ETV Bharat / sports

18তম ডুরান্ড জয় সময়ের অপেক্ষা! কামিংস-সাহালের গোলে প্রথমার্ধে এগিয়ে বাগান - DURAND CUP 2024 FINAL - DURAND CUP 2024 FINAL

MOHUN BAGAN vs NORTH-EAST UNITED: ডুরান্ড কাপ ফাইনালে যুবভারতীতে প্রথমার্ধের শেষে 2-0 গোলে এগিয়ে সবুজ-মেরুন ৷ মোহনবাগানের হয়ে জোড়া গোল জেসন কামিংস ও সাহাল আব্দুল সামাদ ৷ অন্যদিকে কলকাতা লিগে সুপার সিক্সের যোগ্যতা অর্জনে ব্যর্থ হল সবুজ-মেরুন ৷

jason cummings
জেসন কামিংস (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 31, 2024, 6:30 PM IST

Updated : Aug 31, 2024, 6:59 PM IST

কলকাতা, 31 অগস্ট: কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল টাইব্রেকারে নিষ্পত্তি হওয়ায় ফাইনালে 90 মিনিটেই ফলাফল চেয়েছিলেন হোসে মোলিনা ৷ কোচের প্রত্য়াশায় মান্যতা দিয়ে যুবভারতীতে প্রথমার্ধের শেষে 2-0 গোলে এগিয়ে সবুজ-মেরুন ৷ মোহনবাগানের হয়ে জোড়া গোল জেসন কামিংস ও সাহাল আব্দুল সামাদ ৷ সবমিলিয়ে বাগানের 18তম ডুরান্ড জয় থেকে কি সময়ের অপেক্ষা? অপেক্ষা 45 মিনিটের ৷

ম্য়াচের 11 মিনিটে এদিন মোহনবাগানকে এগিয়ে দেন জেসন কামিংস ৷ প্রথমার্ধজুড়ে দাপট ছিল হোসে মোলিনার ছেলেদেরই ৷ সেই দাপটের ফসল হিসেবে প্রথমার্ধের সংযুক্তি সময়ে ব্যবধান দ্বিগুণ করেন সাহাল আব্দুল সামাদ ৷ এই দাপট ধরে রাখতে পারলে মোহনবাগানের ফের ডুরান্ড জয় যে সময়ের অপেক্ষা, তা বলা যায় ৷ এবার জিতলে টানা দ্বিতীয়বারের জন্য ডুরান্ড জিতবে সবুজ-মেরুন ৷ জুয়ান ফেরান্দোর প্রশিক্ষণে গতবার ডুরান্ড জিতেছিল তারা ৷

এদিকে ডুরান্ড কাপের ফাইনালে নামার আগে কলকাতা লিগ থেকে ছিটকে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। কল‍্যাণীতে ক‍্যালকাটা কাস্টমস ও কালীঘাট স্পোর্টস লাভার্সের ম‍্যাচের ফলাফলের উপর নির্ভর করছিল কলকাতা লিগে বাগানের ভাগ্য। কাস্টমস শনিবার জিতে যাওয়ায় ছিটকে যেতে হল মোহনবাগানকে ৷ শেষ দু'টি ম্যাচ জিতলেও পয়েন্টের নিরিখে কাস্টমসকে ছুঁতে পারবে না দেগি কার্ডোজার দল ৷ আজকের জয়ের পর 12 ম‍্যাচ খেলে 23 পয়েন্টে পৌঁছে গেল কাস্টমস ৷

রিজার্ভ দল নামালেও গত মরশুমে বেশ ভালো ছন্দে ছিল বাস্তব রায়ের মোহনবাগান সুপার জায়ান্ট। এবার সিনিয়র দলে বাস্তব রায়ের দায়িত্ব বেশি হওয়ায় দেগি কার্ডোজোকে কোচ করা হয় ৷ কিন্তু কলকাতা লিগে তিনি দলকে সুপার সিক্সে তুলতে ব্যর্থ।

কলকাতা, 31 অগস্ট: কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল টাইব্রেকারে নিষ্পত্তি হওয়ায় ফাইনালে 90 মিনিটেই ফলাফল চেয়েছিলেন হোসে মোলিনা ৷ কোচের প্রত্য়াশায় মান্যতা দিয়ে যুবভারতীতে প্রথমার্ধের শেষে 2-0 গোলে এগিয়ে সবুজ-মেরুন ৷ মোহনবাগানের হয়ে জোড়া গোল জেসন কামিংস ও সাহাল আব্দুল সামাদ ৷ সবমিলিয়ে বাগানের 18তম ডুরান্ড জয় থেকে কি সময়ের অপেক্ষা? অপেক্ষা 45 মিনিটের ৷

ম্য়াচের 11 মিনিটে এদিন মোহনবাগানকে এগিয়ে দেন জেসন কামিংস ৷ প্রথমার্ধজুড়ে দাপট ছিল হোসে মোলিনার ছেলেদেরই ৷ সেই দাপটের ফসল হিসেবে প্রথমার্ধের সংযুক্তি সময়ে ব্যবধান দ্বিগুণ করেন সাহাল আব্দুল সামাদ ৷ এই দাপট ধরে রাখতে পারলে মোহনবাগানের ফের ডুরান্ড জয় যে সময়ের অপেক্ষা, তা বলা যায় ৷ এবার জিতলে টানা দ্বিতীয়বারের জন্য ডুরান্ড জিতবে সবুজ-মেরুন ৷ জুয়ান ফেরান্দোর প্রশিক্ষণে গতবার ডুরান্ড জিতেছিল তারা ৷

এদিকে ডুরান্ড কাপের ফাইনালে নামার আগে কলকাতা লিগ থেকে ছিটকে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। কল‍্যাণীতে ক‍্যালকাটা কাস্টমস ও কালীঘাট স্পোর্টস লাভার্সের ম‍্যাচের ফলাফলের উপর নির্ভর করছিল কলকাতা লিগে বাগানের ভাগ্য। কাস্টমস শনিবার জিতে যাওয়ায় ছিটকে যেতে হল মোহনবাগানকে ৷ শেষ দু'টি ম্যাচ জিতলেও পয়েন্টের নিরিখে কাস্টমসকে ছুঁতে পারবে না দেগি কার্ডোজার দল ৷ আজকের জয়ের পর 12 ম‍্যাচ খেলে 23 পয়েন্টে পৌঁছে গেল কাস্টমস ৷

রিজার্ভ দল নামালেও গত মরশুমে বেশ ভালো ছন্দে ছিল বাস্তব রায়ের মোহনবাগান সুপার জায়ান্ট। এবার সিনিয়র দলে বাস্তব রায়ের দায়িত্ব বেশি হওয়ায় দেগি কার্ডোজোকে কোচ করা হয় ৷ কিন্তু কলকাতা লিগে তিনি দলকে সুপার সিক্সে তুলতে ব্যর্থ।

Last Updated : Aug 31, 2024, 6:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.