ETV Bharat / sports

ডুরান্ডের শিক্ষা কাজে লাগাতে চান, প্রতিটি ম্যাচকেই ফাইনাল বলছেন হোসে মোলিনা - Mohun Bagan

Mohun Bagan Coach Jose Francisco Molina: ডুরান্ডে এগিয়ে গিয়েও হারতে হয়েছিল ৷ যদিও তা নিয়ে ভাবতে নারাজ সবুজ-মেরুনের হেডস্যর ৷ মোলিনা বলছেন, ধাপে ধাপে আইএসএল জেতার দিকে এগিয়ে যাওয়াই মূল লক্ষ্য ৷

Mohun Bagan Coach Jose Francisco Molina
প্রতিটি ম্যাচকেই ফাইনাল বলছেন হোসে মোলিনা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 5, 2024, 6:12 AM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর: গত মরশুম আন্তেনিয়ো লোপেস হাবাসের প্রশিক্ষণে লিগ-শিল্ড জয়ের প্রথম স্বাদ পেয়েছিল সবুজ-মেরুন । কিন্তু ফাইনালে সেরার তকমা নিয়ে নামলেও ঘরের মাঠে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে হারতে হয় । তবে হাবাসের পদাঙ্ক অনুসরণ করতে রাজি নন মোলিনা । অতীত নয়, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে নতুন মরশুমে নতুনভাবে মোহনবাগান সুপার জায়ান্টের দিক ঠিক করতে চান ।

প্রতিটি ম্যাচকেই ফাইনাল বলছেন হোসে মোলিনা (ইটিভি ভারত)

আইএসএল মিডিয়া ডে অনুষ্ঠানে যোগ দিয়ে হোসে মোলিনা স্পষ্ট জানিয়ে দিলেন, “গত মরসুমে কী হয়েছে, তা নিয়ে আদৌ ভাবতে চাই না । জানি গত মরসুমে মোহনবাগান লিগ-শিল্ড জিতেছিল । এটা আলাদা মরশুম ৷ নতুনভাবে শুরু করতে চাই । আমাদের সেই নিয়ে ভাবলে চলবে না ।” ডুরান্ড কাপের ব্যর্থতা এখন অতীত মোলিনার সংসারে । দরজায় কড়া নাড়ছে আইএসএল । উদ্বোধনী ম্যাচে গতবারের চ‌্যাম্পিয়ন মুম্বই সিটি এফসির মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট । আইএসএলে এই দুই দলের দ্বৈরথ মানেই বাড়তি অ্যাড্রিনালিন ক্ষরণ । সেকথা মাথায় রেখেই নতুন মরশুমে মতুনভাবে শুরু করতে চান । পিছন ফিরে তাকাতে চান না।

দ্রিমিত্রি পেত্রাতোস, জেসন কামিংস, আশিক কুরুনিয়ানকে নিয়ে মোলিনা ‘মিডিয়া ডে’ উপলক্ষ‌্যে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন । বাগানের হেজস্যর বলছেন, “ডুরান্ডের ফাইনাল নিয়ে একেবারেই খুশি নই । তবে সেই অতীত আঁকড়ে পড়ে থাকতে চাই না । নতুনভাবে সামনের দিকে এগিয়ে যাওয়াই প্রাথমিক লক্ষ‌্য ৷” এক ঝলকে তাঁকে দেখলে প্রফেসর মনে হয় । তবে আপাত গাম্ভীর্যের আড়ালে রসিকতা রয়েছে কথায় । অবশ্য বেচাল প্রশ্নের উত্তর চাইলে তিনি কড়া ।

Mohun Bagan
ধাপে ধাপে আইএসএল জেতার দিকে এগিয়ে যাওয়াই মূল লক্ষ্য (ইটিভি ভারত)

জেমি ম্যাকলারেন কতটা ফিট ? প্রশ্ন শেষ হওয়ার আগেই সবুজ-মেরুন চাণক্যের উত্তর, “আমি ডাক্তার নই । ফুটবল কোচ । চোট কতটা বা কী রকম রয়েছে তা ডাক্তার বলতে পারবে । কোচ নয় ।” আশিক কুরুনিয়ান জানিয়েছেন, তিনি খেলার মত জায়গায় চলে এসেছেন । প্রায় একটা মরশুম চোটের জন্য খেলতে পারেননি । প্রথম ম্যাচে মাঠে নামার জন্য তৈরি । কোচ যেভাবে ব্যবহার করবেন, তাতেই নিজেকে নিঙড়ে দেবেন বলে জানিয়েছেন ।

