ETV Bharat / sports

শনিতে সামনে এফসি গোয়া, জয়ের খাতা খুলতে বদ্ধপরিকর মহমেডান - Indian Super League

author img

By ETV Bharat Sports Team

Published : 3 hours ago

Mohammedan Sporting in ISL 2024: আইএসএল আত্মপ্রকাশে হারতে হয়েছে মহমেডানকে ৷ এবার দ্বিতীয় ম্যাচে জয় পেতে মরিয়া ময়দানের তৃতীয় প্রধান ৷ শনিবার ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ এফসি গোয়া ৷

Mohammedan Sporting
জয়ের খাতা খুলতে বদ্ধপরিকর মহমেডান (ইটিভি ভারত)

কলকাতা, 20 সেপ্টেম্বর: অভিষেকে লড়াকু পারফরম্যান্সে হৃদয় জিতেছে মহমেডান স্পোর্টিং । এবার ম্যাচ জিততে চায় সাদা-কালো শিবির । শনিবার কিশোরভারতী স্টেডিয়ামে মহমেডানের প্রতিপক্ষ এফসি গোয়া ।

মহমেডান কোচ বলছেন, ‘‘আইএসএল আমাদের জন্য সম্পূর্ণ নতুন মঞ্চ ৷ আমরা যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের মানিয়ে নেব ৷ গত ম্যাচে নর্থইস্টের বিরুদ্ধে ভালো খেলেও হারতে হয়েছে । আমরা যতই অ্যাটাক করি না কেন, গোল না-পেলে সব অ্যাটাক‌ই ব্যর্থ । তাই পরের ম্যাচে আমরা লড়াই করব এবং গোল তুলে নেব ।’’

ফ্র্যাঞ্চাইজি ফি দিয়ে নয়, আই লিগ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় দল হিসেবে আইএসএলে খেলার যোগ্যতা অর্জন করেছে মহমেডান স্পোর্টিং । এর আগে পঞ্জাব এফসি আইলিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে অংশগ্রহণ করার কৃতিত্ব দেখিয়েছে । গত মরশুমে দলের বেশিরভাগ ফুটবলারকে ধরে রেখে সাদা-কালো ব্রিগেড ৷

আরও পড়ুন:

হেডস্যরের কথায়, গত কয়েক মরশুম ধরে এফসি গোয়া যথেষ্ট ভালো ফল করেছে ৷ ওদের অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যেরও সঠিক মিশ্রণ রয়েছে ৷ একই সঙ্গে তিনি বলেছেন, ‘‘নর্থইস্টের বিরুদ্ধে সত্তর মিনিটের পর আমরা প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম ৷ বাধ্য হয়ে আলেক্সিসকে তুলে নিতে হয় ৷ পরের ম্যাচে সেটা করলে চলবে না । গোয়ার বিরুদ্ধে শেষ মিনিট পর্যন্ত মনসংযোগ ধরে রাখতে হবে ৷’’

প্রথম ম্যাচে সংযুক্তি সময়ের গোলে তিন পয়েন্ট নিয়ে গিয়েছে ডুরান্ড চ্য়াম্পিয়ন নর্থইস্ট ৷ আইএসএলে’র দ্বিতীয় ম্যাচে সেই ভুলের পুনরাবৃত্তি করতে নারাজ ‘ব্ল্যাক প্যান্থার্স’ ৷ 13 নম্বর দল হিসেবে মহমেডান স্পোর্টিং দেশীয় ক্লাব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে খেলছে ৷ হেড স্যর আন্দ্রে চেরিনেশভের ছকে দেওয়া ব্লু-প্রিন্ট সামনে রেখে অভিষেক আইএসএলেই দাগ কাটতে বদ্ধপরিকর দেশের অন্যতম জৌলুশপূর্ণ ক্লাব ৷

আরও পড়ুন:

কলকাতা, 20 সেপ্টেম্বর: অভিষেকে লড়াকু পারফরম্যান্সে হৃদয় জিতেছে মহমেডান স্পোর্টিং । এবার ম্যাচ জিততে চায় সাদা-কালো শিবির । শনিবার কিশোরভারতী স্টেডিয়ামে মহমেডানের প্রতিপক্ষ এফসি গোয়া ।

মহমেডান কোচ বলছেন, ‘‘আইএসএল আমাদের জন্য সম্পূর্ণ নতুন মঞ্চ ৷ আমরা যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের মানিয়ে নেব ৷ গত ম্যাচে নর্থইস্টের বিরুদ্ধে ভালো খেলেও হারতে হয়েছে । আমরা যতই অ্যাটাক করি না কেন, গোল না-পেলে সব অ্যাটাক‌ই ব্যর্থ । তাই পরের ম্যাচে আমরা লড়াই করব এবং গোল তুলে নেব ।’’

ফ্র্যাঞ্চাইজি ফি দিয়ে নয়, আই লিগ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় দল হিসেবে আইএসএলে খেলার যোগ্যতা অর্জন করেছে মহমেডান স্পোর্টিং । এর আগে পঞ্জাব এফসি আইলিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে অংশগ্রহণ করার কৃতিত্ব দেখিয়েছে । গত মরশুমে দলের বেশিরভাগ ফুটবলারকে ধরে রেখে সাদা-কালো ব্রিগেড ৷

আরও পড়ুন:

হেডস্যরের কথায়, গত কয়েক মরশুম ধরে এফসি গোয়া যথেষ্ট ভালো ফল করেছে ৷ ওদের অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যেরও সঠিক মিশ্রণ রয়েছে ৷ একই সঙ্গে তিনি বলেছেন, ‘‘নর্থইস্টের বিরুদ্ধে সত্তর মিনিটের পর আমরা প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম ৷ বাধ্য হয়ে আলেক্সিসকে তুলে নিতে হয় ৷ পরের ম্যাচে সেটা করলে চলবে না । গোয়ার বিরুদ্ধে শেষ মিনিট পর্যন্ত মনসংযোগ ধরে রাখতে হবে ৷’’

প্রথম ম্যাচে সংযুক্তি সময়ের গোলে তিন পয়েন্ট নিয়ে গিয়েছে ডুরান্ড চ্য়াম্পিয়ন নর্থইস্ট ৷ আইএসএলে’র দ্বিতীয় ম্যাচে সেই ভুলের পুনরাবৃত্তি করতে নারাজ ‘ব্ল্যাক প্যান্থার্স’ ৷ 13 নম্বর দল হিসেবে মহমেডান স্পোর্টিং দেশীয় ক্লাব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে খেলছে ৷ হেড স্যর আন্দ্রে চেরিনেশভের ছকে দেওয়া ব্লু-প্রিন্ট সামনে রেখে অভিষেক আইএসএলেই দাগ কাটতে বদ্ধপরিকর দেশের অন্যতম জৌলুশপূর্ণ ক্লাব ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.