ETV Bharat / sports

বিশালের ‘বিশ্বস্ত’ হাতে ডুরান্ড ফাইনালে মোহনবাগান - Durand Cup 2024 - DURAND CUP 2024

Mohun Bagan in Durand Cup 2024: ইস্টবেঙ্গল ব্যর্থ ৷ ডুরান্ডে বাংলার অস্তিত্ব রক্ষার দায় ছিল মোহনবাগানের ।

Mohun Bagan
মোহনবাগান (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 27, 2024, 7:45 PM IST

Updated : Aug 27, 2024, 8:25 PM IST

কলকাতা, 27 অগস্ট: কোয়ার্টার ফাইনালের পরে সেমিফাইনালেও বিশাল হাতে সাফল্য মোহনবাগান সুপার জায়ান্টের । নির্ধারিত 90 মিনিট 2-2 থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে । সেখানে বাজিমাত বিশাল কাইথের । টানা দ্বিতীয়বার ডুরান্ড ফাইনাল খেলবে মোহনবাগান ।

মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে গোল কামিন্স, মনবীর, লিস্টন, পেত্রাতোসের । গোল করতে পারেনধি স্টুয়ার্ট । বেঙ্গালুরু এফসির হয়ে গোল এডগার, রাহুল ভেকে, পেড্রোর। গোল করতে পারেননি হোলিচরন নার্জারি এবং জোহানোভিচ । শেষ আটের পরে শেষ চারেও কাইথের বিশাল হাতে সবুজ-মেরুন ডুরান্ড কাপের ফাইনালে । এই নিয়ে ৩০ বার ডুরান্ড ফাইনালে উঠল বাগান ।

প্রতিআক্রমণে ভর দিয়ে সবুজ-মেরুন রক্ষণে ফাটল ধরানোর চেষ্টায় সফল হয়েছিল বেঙ্গালুরু এফসি ৷ যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানকে 2-0 গোলে পেছনে ফেলে দিয়েছিল সুনীল ছেত্রীরা । পেনাল্টি থেকে বেঙ্গালুরু এফসির প্রথম গোল সুনীল ছেত্রীর । দ্বিতীয় গোল বিনীথের । যদিও দু’টি গোলই ফেরত দিয়ে দেয় মোহনবাগান সুপার জায়ান্ট ৷ স্পটকিক থেকে গোল করেন দ্রিমিত্রি পেত্রাতোস ৷ দুরন্ত শটে সমতা ফেরান অনিরুদ্ধ থাপা ।

মোহনবাগানের মাঝমাঠের ব্যর্থতা বেঙ্গালুরুর কাজ সহজ করে দিয়েছিল ৷ কিন্তু মোহনবাগানের আক্রমণভাগকে শুধু প্রতিআক্রমণ নির্ভর কৌশলে থামানো কঠিন । পোস্টে লেগে প্রতিহত না-হলে এবং একাধিক সহজ সুযোগ নষ্ট না-করলে মোলিনার ছেলেরা 90 মিনিটেই ম্যাচ শেষ করে ফেলতে পারত ৷

কলকাতা, 27 অগস্ট: কোয়ার্টার ফাইনালের পরে সেমিফাইনালেও বিশাল হাতে সাফল্য মোহনবাগান সুপার জায়ান্টের । নির্ধারিত 90 মিনিট 2-2 থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে । সেখানে বাজিমাত বিশাল কাইথের । টানা দ্বিতীয়বার ডুরান্ড ফাইনাল খেলবে মোহনবাগান ।

মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে গোল কামিন্স, মনবীর, লিস্টন, পেত্রাতোসের । গোল করতে পারেনধি স্টুয়ার্ট । বেঙ্গালুরু এফসির হয়ে গোল এডগার, রাহুল ভেকে, পেড্রোর। গোল করতে পারেননি হোলিচরন নার্জারি এবং জোহানোভিচ । শেষ আটের পরে শেষ চারেও কাইথের বিশাল হাতে সবুজ-মেরুন ডুরান্ড কাপের ফাইনালে । এই নিয়ে ৩০ বার ডুরান্ড ফাইনালে উঠল বাগান ।

প্রতিআক্রমণে ভর দিয়ে সবুজ-মেরুন রক্ষণে ফাটল ধরানোর চেষ্টায় সফল হয়েছিল বেঙ্গালুরু এফসি ৷ যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানকে 2-0 গোলে পেছনে ফেলে দিয়েছিল সুনীল ছেত্রীরা । পেনাল্টি থেকে বেঙ্গালুরু এফসির প্রথম গোল সুনীল ছেত্রীর । দ্বিতীয় গোল বিনীথের । যদিও দু’টি গোলই ফেরত দিয়ে দেয় মোহনবাগান সুপার জায়ান্ট ৷ স্পটকিক থেকে গোল করেন দ্রিমিত্রি পেত্রাতোস ৷ দুরন্ত শটে সমতা ফেরান অনিরুদ্ধ থাপা ।

মোহনবাগানের মাঝমাঠের ব্যর্থতা বেঙ্গালুরুর কাজ সহজ করে দিয়েছিল ৷ কিন্তু মোহনবাগানের আক্রমণভাগকে শুধু প্রতিআক্রমণ নির্ভর কৌশলে থামানো কঠিন । পোস্টে লেগে প্রতিহত না-হলে এবং একাধিক সহজ সুযোগ নষ্ট না-করলে মোলিনার ছেলেরা 90 মিনিটেই ম্যাচ শেষ করে ফেলতে পারত ৷

Last Updated : Aug 27, 2024, 8:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.