ETV Bharat / sports

আজ নবাবের শহরে ডার্বির উত্তাপ, ইস্টবেঙ্গলের আইএসএল দলে নেই আনোয়ার - LUCKNOW HOST MB VS EB DERBY - LUCKNOW HOST MB VS EB DERBY

Mohun Bagan to play in Lucknow after 69 Years: নবাবের শহরে সন্ধ্যা সাড়ে ছটা থেকে নবনির্মিত স্টেডিয়ামে বাঙালির চিরকালীন ডার্বির আমেজ ৷ ফলে প্রীতি ম্যাচ হলেও আইএসএলের আগে নবাবের শহরে আজ ডার্বির মজা নিতে পারবেন লাল-হলুদ ও সবুজ-মেরুন সমর্থকরা ৷

MB VS EB DERBY MATCH
আজ নবাবের শহরে ডার্বির উত্তাপ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2024, 8:30 AM IST

কলকাতা, 2 সেপ্টেম্বর: নবাবের শহরে আজ 'কলকাতা ডার্বি'র দামামা ! লখনউ সেন্ট্রাল স্পোর্টস ন্যাশানাল স্টেডিয়াম উদ্বোধন উপলক্ষ্যে ডার্বির আয়োজন করা হয়েছে ৷ সোমবার কলকাতার দুই দল ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্ট মুখোমুখি। নবাবের শহরে সন্ধ্যা সাড়ে ছটা থেকে নবনির্মিত স্টেডিয়ামে বাঙালির চিরকালীন ডার্বির আমেজ ৷ ফলে কিছুটা হলেও দুই প্রধানের সমর্থকদের মধ্যে আগ্রহের পারদ চড়তে শুরু করেছে ৷

কলকাতায় প্রশাসনিক এবং সামাজিক অস্থিরতার কারণে বাতিল হয়েছে ডুরান্ড কাপে ডার্বি ম্যাচ ৷ দু'দিন আগেই যুবভারতীয় স্টেডিয়ামে ডুরান্ড ফাইনালে টাইব্রেকারে মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে ট্রফি জিতে নিয়েছে নর্থ-ইস্ট ইউনাইটেড ৷ টুর্নামেন্ট শেষ হয়ে গেলেও আজ ভিন রাজ্যে প্রীতি ম্যাচে মুখোমুখি কলকাতার দুই প্রধান ৷ ডুরান্ড কাপে ডার্বি বাতিল হওয়ায় দুই দলের সমর্থকদের ডার্বি দেখতে অপেক্ষা করতে হত আইএসএল পর্যন্ত ৷ কিন্তু, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকদের জন্য সুখবর ৷ নবাবের শহরে আজ ঘরে বসেও ডার্বির মজা নিতে পারবেন লাল-হলুদ ও সবুজ-মেরুন সমর্থকরা ৷

অন্যদিকে, আইএসএলে প্রথম ম্যাচ খেলতে নামার সপ্তাহ দু'য়েক আগে ফুটবলারদের নাম নথিভুক্ত করাল ইস্টবেঙ্গল ৷ ডিফেন্ডারদের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে আনোয়ার আলির নাম নেই ৷ পরিবর্তে রাখা হয়েছে খাবরাকে ৷ ডিফেন্ডারদের তালিকায় রয়েছেন এড‌উইন বংশপাল, গুরসীমরত গিল, হিজাজি মাহের, হেক্তর ইউসতে, লাল চুংনুঙ্গা, মার্ক জোথানপুইয়া, মহম্মদ রাকিপ, মনোতোষ চাকলাদার, নিশু কুমার, হরমনজ্যোত সিং খাবরা।

EAST BENGAL
ইস্টবেঙ্গলের আইএসএল দলে নেই আনোয়ার (নিজস্ব চিত্র)

