ETV Bharat / sports

ভুবনেশ্বরে কলিঙ্গ জয়ের লক্ষ্যে 100 শতাংশ ফিট দল নিয়ে নামছেন হাবাস - ISL Semifinals - ISL SEMIFINALS

ISL Semifinal 2023-24: একশো শতাংশ ফিট দল নিয়ে ওড়িশা এফসির বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট ৷ ভুবনেশ্বরে ম্যাচের আগেরদিন সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন মোহনবাগান কোচ আন্তেনিয়ো লোপেজ হাবাস ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 23, 2024, 12:23 PM IST

একশো শতাংশ ফিট টিম নিয়ে আইএসএল সেমিফাইনালে নামছেন হাবাস

কলকাতা, 23 এপ্রিল: লিগ শিল্ড অতীত, আইএসএল ট্রফিই পাখির চোখ হাবাসের ৷ জেসন কামিংসরা লিগ শিল্ড জিতেছেন ছ’দিন আগেই ৷ সমর্থকদের মধ্যে উৎসবের রেশ এখনও কাটেনি ৷ কিন্তু, মোহনবাগান দল সেদিকে তাকাতে রাজি নয় ৷ লিগ শিল্ড জয়ের আত্মতৃপ্তির ছোঁয়া নেই অনুশীলনে ৷ বরং লিগ শিল্ড জয়কে ওয়েক-আপ কল হিসেবে দেখছে সবুজ-মেরুন ব্রিগেড ৷

আইএসএলের আগামী দু’টো ম্যাচের জন্য আরও সতর্ক মোহনবাগান ও তাদের কোচ আন্তেনিয়ো লোপেজ হাবাস ৷ মোহনবাগান অনুশীলনে তাঁর উপস্থিতি, শরীরীভাষায় পরিচিত কাঠিন্য ৷ পুরোপুরি সুস্থ হননি, শরীর দূর্বল রয়েছে ৷ কিন্তু, ম্যাচটা যে সেমিফাইনাল ৷ তাই অসুস্থতাকে পাত্তা না দিয়ে, অনুশীলনে পুরনো ফর্মে হাবাস ৷ জাহু আহমেদ, রয় কৃষ্ণা, মুর্তাদা ফলদের বিরুদ্ধে আইএসএল সেমিফাইনালে প্রথম লেগে ওড়িশার বিরুদ্ধে ম্যাচ জিতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে চাপমুক্ত হয়ে নামতে চাইছেন হাবাস ৷

মোহনবাগান কোচ বলেছেন, "আমি ফুটবলারদের ট্রেনিংয়ে একটা কথাই বলেছি, এখনই যেন আত্মতুষ্টি চলে না আসে ৷" তাঁর এই উত্তরেই স্পষ্ট লিগ শিল্ড জয় মাথা থেকে সরিয়ে দিয়ে, টিম মোহনবাগানের এখন আইএসএল ট্রফি জেতাই মূল লক্ষ্য ৷ ওড়িশা এফসি-কে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন মোহনবাগানের স্প্যানিশ কোচ ৷ আর গুরুত্ব না দিয়ে যাওয়ার জায়গা কোথায় ? মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ওড়িশা এফসি ম্যাচ মানেই বাড়তি অ্যাড্রিনালিন ক্ষরণ ৷

এই মরশুমের শুরুতেই এএফসি কাপের গ্রুপ পর্বের প্রথম লেগে রয় কৃষ্ণাদের বিরুদ্ধে 4-0 গোলে সহজ জয় তুলে আনলেও, তারপর আইএসএলের দুই পর্বে জিততে পারেননি জেসন কামিংসরা ৷ প্রথম পর্ব 2-2 গোলে ড্র করার পাশাপাশি, দ্বিতীয় পর্বে 0-0 ড্র করেছে মোহনবাগান ৷ তবে, এএফসি কাপের গ্রুপ স্টেজের ফিরতি লেগের ম্যাচে আবার 2-5 গোলে হারতে হয়েছে কিয়ান নাসিরিদের ৷ এমন পরিস্থিতিতেই সেমিফাইনাল খেলতে নামছে দুই দল ৷

