ETV Bharat / sports

শ্রীনিধির ড্র, আই লিগ খেতাবের খুবই কাছে মহমেডান স্পোর্টিং - I League - I LEAGUE

I-League 2023-24: শ্রীনিধি ডেকানের নেরোকা এফসি-র বিরুদ্ধে ম্যাচ ড্র করার পর আই লিগ জয়ের খুব কাছ মহামেডান স্পোর্টিং ৷ ট্রফি থেকে আর মাত্র একধাপ দূরে সাদা-কালো শিবির ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 5, 2024, 10:33 AM IST

কলকাতা, 5 এপ্রিল: শিলং লাজংয়ের বিরুদ্ধে নামার আগেই আই লিগ প্রায় নাগালে চলে এল মহমেডান স্পোর্টিংয়ের ৷ শিলং লাজংয়ের বিরুদ্ধে ড্র করলেই চ্যাম্পিয়ন হবে সাদা কালো শিবির ৷ ইফতার পার্টির আগে তাই খুশির হাওয়া রেড রোডের ধারে শতাব্দী প্রাচীন ক্লাব তাঁবুতে ৷ বৃহস্পতিবার নেরোকা এফসি-র বিরুদ্ধে শ্রীনিধি ডেকান 1-1 গোলে ড্র করল ৷ এর ফলে তারা বাকি দুই ম্যাচ অর্থাৎ ইন্টার কাশি ও শিলং লাজংয়ের বিরুদ্ধে জিতলেও সর্বোচ্চ পঞ্চাশ পয়েন্ট পাবে ৷

অন্যদিকে, মহমেডান স্পোর্টিং দাঁড়িয়ে আছে 49 পয়েন্টে ৷ তারা শনিবার গুয়াহাটিতে শিলং লাজংয়ের বিরুদ্ধে পরাজিত না হলে, চ্যাম্পিয়নয়ের খেতাব নিশ্চিত ৷ ম্যাচটি ড্র করতে পারলে তাদের পয়েন্ট হবে পঞ্চাশ ৷ যেহেতু মহমেডান স্পোর্টিং হেড-টু হেডে শ্রীনিধি ডেকানের থেকে এগিয়ে, তাই চ্যাম্পিয়ন হবে সাদা-কালো শিবির ৷ বৃহস্পতিবার শ্রীনিধি ডেকানের ম্যাচের দিকে নজর ছিল সবার ৷ 70 মিনিটে পেনাল্টি থেকে ডব্লিউ আর সিং গোল করে নেরোকা এফসিকে এগিয়ে দেন ৷

Sreenidi Deccan
আই লিগে শ্রীনিধি ডেকান বনাম নেরোকা এফসি ম্যাচ

একটা সময় মনে হয়েছিল শ্রীনিধি হয়তো হেরে যাবে ৷ কিন্তু, গোল শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে তারা ৷ 82 মিনিটে পেনাল্টি থেকে গোল করে শ্রীনিধিকে সমতায় ফেরান জে কাস্টানেডা ৷ বাকি সময় আক্রমণের ঝাঁজ বাড়ালেও শ্রীনিধি জয়ের কড়ি যোগাড় করতে পারেনি ৷ শ্রীনিধির ড্র করায় সুবিধা হলেও, মহমেডান স্পোর্টিং তা নিয়ে মাথা ঘামাতে নারাজ ৷ তারা ধাপে ধাপে লক্ষ্যপূরণ করতে চায় ৷ তাই শিলং লাজংয়ের বিরুদ্ধে তিন পয়েন্টই পাখির চোখ আন্দ্রে চেরিনেশভের দলের ৷

রেমসাঙ্গা ছাড়া দলে কারও চোট সমস্যা নেই ৷ তাঁর না থাকা নিয়ে বাড়তি চিন্তার চেয়ে, যাঁরা আছেন তাঁদের নিয়ের ছক কষছেন চেরিনেশভ ৷ শেষ ম্যাচে প্রথমে গোল করে এগিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি ৷ শিলং লাজংয়ের বিরুদ্ধে ঘর সামলে জয়ের জন্য ঝাপাতে চায় মহমেডান স্পোর্টিং ৷ সাদা-কালো দলের কোচ ফুটবলারদের বাড়তি চাপ নিতে নিষেধ করেছেন ৷ তারা বাকি দু’টি ম্যাচ থেকে পুরো 6 পয়েন্ট নিতে চান ৷ এখন দেখার ট্রফির আলো গুয়াহাটিতেই সাদা-কালো শিবিরে প্রবেশ করে কি না !