চলতি মরশুমে দলবদলে সবচেয়ে আলোচিত ছিল আনোয়ার আলির ক্লাব পরিবর্তন ৷ মোহনবাগান সুপার জায়ান্টে গতবছর লিয়েনে সই করা ভারতীয় ডিফেন্ডার নতুন বছরে লাল-হলুদে ৷ গত বছর চার বছরের জন্য লিয়েনে দিল্লি এফসি থেকে সবুজ-মেরুনে গিয়েছিলেন আনোয়ার ৷ কিন্তু দীর্ঘমেয়াদি পাকা চুক্তির কথা বলে এবং লিয়েনে দলবদলের ফিফার নতুন নিয়ম দেখিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট থেকে দল ইস্টবেঙ্গলে আসে আনোয়ার। বর্তমানে তিনি ভারতীয় দলের শিবিরে রয়ছেন ৷ ইস্টবেঙ্গল তাঁকে পাঁচ বছরের জন্য চুক্তি করেছে ৷ কিন্তু প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি তাঁর দল পরিবর্তনে সম্মতি দিলেও, শাস্তির ইঙ্গিত দিয়ে রেখেছে ৷ এই কারণেই সম্ভবত ইস্টবেঙ্গল আইএসএলের দলে আপাতত নথিভুক্ত করায়নি আনোয়ারকে।

এমনকি ডুরান্ড কাপেও খেলায়নি এবং কলকাতা লিগেও নথিভুক্ত করানো হয়নি আনোয়ারের নাম। ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানান, যেকোনও সময়ই যেকোনও ফুটবলারের নাম নথিভুক্ত করা যায়। তাই আনোয়ারের নথিভুক্তিকরণ না-হওয়া বড় বিষয় নয়। ইস্টবেঙ্গলের ডিফেন্ডারদের যে তালিকা আইএসএলে নথিভুক্ত হয়েছে তাতে আশ্চর্যজনকভাবে নাম রয়েছে হরমনজ্যোৎ সিং খাবরার। গত মরশুমের আইএসএলে প্রথম দিকে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। ফিট হয়ে শেষের দিকে কয়েকটি ম্যাচে পরিবর্ত হিসেবে খেলেছিলেন। নতুন মরশুমে দলের সঙ্গে একদিনও প্র্যাকটিস করেননি।

ক্লাব স্বীকার না-করলেও একাংশ বলছে দলের সাইডব্যাক সমস্যা মেটাতেই খাবড়ার নাম নথিভুক্ত করা হয়েছে। অথচ কলকাতা লিগে ভালো খেলা হীরা মণ্ডলকে সিনিয়র দলে রাখা হয়নি। 14 সেপ্টেম্বর আইএসএলে প্রথম ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল ৷ কান্তিরাভায় প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। ডুরান্ডের ব্যর্থতা সরিয়ে আইএসএলে ঘুরে দাঁড়ানোর ডাক কোচ কার্লেস কুয়াদ্রাতের ৷

কলকাতা, 2 সেপ্টেম্বর: নবাবের শহরে আজ 'কলকাতা ডার্বি'র দামামা ! লখনউ সেন্ট্রাল স্পোর্টস ন্যাশানাল স্টেডিয়াম উদ্বোধন উপলক্ষ্যে ডার্বির আয়োজন করা হয়েছে ৷ সোমবার কলকাতার দুই দল ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্ট মুখোমুখি। নবাবের শহরে সন্ধ্যা সাড়ে ছটা থেকে নবনির্মিত স্টেডিয়ামে বাঙালির চিরকালীন ডার্বির আমেজ ৷ ফলে কিছুটা হলেও দুই প্রধানের সমর্থকদের মধ্যে আগ্রহের পারদ চড়তে শুরু করেছে ৷

কলকাতায় প্রশাসনিক এবং সামাজিক অস্থিরতার কারণে বাতিল হয়েছে ডুরান্ড কাপে ডার্বি ম্যাচ ৷ দু'দিন আগেই যুবভারতীয় স্টেডিয়ামে ডুরান্ড ফাইনালে টাইব্রেকারে মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে ট্রফি জিতে নিয়েছে নর্থ-ইস্ট ইউনাইটেড ৷ টুর্নামেন্ট শেষ হয়ে গেলেও আজ ভিন রাজ্যে প্রীতি ম্যাচে মুখোমুখি কলকাতার দুই প্রধান ৷ ডুরান্ড কাপে ডার্বি বাতিল হওয়ায় দুই দলের সমর্থকদের ডার্বি দেখতে অপেক্ষা করতে হত আইএসএল পর্যন্ত ৷ কিন্তু, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকদের জন্য সুখবর ৷ নবাবের শহরে আজ ঘরে বসেও ডার্বির মজা নিতে পারবেন লাল-হলুদ ও সবুজ-মেরুন সমর্থকরা ৷