শক্তিশালী দল গড়েও ডুরান্ড কাপের ব্যর্থতা সবুজ-মেরুন সংসারের ছন্দে কিছুটা টাল খাইয়েছে । সেইজন্যই মোলিনার কপালের বলিরেখার সংখ্যা বেড়েছে । বলিরেখা বৃদ্ধির কারণ দলের ভঙ্গুর রক্ষণ । যদিও সরাসরি তা নিয়ে কিছু বলছেন না । তবে রক্ষণের অবস্থা ফুটিফাটা । মেরামত প্রধান পরীক্ষা, তা বোঝার জন‌্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই । মোলিনা মুখে বলছেন, “ডুরান্ড কাপের ফাইনাল থেকে শিক্ষা নিতে হবে । সবেমাত্র এক মাস হয়েছে, আমরা প্রস্তুতি শুরু করেছি । অনেক জায়গার ফাঁকফোকর মেরামত করতে হবে । তবে দলের পারফরম‌্যান্স নিয়ে খুশি । ভাল কিছু করার ব‌্যাপারে আত্মবিশ্বাসী । আমাদের কাছে প্রতিটি ম্যাচ ফাইনাল । একই মানসিকতায় আমাদের পুরো নব্বই মিনিট খেলে যেতে হবে । ঢিলে দেওয়ার জায়গা নেই ৷”

বুধবার থেকেই অনুশীলন শুরু করলেন মোহনবাগান ফুটবলাররা । বেশি দূর না-ভেবে ধাপে ধাপে এগোনোর কথা বলছেন কোচ । আইএসএল এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগের খেলার মধ্যে ভারসাম্যের কথা উঠলেও সেই ধাপে ধাপে এগোনোর কথা । তাই আইএসএলের প্রথম প্রতিপক্ষ মুম্বই সিটি এফসিকে নিয়েই ভাবছেন মোলিনা । বৃহস্পতিবার থেকেই দলের সঙ্গে যোগ দেবেন অস্ট্রেলীয় বিশ্বকাপার জেমি ম‌্যাকলারেনও ।

কোচের সঙ্গে আসা দুই অস্ট্রেলীয় তারকা দিমিত্রি পেত্রাতোস এবং জেসন কামিংসের গলায় কোচের কথারই প্রতিধ্বনি । কোচ পরিবর্তনে তাঁর খেলা বদলাবে না বলেই জানিয়ে দিলেন দিমিত্রি । তাঁর কথায়, “আমি কোনও লক্ষ‌্য নিয়ে খেলতে নামি না । আমরা পেশাদার ফুটবলার । ফলে নিজেদের সেরাটা দেওয়াই আমার কাঙ্খিত লক্ষ‌্য । প্রত‌্যেক মরশুমে আমি নতুনভাবে শুরু করি । কয়েকদিন পরেই আমাদের আসল মঞ্চে খেলতে হবে । দল হিসেবে আরও উন্নতি করতে হবে । ফলে প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চাই না ।” দিমিত্রির সুরে সুর মেলালেন কামিংসও । তাঁর কথায়, “কোচ আমাদের সঙ্গে বন্ধুর মতো মেশেন । ফলে ওঁর আস্থার মর্যাদা রাখতে চাই ।”

আরও পড়ুন:

কলকাতা, 5 সেপ্টেম্বর: গত মরশুম আন্তেনিয়ো লোপেস হাবাসের প্রশিক্ষণে লিগ-শিল্ড জয়ের প্রথম স্বাদ পেয়েছিল সবুজ-মেরুন । কিন্তু ফাইনালে সেরার তকমা নিয়ে নামলেও ঘরের মাঠে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে হারতে হয় । তবে হাবাসের পদাঙ্ক অনুসরণ করতে রাজি নন মোলিনা । অতীত নয়, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে নতুন মরশুমে নতুনভাবে মোহনবাগান সুপার জায়ান্টের দিক ঠিক করতে চান ।

প্রতিটি ম্যাচকেই ফাইনাল বলছেন হোসে মোলিনা (ইটিভি ভারত)

আইএসএল মিডিয়া ডে অনুষ্ঠানে যোগ দিয়ে হোসে মোলিনা স্পষ্ট জানিয়ে দিলেন, “গত মরসুমে কী হয়েছে, তা নিয়ে আদৌ ভাবতে চাই না । জানি গত মরসুমে মোহনবাগান লিগ-শিল্ড জিতেছিল । এটা আলাদা মরশুম ৷ নতুনভাবে শুরু করতে চাই । আমাদের সেই নিয়ে ভাবলে চলবে না ।” ডুরান্ড কাপের ব্যর্থতা এখন অতীত মোলিনার সংসারে । দরজায় কড়া নাড়ছে আইএসএল । উদ্বোধনী ম্যাচে গতবারের চ‌্যাম্পিয়ন মুম্বই সিটি এফসির মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট । আইএসএলে এই দুই দলের দ্বৈরথ মানেই বাড়তি অ্যাড্রিনালিন ক্ষরণ । সেকথা মাথায় রেখেই নতুন মরশুমে মতুনভাবে শুরু করতে চান । পিছন ফিরে তাকাতে চান না।