আরও পড়ুন:

  1. হাবাস-সামাদকে বাইরে রেখেই কি পঞ্জাবের বিরুদ্ধে মোহনবাগান ?
  2. কলকাতা লিগে 4 ভূমিপুত্র বাধ্যতামূলক করল আইএফএ
  3. ম্যাচ গড়াপেটায় উয়াড়ি, টালিগঞ্জ অগ্রগামীকে সাসপেন্ড করল আইএফএ; তদন্তে পুলিশ

কলকাতা, 5 এপ্রিল: শিলং লাজংয়ের বিরুদ্ধে নামার আগেই আই লিগ প্রায় নাগালে চলে এল মহমেডান স্পোর্টিংয়ের ৷ শিলং লাজংয়ের বিরুদ্ধে ড্র করলেই চ্যাম্পিয়ন হবে সাদা কালো শিবির ৷ ইফতার পার্টির আগে তাই খুশির হাওয়া রেড রোডের ধারে শতাব্দী প্রাচীন ক্লাব তাঁবুতে ৷ বৃহস্পতিবার নেরোকা এফসি-র বিরুদ্ধে শ্রীনিধি ডেকান 1-1 গোলে ড্র করল ৷ এর ফলে তারা বাকি দুই ম্যাচ অর্থাৎ ইন্টার কাশি ও শিলং লাজংয়ের বিরুদ্ধে জিতলেও সর্বোচ্চ পঞ্চাশ পয়েন্ট পাবে ৷

অন্যদিকে, মহমেডান স্পোর্টিং দাঁড়িয়ে আছে 49 পয়েন্টে ৷ তারা শনিবার গুয়াহাটিতে শিলং লাজংয়ের বিরুদ্ধে পরাজিত না হলে, চ্যাম্পিয়নয়ের খেতাব নিশ্চিত ৷ ম্যাচটি ড্র করতে পারলে তাদের পয়েন্ট হবে পঞ্চাশ ৷ যেহেতু মহমেডান স্পোর্টিং হেড-টু হেডে শ্রীনিধি ডেকানের থেকে এগিয়ে, তাই চ্যাম্পিয়ন হবে সাদা-কালো শিবির ৷ বৃহস্পতিবার শ্রীনিধি ডেকানের ম্যাচের দিকে নজর ছিল সবার ৷ 70 মিনিটে পেনাল্টি থেকে ডব্লিউ আর সিং গোল করে নেরোকা এফসিকে এগিয়ে দেন ৷

Sreenidi Deccan
আই লিগে শ্রীনিধি ডেকান বনাম নেরোকা এফসি ম্যাচ

একটা সময় মনে হয়েছিল শ্রীনিধি হয়তো হেরে যাবে ৷ কিন্তু, গোল শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে তারা ৷ 82 মিনিটে পেনাল্টি থেকে গোল করে শ্রীনিধিকে সমতায় ফেরান জে কাস্টানেডা ৷ বাকি সময় আক্রমণের ঝাঁজ বাড়ালেও শ্রীনিধি জয়ের কড়ি যোগাড় করতে পারেনি ৷ শ্রীনিধির ড্র করায় সুবিধা হলেও, মহমেডান স্পোর্টিং তা নিয়ে মাথা ঘামাতে নারাজ ৷ তারা ধাপে ধাপে লক্ষ্যপূরণ করতে চায় ৷ তাই শিলং লাজংয়ের বিরুদ্ধে তিন পয়েন্টই পাখির চোখ আন্দ্রে চেরিনেশভের দলের ৷

রেমসাঙ্গা ছাড়া দলে কারও চোট সমস্যা নেই ৷ তাঁর না থাকা নিয়ে বাড়তি চিন্তার চেয়ে, যাঁরা আছেন তাঁদের নিয়ের ছক কষছেন চেরিনেশভ ৷ শেষ ম্যাচে প্রথমে গোল করে এগিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি ৷ শিলং লাজংয়ের বিরুদ্ধে ঘর সামলে জয়ের জন্য ঝাপাতে চায় মহমেডান স্পোর্টিং ৷ সাদা-কালো দলের কোচ ফুটবলারদের বাড়তি চাপ নিতে নিষেধ করেছেন ৷ তারা বাকি দু’টি ম্যাচ থেকে পুরো 6 পয়েন্ট নিতে চান ৷ এখন দেখার ট্রফির আলো গুয়াহাটিতেই সাদা-কালো শিবিরে প্রবেশ করে কি না !

আরও পড়ুন:

  1. হাবাস-সামাদকে বাইরে রেখেই কি পঞ্জাবের বিরুদ্ধে মোহনবাগান ?
  2. কলকাতা লিগে 4 ভূমিপুত্র বাধ্যতামূলক করল আইএফএ
  3. ম্যাচ গড়াপেটায় উয়াড়ি, টালিগঞ্জ অগ্রগামীকে সাসপেন্ড করল আইএফএ; তদন্তে পুলিশ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.