হাবাস বলেন, "অতীত নিয়ে ভাবছি না ৷ বর্তমান নিয়েই ভাবছি ৷ প্রতিপক্ষের কোচ লোবেরো খুবই ভালো ৷ কঠিন ম্যাচ হতে চলেছে ৷ আমাদের লক্ষ্য হবে 90 মিনিটের মধ্যেই ম্যাচের ইতিবাচক ফলাফল করা ৷" সাহাল আবদুল সামাদের চোটও অতীত ৷ এখন সাহাল পুরোপুরি ফিট ৷ হাবাস জানিয়েছেন, "সাহাল এখন একশো শতাংশ ফিট ৷ শুধু সাহাল নয়, দলের সব ফুটবলারই সুস্থ ৷"

মঙ্গলবার ভুবনেশ্বরের গরম চিন্তার কারণ হতে পারে জেসন কামিংসদের ৷ তবে, পেশাদারী মানসিকতায় বিষয়টি উড়িয়ে দিয়ে হাবাসের বক্তব্য, "শুধু আমাদের কেন, একই সমস্যা হবে আমাদের প্রতিপক্ষেরও ৷ দু’দলের ফুটবলাররাই পেশাদার ৷ তাই এগুলো নিয়ে আলাদা করে ভাবছি না ৷" হাবাস বনাম লোবেরোর ফুটবল বুদ্ধির দ্বৈরথ ৷ মঙ্গলবার ভুবনেশ্বরে কি ফের নৌকাডুবি, নাকি প্রাক্তনী কাঁটা উপড়ে হাবাস ম্যাজিকের দেখা মিলবে ৷ উত্তর মিলবে সঠিক সময়ে ৷

আরও পড়ুন:

  1. হাবাসহীন অনুশীলনে ওড়িশা বধের প্রস্তুতি শুরু মোহনবাগানের
  2. নজর প্লে-অফে, ফিরতি লেগে লখনউয়ের বিরুদ্ধে বদলার খোঁজে চেন্নাই
  3. শতরানে 'যশস্বী' জয়সওয়াল, রোহিতদের হারিয়ে মগডালে অবস্থান মজবুত করল রয়্যালস

একশো শতাংশ ফিট টিম নিয়ে আইএসএল সেমিফাইনালে নামছেন হাবাস

কলকাতা, 23 এপ্রিল: লিগ শিল্ড অতীত, আইএসএল ট্রফিই পাখির চোখ হাবাসের ৷ জেসন কামিংসরা লিগ শিল্ড জিতেছেন ছ’দিন আগেই ৷ সমর্থকদের মধ্যে উৎসবের রেশ এখনও কাটেনি ৷ কিন্তু, মোহনবাগান দল সেদিকে তাকাতে রাজি নয় ৷ লিগ শিল্ড জয়ের আত্মতৃপ্তির ছোঁয়া নেই অনুশীলনে ৷ বরং লিগ শিল্ড জয়কে ওয়েক-আপ কল হিসেবে দেখছে সবুজ-মেরুন ব্রিগেড ৷

আইএসএলের আগামী দু’টো ম্যাচের জন্য আরও সতর্ক মোহনবাগান ও তাদের কোচ আন্তেনিয়ো লোপেজ হাবাস ৷ মোহনবাগান অনুশীলনে তাঁর উপস্থিতি, শরীরীভাষায় পরিচিত কাঠিন্য ৷ পুরোপুরি সুস্থ হননি, শরীর দূর্বল রয়েছে ৷ কিন্তু, ম্যাচটা যে সেমিফাইনাল ৷ তাই অসুস্থতাকে পাত্তা না দিয়ে, অনুশীলনে পুরনো ফর্মে হাবাস ৷ জাহু আহমেদ, রয় কৃষ্ণা, মুর্তাদা ফলদের বিরুদ্ধে আইএসএল সেমিফাইনালে প্রথম লেগে ওড়িশার বিরুদ্ধে ম্যাচ জিতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে চাপমুক্ত হয়ে নামতে চাইছেন হাবাস ৷