দ্রিমিত্রি পেত্রাতোস, জেসন কামিংস, আশিক কুরুনিয়ানকে নিয়ে মোলিনা ‘মিডিয়া ডে’ উপলক্ষ‌্যে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন । বাগানের হেজস্যর বলছেন, “ডুরান্ডের ফাইনাল নিয়ে একেবারেই খুশি নই । তবে সেই অতীত আঁকড়ে পড়ে থাকতে চাই না । নতুনভাবে সামনের দিকে এগিয়ে যাওয়াই প্রাথমিক লক্ষ‌্য ৷” এক ঝলকে তাঁকে দেখলে প্রফেসর মনে হয় । তবে আপাত গাম্ভীর্যের আড়ালে রসিকতা রয়েছে কথায় । অবশ্য বেচাল প্রশ্নের উত্তর চাইলে তিনি কড়া ।

Mohun Bagan
ধাপে ধাপে আইএসএল জেতার দিকে এগিয়ে যাওয়াই মূল লক্ষ্য (ইটিভি ভারত)

জেমি ম্যাকলারেন কতটা ফিট ? প্রশ্ন শেষ হওয়ার আগেই সবুজ-মেরুন চাণক্যের উত্তর, “আমি ডাক্তার নই । ফুটবল কোচ । চোট কতটা বা কী রকম রয়েছে তা ডাক্তার বলতে পারবে । কোচ নয় ।” আশিক কুরুনিয়ান জানিয়েছেন, তিনি খেলার মত জায়গায় চলে এসেছেন । প্রায় একটা মরশুম চোটের জন্য খেলতে পারেননি । প্রথম ম্যাচে মাঠে নামার জন্য তৈরি । কোচ যেভাবে ব্যবহার করবেন, তাতেই নিজেকে নিঙড়ে দেবেন বলে জানিয়েছেন ।

শক্তিশালী দল গড়েও ডুরান্ড কাপের ব্যর্থতা সবুজ-মেরুন সংসারের ছন্দে কিছুটা টাল খাইয়েছে । সেইজন্যই মোলিনার কপালের বলিরেখার সংখ্যা বেড়েছে । বলিরেখা বৃদ্ধির কারণ দলের ভঙ্গুর রক্ষণ । যদিও সরাসরি তা নিয়ে কিছু বলছেন না । তবে রক্ষণের অবস্থা ফুটিফাটা । মেরামত প্রধান পরীক্ষা, তা বোঝার জন‌্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই । মোলিনা মুখে বলছেন, “ডুরান্ড কাপের ফাইনাল থেকে শিক্ষা নিতে হবে । সবেমাত্র এক মাস হয়েছে, আমরা প্রস্তুতি শুরু করেছি । অনেক জায়গার ফাঁকফোকর মেরামত করতে হবে । তবে দলের পারফরম‌্যান্স নিয়ে খুশি । ভাল কিছু করার ব‌্যাপারে আত্মবিশ্বাসী । আমাদের কাছে প্রতিটি ম্যাচ ফাইনাল । একই মানসিকতায় আমাদের পুরো নব্বই মিনিট খেলে যেতে হবে । ঢিলে দেওয়ার জায়গা নেই ৷”

বুধবার থেকেই অনুশীলন শুরু করলেন মোহনবাগান ফুটবলাররা । বেশি দূর না-ভেবে ধাপে ধাপে এগোনোর কথা বলছেন কোচ । আইএসএল এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগের খেলার মধ্যে ভারসাম্যের কথা উঠলেও সেই ধাপে ধাপে এগোনোর কথা । তাই আইএসএলের প্রথম প্রতিপক্ষ মুম্বই সিটি এফসিকে নিয়েই ভাবছেন মোলিনা । বৃহস্পতিবার থেকেই দলের সঙ্গে যোগ দেবেন অস্ট্রেলীয় বিশ্বকাপার জেমি ম‌্যাকলারেনও ।

কোচের সঙ্গে আসা দুই অস্ট্রেলীয় তারকা দিমিত্রি পেত্রাতোস এবং জেসন কামিংসের গলায় কোচের কথারই প্রতিধ্বনি । কোচ পরিবর্তনে তাঁর খেলা বদলাবে না বলেই জানিয়ে দিলেন দিমিত্রি । তাঁর কথায়, “আমি কোনও লক্ষ‌্য নিয়ে খেলতে নামি না । আমরা পেশাদার ফুটবলার । ফলে নিজেদের সেরাটা দেওয়াই আমার কাঙ্খিত লক্ষ‌্য । প্রত‌্যেক মরশুমে আমি নতুনভাবে শুরু করি । কয়েকদিন পরেই আমাদের আসল মঞ্চে খেলতে হবে । দল হিসেবে আরও উন্নতি করতে হবে । ফলে প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চাই না ।” দিমিত্রির সুরে সুর মেলালেন কামিংসও । তাঁর কথায়, “কোচ আমাদের সঙ্গে বন্ধুর মতো মেশেন । ফলে ওঁর আস্থার মর্যাদা রাখতে চাই ।”

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.