কলকাতা, 9 নভেম্বর: বিদেশ-বিভুঁইয়ে খেলতে গিয়ে ফুটবলাররা নিজেদের পছন্দের জিনিস বেছে নেন। মোহনবাগান সুপার জায়ান্টের অজি ফুটবলার দিমিত্রি পেত্রাতোস যুবভারতী ক্রীড়াঙ্গন সংলগ্ন দত্তাবাদের খুদেদের সঙ্গে সুযোগ পেলেই ফুটবল খেলেন। তেমনই সবুজ-মেরুন সংসারের আরেক অজি ফুটবলার টম আলড্রেড মজেছেন বাঙালি রান্নার পদে। কী সেই পদ? ওড়িশা ম্যাচ খেলতে যাওয়ার আগে আলড্রেড জানালেন, ডাব চিংড়ি তাঁর মনে ধরেছে ৷
মোহনবাগানের প্রতীক চিংড়ি মাছ। সেকথা মাথায় রেখেই আলবার্তো ডাব চিংড়ি খেয়েছেন এবং দারুণ লেগেছে। আলু পোস্ত খেয়েও মজেছেন তিনি। তবে ইলিশ মাছের বিভিন্ন পদকে বেশ মশলাদার মনে হয়েছে তাঁর। প্রতিপক্ষ ইস্টবেঙ্গলের প্রতীক বলেই কি ইলিশ ভালোলাগেনি। হেসে অবশ্য আলড্রেড জানালেন, মাঠে ইস্টবেঙ্গলকে হারানোই বেশি পছন্দ তাঁর ৷
রবিবার ওড়িশা এফসি ম্যাচ খেলতে উড়ে যাওয়ার আগেরদিন মোহনাবাগান ফুটবলাররা নিজেদের মাঠে নিবিড় অনুশীলন করেন। শুক্রবার ক্লাব লনে দেখা যায় অভিনব ছবি। কলিঙ্গ রাজ্যে দলকে সমর্থন করতে উড়ে যাওয়ার আগে একদল সমর্থক ঢাক বাজিয়ে উচ্চস্বরে গান গেয়ে সমর্থন করেন ফুটবলারদের। তাঁদের মধ্যে নজর কাড়ে এক খুদে ভক্ত। মোহনবাগানের নানা উজ্জ্বল মুহূর্তের ছবি এনে ফুটবলারদের সই নেয় সে। তার প্রার্থনা, যেন ওড়িশা এফসি'র বিরুদ্ধেও এরকম কোনও মুহূর্তকে সে ফ্রেমে বাঁধিয়ে রাখতে পারে।
শুধু সমর্থকরাই নন, শেষ তিন ম্যাচ জিতে ফুটবলাররাও রয়েছেন ফুরফুরে মেজাজে। প্রস্তুতিতেও ধরা পড়ল সেই ছবি। জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোসরা খুনসুটিতে মাতলেন সাহাল আব্দুল সামাদ, দীপক টাংরিদের সঙ্গে। দলের শক্তি এতটাই যে, গ্রেগ স্টুয়ার্টের অনুশীলন না-করাও বিন্দুমাত্র ভাবাচ্ছে না কোচ হোসে মোলিনাকে। এমনকি ওড়িশাতেও হয়তো যাবেন না গ্রেগ। পরিবর্তে শুরু করবেন দিমি।
Snaps from today’s training 📸🫡#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/6OkqAM8foy
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) November 8, 2024
গ্রেগকে নিয়ে কোচ মোলিনা সাংবাদিক বৈঠকে বলেন, "গ্রেগ না-খেলতে পারলেও দিমিত্রি, সাহালের মতো বিকল্প রয়েছে। গ্রেগের হাল্কা চোট রয়েছে। শনিবার অনুশীলনের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।" চোট সারিয়ে ফিরে বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি আশিক কুরুনিয়ান। তাঁকে পরিবর্ত হিসেবে দেখা যেতে পারে। দীপকের জায়গায় রয় কৃষ্ণাদের বিরুদ্ধে ম্যাচে সম্ভবত ফিরছেন আপুইয়া।