মোহনবাগান কোচ বলেছেন, "আমি ফুটবলারদের ট্রেনিংয়ে একটা কথাই বলেছি, এখনই যেন আত্মতুষ্টি চলে না আসে ৷" তাঁর এই উত্তরেই স্পষ্ট লিগ শিল্ড জয় মাথা থেকে সরিয়ে দিয়ে, টিম মোহনবাগানের এখন আইএসএল ট্রফি জেতাই মূল লক্ষ্য ৷ ওড়িশা এফসি-কে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন মোহনবাগানের স্প্যানিশ কোচ ৷ আর গুরুত্ব না দিয়ে যাওয়ার জায়গা কোথায় ? মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ওড়িশা এফসি ম্যাচ মানেই বাড়তি অ্যাড্রিনালিন ক্ষরণ ৷

এই মরশুমের শুরুতেই এএফসি কাপের গ্রুপ পর্বের প্রথম লেগে রয় কৃষ্ণাদের বিরুদ্ধে 4-0 গোলে সহজ জয় তুলে আনলেও, তারপর আইএসএলের দুই পর্বে জিততে পারেননি জেসন কামিংসরা ৷ প্রথম পর্ব 2-2 গোলে ড্র করার পাশাপাশি, দ্বিতীয় পর্বে 0-0 ড্র করেছে মোহনবাগান ৷ তবে, এএফসি কাপের গ্রুপ স্টেজের ফিরতি লেগের ম্যাচে আবার 2-5 গোলে হারতে হয়েছে কিয়ান নাসিরিদের ৷ এমন পরিস্থিতিতেই সেমিফাইনাল খেলতে নামছে দুই দল ৷

হাবাস বলেন, "অতীত নিয়ে ভাবছি না ৷ বর্তমান নিয়েই ভাবছি ৷ প্রতিপক্ষের কোচ লোবেরো খুবই ভালো ৷ কঠিন ম্যাচ হতে চলেছে ৷ আমাদের লক্ষ্য হবে 90 মিনিটের মধ্যেই ম্যাচের ইতিবাচক ফলাফল করা ৷" সাহাল আবদুল সামাদের চোটও অতীত ৷ এখন সাহাল পুরোপুরি ফিট ৷ হাবাস জানিয়েছেন, "সাহাল এখন একশো শতাংশ ফিট ৷ শুধু সাহাল নয়, দলের সব ফুটবলারই সুস্থ ৷"

মঙ্গলবার ভুবনেশ্বরের গরম চিন্তার কারণ হতে পারে জেসন কামিংসদের ৷ তবে, পেশাদারী মানসিকতায় বিষয়টি উড়িয়ে দিয়ে হাবাসের বক্তব্য, "শুধু আমাদের কেন, একই সমস্যা হবে আমাদের প্রতিপক্ষেরও ৷ দু’দলের ফুটবলাররাই পেশাদার ৷ তাই এগুলো নিয়ে আলাদা করে ভাবছি না ৷" হাবাস বনাম লোবেরোর ফুটবল বুদ্ধির দ্বৈরথ ৷ মঙ্গলবার ভুবনেশ্বরে কি ফের নৌকাডুবি, নাকি প্রাক্তনী কাঁটা উপড়ে হাবাস ম্যাজিকের দেখা মিলবে ৷ উত্তর মিলবে সঠিক সময়ে ৷

আরও পড়ুন:

  1. হাবাসহীন অনুশীলনে ওড়িশা বধের প্রস্তুতি শুরু মোহনবাগানের
  2. নজর প্লে-অফে, ফিরতি লেগে লখনউয়ের বিরুদ্ধে বদলার খোঁজে চেন্নাই
  3. শতরানে 'যশস্বী' জয়সওয়াল, রোহিতদের হারিয়ে মগডালে অবস্থান মজবুত করল রয়্যালস
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.