অন্যদিকে, আইএসএলে প্রথম ম্যাচ খেলতে নামার সপ্তাহ দু'য়েক আগে ফুটবলারদের নাম নথিভুক্ত করাল ইস্টবেঙ্গল ৷ ডিফেন্ডারদের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে আনোয়ার আলির নাম নেই ৷ পরিবর্তে রাখা হয়েছে খাবরাকে ৷ ডিফেন্ডারদের তালিকায় রয়েছেন এড‌উইন বংশপাল, গুরসীমরত গিল, হিজাজি মাহের, হেক্তর ইউসতে, লাল চুংনুঙ্গা, মার্ক জোথানপুইয়া, মহম্মদ রাকিপ, মনোতোষ চাকলাদার, নিশু কুমার, হরমনজ্যোত সিং খাবরা।

EAST BENGAL
ইস্টবেঙ্গলের আইএসএল দলে নেই আনোয়ার (নিজস্ব চিত্র)

চলতি মরশুমে দলবদলে সবচেয়ে আলোচিত ছিল আনোয়ার আলির ক্লাব পরিবর্তন ৷ মোহনবাগান সুপার জায়ান্টে গতবছর লিয়েনে সই করা ভারতীয় ডিফেন্ডার নতুন বছরে লাল-হলুদে ৷ গত বছর চার বছরের জন্য লিয়েনে দিল্লি এফসি থেকে সবুজ-মেরুনে গিয়েছিলেন আনোয়ার ৷ কিন্তু দীর্ঘমেয়াদি পাকা চুক্তির কথা বলে এবং লিয়েনে দলবদলের ফিফার নতুন নিয়ম দেখিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট থেকে দল ইস্টবেঙ্গলে আসে আনোয়ার। বর্তমানে তিনি ভারতীয় দলের শিবিরে রয়ছেন ৷ ইস্টবেঙ্গল তাঁকে পাঁচ বছরের জন্য চুক্তি করেছে ৷ কিন্তু প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি তাঁর দল পরিবর্তনে সম্মতি দিলেও, শাস্তির ইঙ্গিত দিয়ে রেখেছে ৷ এই কারণেই সম্ভবত ইস্টবেঙ্গল আইএসএলের দলে আপাতত নথিভুক্ত করায়নি আনোয়ারকে।

এমনকি ডুরান্ড কাপেও খেলায়নি এবং কলকাতা লিগেও নথিভুক্ত করানো হয়নি আনোয়ারের নাম। ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানান, যেকোনও সময়ই যেকোনও ফুটবলারের নাম নথিভুক্ত করা যায়। তাই আনোয়ারের নথিভুক্তিকরণ না-হওয়া বড় বিষয় নয়। ইস্টবেঙ্গলের ডিফেন্ডারদের যে তালিকা আইএসএলে নথিভুক্ত হয়েছে তাতে আশ্চর্যজনকভাবে নাম রয়েছে হরমনজ্যোৎ সিং খাবরার। গত মরশুমের আইএসএলে প্রথম দিকে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। ফিট হয়ে শেষের দিকে কয়েকটি ম্যাচে পরিবর্ত হিসেবে খেলেছিলেন। নতুন মরশুমে দলের সঙ্গে একদিনও প্র্যাকটিস করেননি।

ক্লাব স্বীকার না-করলেও একাংশ বলছে দলের সাইডব্যাক সমস্যা মেটাতেই খাবড়ার নাম নথিভুক্ত করা হয়েছে। অথচ কলকাতা লিগে ভালো খেলা হীরা মণ্ডলকে সিনিয়র দলে রাখা হয়নি। 14 সেপ্টেম্বর আইএসএলে প্রথম ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল ৷ কান্তিরাভায় প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। ডুরান্ডের ব্যর্থতা সরিয়ে আইএসএলে ঘুরে দাঁড়ানোর ডাক কোচ কার্লেস কুয়াদ্রাতের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.