ETV Bharat / sports

জ্বর গায়েই ডাগ-আউটে হাবাস, সাহাল কি খেলবেন ? - Mohun Bagan

Indian Super League: পয়েন্ট টেবিলে সুবিধাজনক জায়গায় থাকলেও মোহনবাগান রাশ আলগা করতে নারাজ । কারণ, লিগ-শিল্ড জয়ের যুদ্ধে সুপার জায়ান্টের সামনে চ্যালেঞ্জটা মোটেই সহজ নয় ।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 31, 2024, 7:49 AM IST

Updated : Mar 31, 2024, 8:56 AM IST

কলকাতা, 31 মার্চ: জ্বরে কাবু আন্তেনিও লোপেজ হাবাস । সাংবাদিক সম্মেলনেও অনুপস্থিত বাগানের হেডস্যর । ফলে চেন্নাইয়িন ম্যাচের আগে ধাক্কা মোহনবাগান সুপার জায়ান্ট শিবিরে । 17 দিন বাদে আইএসএলে যাত্রা শুরু করছে সবুজ-মেরুন । 18 ম্যাচে 39 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দু’নম্বরে গঙ্গাপাড়ের ক্লাব ৷ 41 পয়েন্ট নিয়ে শীর্ষে মুম্বই সিটি এফসি । ফলে লিগ-শিল্ড জয়ের যুদ্ধে মোহনবাগান সুপার জায়ান্টের সামনে চ্যালেঞ্জটা মোটেই সহজ নয় ।

সাংবাদিক সম্মেলনে না থাকলেও ম্যাচের দিন ডাগ-আউটে থাকবেন হাবাস । গত দু’দিন ধরেই শারীরিক সমস্যা এবং জ্বরের কারণে অনুশীলনে ছিলেন না । সুপার জায়ান্ট সূত্র জানিয়েছে, শনিবার প্র্যাকটিস এবং সাংবাদিক সম্মেলনে অনুপস্থিত থাকলেন বাড়তি বিশ্রামের প্রয়োজনে । কোচ ম্যাচের দিন ডাগ-আউটে ফিরলেও চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে নেই সাহাল আব্দুল সামাদ । ভারতীয় দলের প্রতিনিধিত্ব করতে গিয়েই চোট পেয়েছিলেন তিনি । জনি কাউকোকে ঘিরেও অনিশ্চয়তা রয়েছে ৷ যদিও মোহনবাগান সুপার জায়ান্টের সহকারী কোচ ম্যানুয়েল কাসকালানা জানিয়েছেন, ফিনল্যান্ডের মিডফিল্ডার ফিট ।

17 দিন পরে ফের আইএসএলে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট । আন্তর্জাতিক বিরতিতে ছন্দ টাল খাওয়ার আশঙ্কা রয়েছে । ম্যানুয়েল বিষয়টি পাত্তা দিতে নারাজ । তাঁর মতে, ফুটবলাররা জাতীয় দল হোক বা ক্লাব ফুটবল, দু’জায়গাতেই খেলার মধ্যে রয়েছে । তাই খেলার স্টাইলে মানিয়ে নেওয়ার বিষয়টি আসল । তবে পেশাদার ফুটবলাররা পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নিতে তৈরি থাকেন ।

পয়েন্ট টেবিলে সুবিধাজনক জায়গায় থাকলেও মোহনবাগান রাশ আলগা করতে নারাজ । হাবাসের ডেপুটি বলছেন, প্রতিপক্ষ চেন্নাইয়িন যথেষ্ট শক্তিশালী দল । তাদের সামনেও প্লে-অফে পৌঁছনোর সুযোগ রয়েছে । তাই কঠিন চ্যালেঞ্জ । যদিও মোহনবাগান যেকোনও চ্যালেঞ্জের জন্য তৈরি । সাহাল আব্দুল সামাদের অনুপস্থিতি নিয়ে ম্যানুয়েল চিন্তিত নন । কারণ, দলের বাকি ফুটবলাররা চ্যালেঞ্জ নিতে তৈরি । অন্যদিকে চেন্নাইয়িন এফসি কোচ আওয়েন কোয়েল বলেন, “মোহনবাগান অবশ্যই শক্তিশালী দল । পেত্রাতোস-কামিন্স-সাদিকুর মত ফুটবলার রয়েছে ওদের আক্রমণভাগে । তবে আমরা ভয় পাচ্ছি না । ইতিবাচক মনোভাব নিয়ে পয়েন্ট নেওয়ার চেষ্টা করব ।”

ফলে বলাই যায়, আর্ন্তজাতিক ফুটবল বিরতির পরে আইএসএলে এই পর্বে সব দলই কামড় দিতে তৈরি । তাই রবিবাসরীয় সন্ধ্যায় মোহনবাগান সুপার জায়ান্ট বনাম চেন্নাইয়িন এফসি ম্যাচ ঘিরে উত্তাপ বাড়ছে আইএসএলে ।

আরও পড়ুন:

  1. ভারতীয় ফুটবলারের নজির, চেন্নাইয়িন থেকে বিশ্বজয়ী দেশের ক্লাবে যোগ দিচ্ছেন বিজয়
  2. আইপিএলের ধাক্কায় আইএসএলের সূচি বদলে অন্যায় দেখছেন না প্রাক্তনরা
  3. ‘ক্যাপ্টেনস নক’, 150তম আন্তর্জাতিকে গোল করে ইতিহাসে সুনীল

কলকাতা, 31 মার্চ: জ্বরে কাবু আন্তেনিও লোপেজ হাবাস । সাংবাদিক সম্মেলনেও অনুপস্থিত বাগানের হেডস্যর । ফলে চেন্নাইয়িন ম্যাচের আগে ধাক্কা মোহনবাগান সুপার জায়ান্ট শিবিরে । 17 দিন বাদে আইএসএলে যাত্রা শুরু করছে সবুজ-মেরুন । 18 ম্যাচে 39 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দু’নম্বরে গঙ্গাপাড়ের ক্লাব ৷ 41 পয়েন্ট নিয়ে শীর্ষে মুম্বই সিটি এফসি । ফলে লিগ-শিল্ড জয়ের যুদ্ধে মোহনবাগান সুপার জায়ান্টের সামনে চ্যালেঞ্জটা মোটেই সহজ নয় ।

সাংবাদিক সম্মেলনে না থাকলেও ম্যাচের দিন ডাগ-আউটে থাকবেন হাবাস । গত দু’দিন ধরেই শারীরিক সমস্যা এবং জ্বরের কারণে অনুশীলনে ছিলেন না । সুপার জায়ান্ট সূত্র জানিয়েছে, শনিবার প্র্যাকটিস এবং সাংবাদিক সম্মেলনে অনুপস্থিত থাকলেন বাড়তি বিশ্রামের প্রয়োজনে । কোচ ম্যাচের দিন ডাগ-আউটে ফিরলেও চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে নেই সাহাল আব্দুল সামাদ । ভারতীয় দলের প্রতিনিধিত্ব করতে গিয়েই চোট পেয়েছিলেন তিনি । জনি কাউকোকে ঘিরেও অনিশ্চয়তা রয়েছে ৷ যদিও মোহনবাগান সুপার জায়ান্টের সহকারী কোচ ম্যানুয়েল কাসকালানা জানিয়েছেন, ফিনল্যান্ডের মিডফিল্ডার ফিট ।

17 দিন পরে ফের আইএসএলে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট । আন্তর্জাতিক বিরতিতে ছন্দ টাল খাওয়ার আশঙ্কা রয়েছে । ম্যানুয়েল বিষয়টি পাত্তা দিতে নারাজ । তাঁর মতে, ফুটবলাররা জাতীয় দল হোক বা ক্লাব ফুটবল, দু’জায়গাতেই খেলার মধ্যে রয়েছে । তাই খেলার স্টাইলে মানিয়ে নেওয়ার বিষয়টি আসল । তবে পেশাদার ফুটবলাররা পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নিতে তৈরি থাকেন ।

পয়েন্ট টেবিলে সুবিধাজনক জায়গায় থাকলেও মোহনবাগান রাশ আলগা করতে নারাজ । হাবাসের ডেপুটি বলছেন, প্রতিপক্ষ চেন্নাইয়িন যথেষ্ট শক্তিশালী দল । তাদের সামনেও প্লে-অফে পৌঁছনোর সুযোগ রয়েছে । তাই কঠিন চ্যালেঞ্জ । যদিও মোহনবাগান যেকোনও চ্যালেঞ্জের জন্য তৈরি । সাহাল আব্দুল সামাদের অনুপস্থিতি নিয়ে ম্যানুয়েল চিন্তিত নন । কারণ, দলের বাকি ফুটবলাররা চ্যালেঞ্জ নিতে তৈরি । অন্যদিকে চেন্নাইয়িন এফসি কোচ আওয়েন কোয়েল বলেন, “মোহনবাগান অবশ্যই শক্তিশালী দল । পেত্রাতোস-কামিন্স-সাদিকুর মত ফুটবলার রয়েছে ওদের আক্রমণভাগে । তবে আমরা ভয় পাচ্ছি না । ইতিবাচক মনোভাব নিয়ে পয়েন্ট নেওয়ার চেষ্টা করব ।”

ফলে বলাই যায়, আর্ন্তজাতিক ফুটবল বিরতির পরে আইএসএলে এই পর্বে সব দলই কামড় দিতে তৈরি । তাই রবিবাসরীয় সন্ধ্যায় মোহনবাগান সুপার জায়ান্ট বনাম চেন্নাইয়িন এফসি ম্যাচ ঘিরে উত্তাপ বাড়ছে আইএসএলে ।

আরও পড়ুন:

  1. ভারতীয় ফুটবলারের নজির, চেন্নাইয়িন থেকে বিশ্বজয়ী দেশের ক্লাবে যোগ দিচ্ছেন বিজয়
  2. আইপিএলের ধাক্কায় আইএসএলের সূচি বদলে অন্যায় দেখছেন না প্রাক্তনরা
  3. ‘ক্যাপ্টেনস নক’, 150তম আন্তর্জাতিকে গোল করে ইতিহাসে সুনীল
Last Updated : Mar 31, 2024, 8:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.