইটের হয়ে তিনি সবথেকে বেশি ম্যাচ খেলেছেন । ডিফেন্ডার হলেও তাঁর গোল রয়েছে ক্লাব ফুটবলে । এবার তিনি জুটি বাঁধবেন টম আলড্রেডের সঙ্গে ।

মোহনবাগানের ডেভলপমেন্ট দল কলকাতা লিগে অংশ নিচ্ছে । ফলে তাদের অনুশীলন চলছে । কিন্তু সিনিয়র দল কবে থেকে অনুশীলনে নামবে তা জানানো হয়নি । চলতি মাসের 27 তারিখ থেকে শুরু হচ্ছে মরশুমের প্রথম টুর্নামেন্ট ডুরান্ড কাপ । শনিবার কলকাতা লিগে মোহনবাগান দ্বিতীয় ম্যাচ খেলবে রেনবো এফসির বিরুদ্ধে । কোচ ডেইজি কার্ডাজো বলছেন, প্রথম ম্যাচে ভবানীপুরের বিরুদ্ধে পারফরম্যান্স আরও ভালো হতে পারত । ইতিমধ্যে ডার্বির পরিকল্পনা শুরু হয়েছে । শনিবার রেইনবো স্পোর্টিংকে যথেষ্ট সমীহ করলেও ব্যারাকপুর স্টেডিয়ামে প্রথম জয় তুলে নিতে বদ্ধপরিকর গঙ্গাপাড়ের ক্লাব ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.